নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একজন রাজা ভাগ্যবান
তার দুই রানী —জানের জান!
রূপে গুণে তারা অপ্রতিদণ্ডি
তবু ঝগড়াতে তারা করেনা সন্ধি।
একজন পুতুল মোমের মত
অন্যজন শাদা কাশফুলের মত ।
রাজা বেচারা নেই তার কোন গুণ
তবে মনটা তার খাঁটি সোনা যেন কাঠ সেগুন।
রাজা ভাল ঠিকই বাসেন রানীদের
তবে খানিক বিব্রত— ঝগড়া যে তাদের।
এমনিতে তারা লক্ষীসোনা
রাজার সান্নিধ্য চাওয়ায়
কেউ কাউকে দেয়না ছাড় রাজার সান্নিধ্য পাওয়ায়।
এ নিয়ে দুই রানীর নিত্য বিবাদ
এভাবেই রাজা সাহেবের জীবনের হিসাব ।
এক রানী ছেড়ে দিয়ে আরেক রানী রাখতে
রাজাসাহেব পারেন না একদম থাকতে ।
দুজনের বিবাদ নিয়ে রাজার বুকে সুখ নেই
কেন রানীদ্বয় পারেনা মিলে মিশে থাকতেই !
একরাজা দুই রানী,
রাজা নিয়ে টানাটানি;
রাজা সাহেব ভালবাসেন সুখ পাখি আঁকতে
তবু তিনি অক্ষম একজনকে ছাড়তে ।
প্রশ্ন একটাই
রানীরা কত ভালবাসেন
রাজার সুখকে!
ভালবাসা গভীর হলেই
পারবে তারা একসঙ্গে থাকতে।
দিনে দিনে তাদের ভালবাসা বেড়ে যাক
দুই রানী নিয়েই রাজা মশাই সুখে থাক ।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন:
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: দুই রানী বানাইয়া তো রাজা মশাই ফেঁসে গেছেন !! মজাদার কবিতা ।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
বাংলার ফেসবুক বলেছেন: রাজা কেন আপনার ২ বৌ হলে আপনাকে টানাটানি করবে আর ঝগড়া ২ জন এক সঙ্গে থাকলে ঝগড়া হবে এসব মানিয়ে নিতে হবেই। লেখা ও ছন্দ ভাষা অনকে সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: রাজার বউ একাধিক হওয়া স্বাভাবিক ।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬
সাহসী সন্তান বলেছেন: প্রিয় কবি, টানা-টানির ফান্দে পড়েতো এখন আমারও টানাটানির অবস্থা! তবে আপনার টানাটানির ব্যাপারটা বেশ মজার হয়েছে কিন্তু!
চমৎকার কবিতায় ভাল লাগা রেখে গেলাম!
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: মজার তো অবশ্যই ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯
সাবলীল মনির বলেছেন: বেশ মজার !
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
আবু শাকিল বলেছেন: কবি -
এইটা কি কবিতা নাকি ছড়া ।
তবে বেশ মজার ।
বিজয় মাসের শুভেচ্ছা জানবেন ।
"একরাজা দুই রানী,
রাজা নিয়ে টানাটানি;
রাজা সাহেব ভালবাসেন সুখ পাখি আঁকতে
তবু তিনি অক্ষম একজনকে ছাড়তে ।"
০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: মজা লেগেছে জেনে ভাল লাগলো ।
একা কবিতা ।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: দিনে দিনে তাদের ভালবাসা বেড়ে যাক
দুই রানী নিয়েই রাজা মশাই সুখে থাক ।
রানী যখন দুইজন তখন রাজাকে নিয়ে টানাটানি তো থাকবেই।
তবে দুই রানী নিয়ে রাজা মশাইয়ের সুখে থাকার সম্ভাবনা দেখিনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । কত রাজার দুই রানী তারা সুখে কিভাবে জানি ।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
সুমন কর বলেছেন:
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন:
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
অগ্নি সারথি বলেছেন: প্রিয় কবিও কি দুই রানীর টানাটানিতে রয়েছেন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সেরকমই আমি অথবা অন্য কেউ ।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০
সুলতানা রহমান বলেছেন: দুই রানী নিয়ে সুখে থাকতে চান কেন?
রাজা নিজেকে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দিলেই পারেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন । একেবারে সুষম বন্টন ।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যতিক্রম কবিতায় ভাল লাগা সেলিম ভাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি হয়েছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
শামছুল ইসলাম বলেছেন: মজার কবিতা।
ভাল থাকুন। সবসময়।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: একরাজা দুই রানী,
রাজা নিয়ে টানাটানি,
সো ফানি, সো ফানি
হাসতে হাসতে আটখানি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
পার্থ তালুকদার বলেছেন: বাহ বাহ্......
