নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হয়ে যাক নৃত্য উৎসব
হতাশার আঁধার ঠেলে ঠেলে ।
সময়ের গাড়ি হয়নি ধরা
মিথ্যে মায়ায়.
তবু যেতে হবে বাড়ি ।
তাই আর নয় মিথ্যের আকাশে উড়াউড়ি.
নামতে হবে বাস্তব ধরণীর বুকে
আকাশ সেতো নীল ,অলীক স্বপ্ন ভঙ্গের শোকে
তাই আর নয় অযথা বিচরণ কল্পলোকে
বাস্তবতার ছুঁয়া পেতে
নামতে হবে জমিনে—খোলা প্রান্তরে ।
প্রতিপদক্ষেপে নতুন সম্ভাবনার আগমন
তাই কেউ থেমে থাকে না এখানে —সোঁদা মাটির বনে
বাসন্তীমনে.।
এখানে সব আছে
সুখ দুঃখ আনন্দ বেদনা
যেন রবি বাবুর পরিপূর্ণ কবিতা সংকলন
আর নজরুল চেতনার অনুরনন!
সময় অর্থময় — আনন্দ গানে
তাই দুখের আঁধার অযাচিত বাঁধার প্রচীর ভেঙে
হয়ে যাক নৃত্য উৎসব
সারারাত ...
মাটির পৃথিবীতে পা রেখে ...
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ আছে তো । দুখের গায়ে আনন্দের চাদর চাপিয়ে দিতে হবে । দুঃখ জয় করার মধ্যে কৃতিত্ব আছে ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
Daddy DJ, pLease take me to the party
& Let me dance aLong,
until the Lights are on
Ding Ding Ding
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: শুভ আগমন ইমরাজ কবির মুন । বহুদিন পর ব্লগে পেয়ে ভাল লাগলো ।
Let me dance aLong,
until the Lights are on
Ding Ding Ding................
৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: ব্লগ আছে তো । দুখের গায়ে আনন্দের চাদর চাপিয়ে দিতে হবে । দুঃখ জয় করার মধ্যে কৃতিত্ব আছে ।
আপনি কীর্তিমান।
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও কমেন্ট করে কীর্তিমান হলেন বনমহুয়া ।
আনন্দময়ীর আগমনে মেতে উঠুক সবখানে ।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯
প্রামানিক বলেছেন: সময় অর্থময় — আনন্দ গানে
দুখের আঁধার অযাচিত বাঁধার প্রচীর ভেঙে
হয়ে যাক নৃত্য উৎসব
সময়োপযোগী সুন্দর কবিতা। ধন্যবাদ
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
কিরমানী লিটন বলেছেন: এখানে সব আছে
সুখ দুঃখ আনন্দ বেদনা
যেন রবি বাবুর পরিপূর্ণ কবিতা সংকলন
আর নজরুল চেতনার অনুরনন! -গভীর নান্দনিক ++
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে এবং ভাললাগায় অনেক ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২
রুদ্র জাহেদ বলেছেন: এখানে সব আছে
সুখ দুঃখ আনন্দ বেদনা
যেন রবি বাবুর পরিপূর্ণ কবিতা সংকলন
আর নজরুল চেতনার অনুরনন!
এ যেন নতুনভাবে নতুনত্বের আহ্বান। চমৎকার কবিতা+
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
উল্টা দূরবীন বলেছেন: নামতে হবে বাস্তব ধরণীর বুকে
আকাশ সেতো নীল ,অলীক স্বপ্ন ভঙ্গের শোকে
তাই আর নয় অযথা বিচরণ কল্পলোকে
বাস্তবতার ছুঁয়া পেতে
নামতে হবে জমিনে—খোলা প্রান্তরে
ভালো লাগছে।
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৩
অগ্নি সারথি বলেছেন: তবে হয়ে যাক আনন্দ উৎসব ...