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
নীল সঞ্চিতা বলেছেন: দিনে দিনে তাদের ভালবাসা বেড়ে যাক
দুই রানী নিয়েই রাজা মশাই সুখে থাক ।
আমরাও তাই চাই
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
আরজু পনি বলেছেন:
আপনার কবিতা এই প্রথম অর্থোদ্ধার করতে পারছি না ...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: জটিল কবিতা ।
না পারাতে তবু পাঠে ও কমেন্টে ধন্যবাদ । কবিতা হলো এক ব্যক্তির দুই বউ !!
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: ব্যপক মজার টানাটানি
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন মজার টানাটানি । এই টানাটানিতে হারা যাবে না ।
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
স্কুল কলেজের স্পোর্টসে দড়ি টানাটানির কথা মনে পড়ে গেলো । এখানে দেখি রাজাকে নিয়ে টানাটানি ।
আপনিই বা রাজাকে নিয়ে টান দিলেন কেন ?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: রাজাতো টানটানি করেনি । টানাটানি রাজার উপর পরেছে ।
রাজা সাহেব ভাগ্যবান তার প্রেমে পরী আর রূপসী প্রাণ ।
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
রিকি বলেছেন: এ নিয়ে দুই রানীর নিত্য বিবাদ
এভাবেই রাজা সাহেবের জীবনের হিসাব ।
এক রানী ছেড়ে দিয়ে আরেক রানী রাখতে
রাজাসাহেব পারেন না একদম থাকতে ।
দুজনের বিবাদ নিয়ে রাজার বুকে সুখ নেই
কেন রানীদ্বয় পারেনা মিলে মিশে থাকতেই !
এক রাণীর দুই রাজা থাকলে তো ভাই, বক্সারের যুদ্ধ বাঁধিয়ে ফেলত, তাহলে এক রাজার দুই রাণী তো একটু বিবাদ করবেই---নিজের রাজ্যে কেউ পরের আগ্রাসন দেখতে চায় বলেন !!!!
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: একে বারে ঠিক কথা । ভাল থাকবেন । নিজের রাজ্যে নিজেরই থাকবে একচ্ছত্র অধিকার ।তেমনটি অপ্রত্যাশিত নয় ।কিন্তু আরেকজনের অধিকারকে সম্মান দেখাতে হবে। নইলে রাজা মশাইয়ের ভালবাসা থেকে খারিজ হবার আশংকা একশো ভাগ ।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১২
সুলতানা রহমান বলেছেন: নোটিফিকেশন পাইনা। তাই নিজেই দেখতে এলাম।
সুষম বন্টন, (হিহিহি)
বিশ নম্বর কমেন্ট টা দারুণ মজার। হাহাহা হিহিহি সব রকম হাসলাম।
ভালই হত যদি রানীদের ও এরকম দুই তিনজন রাজা রাখার নিয়ম থাকতো।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন: আপনি পেইন্ট ইউর ওয়াগন মুভিটি দেখতে পারেন। এক ব্যক্তি দুই বউ নিয়ে কতটা অসুখী অথচ তার ই এক বউ ছাড়া পেয়ে একনায়কের বউ হলেন। খেয়ালী নায়কের বয়স বেশি এমনকি দেনমোহর মতন ব্যাপারটি দাবী করে মাতাল পরে গেলেন মাটিতে ধপাশ ।পুরো বিয়ের ব্যাপারটিতে বেহুশ থাকলেন । তারপর বউটি আরেক নায়ক ইস্ট ওডকে পছন্দ করেন জানালে স্বামী বেচারা ইস্টওডের হাতে বউ রেখে চলে যেতে চাইলে নায়িকা বাধা দেন । আহলাদী নায়িকার দুই স্বামী লাগবে !! তারপর চলতে থাকলো তাদের সংসার ।তারা কিন্তু তুলনামূলক সুখী ছিল । মানে একপুরুষ দুই রমনীর তুলনায় ।কারণটা অবশ্য দুই নায়কে মহানুভবতা আর ভালবাসার জন্য । বাস্তবে ব্যাপারটি তেমন নাও হতে পারে ।
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
জুন বলেছেন: দিনে দিনে তাদের ভালবাসা বেড়ে যাক
দুই রানী নিয়েই রাজা মশাই সুখে থাক
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
সম্পর্ক ত্যাগ করা কষ্টের ।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
উল্টা দূরবীন বলেছেন: একরাজা দুই রানী,
রাজা নিয়ে টানাটান!!!
হাসতেই আছি।