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আনন্দ উৎসব মনে দেয় শক্তি আর প্রেরণা ।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: "সময়ের গাড়ি হয়নি ধরা
মিথ্যে মায়ায়,
তবু যেতে হবে বাড়ি ।
তাই আর নয় মিথ্যের আকাশে উড়াউড়ি,
নামতে হবে বাস্তব ধরণীর বুকে
আকাশ সেতো নীল,অলীক স্বপ্ন ভঙ্গের শোকে
তাই আর নয় অযথা বিচরণ কল্পলোকে
বাস্তবতার ছুঁয়া পেতে
নামতে হবে জমিনে—খোলা প্রান্তরে ।" যথার্থই । গভীর দুঃখে অালোড়িত এক লেখা! হৃদয় স্পর্শ করলো ।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
আরজু পনি বলেছেন:
বাস্তবতাই সব...
অলীকে সাহিত্য, কাব্য রচনা করা যায়...বাস্তবের বাগান সাজানো যায় না
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮
সেলিম আনোয়ার বলেছেন: বাস্তবের বাগান সাজাতে হলে জমিনে নামতে হবে । আর এখানে সব আছে ।
১১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২
শামছুল ইসলাম বলেছেন: কবিতাটার নামের মধ্যেই যেন একটা উৎসব, ঊৎসব ভাব।
কবি ডাকছেন হতাশার আঁধারকে দূরে ঠেলে উৎসবে যোগ দিতেঃ
//হয়ে যাক নৃত্য উৎসব
হতাশার আঁধার ঠেলে ঠেলে ।//
একবার, দু'বার, তিনবার, ... বারবার গাড়ি মিস করলেও বাড়ি যাবার ইচ্ছে কখনোই মরে নাঃ
//সময়ের গাড়ি হয়নি ধরা
মিথ্যে মায়ায়.
তবু যেতে হবে বাড়ি ।//
সেই অদম্য ইচ্ছাটাকে বুকে নিয়ে কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে দীপ্ত পদক্ষেপে সামনে এগিয়ে যেতে হবেঃ
//তাই আর নয় মিথ্যের আকাশে উড়াউড়ি.
নামতে হবে বাস্তব ধরণীর বুকে
আকাশ সেতো নীল ,অলীক স্বপ্ন ভঙ্গের শোকে
তাই আর নয় অযথা বিচরণ কল্পলোকে
বাস্তবতার ছুঁয়া পেতে
নামতে হবে জমিনে—খোলা প্রান্তরে ।//
তবে এখানে থেমে গেলে চলবে না, কেননা সামনে অমিত সম্ভাবনা, যেতে হবে সোঁদা মাটির গন্ধে ভরা বাসন্তী বনেঃ
//প্রতিপদক্ষেপে নতুন সম্ভাবনার আগমন
তাই কেউ থেমে থাকে না এখানে —সোঁদা মাটির বনে
বাসন্তীমনে.।//
সেইখানে সব আছেঃ
//এখানে সব আছে
সুখ দুঃখ আনন্দ বেদনা
যেন রবি বাবুর পরিপূর্ণ কবিতা সংকলন
আর নজরুল চেতনার অনুরনন!//
সেই প্রাপ্তির আনন্দে কঠিন বাস্তবতার কথা মাথায় রেখে, উৎসবে মেতে উঠার এই তো সময়ঃ
//সময় অর্থময় — আনন্দ গানে
তাই দুখের আঁধার অযাচিত বাঁধার প্রচীর ভেঙে
হয়ে যাক নৃত্য উৎসব
সারারাত ...
মাটির পৃথিবীতে পা রেখে ...//
অসাধারণ কাব্য।
ভাল থাকুন। সবসময়।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বিশ্লেষণ । অনেক ভালোলাগলো সুপ্রিয় ব্লগার । আপনার জন্য অনেক শুভকামনা । আমার সামান্য লিখার তুলনা্য় আপনার বিশ্লেষণ অনেক বেশি ভাল হয়েছে ।
১২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৩| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে আর পাঠে কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা +++
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
বনমহুয়া বলেছেন: এই ফেসবুকহীন দুঃখের দিনে আপনার আনন্দ উৎসব করার ইচ্ছা হলো?