নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমরা করেছি কমেডি এক
বলেছি সবাইকে
দেখরে দেখ ।
ভেবেছে সবাই উদ্ভট কান্ড
সন্দেহের বেড়াজালে
কত কিছু ভাবে লোক ।
সত্য সে তো বহুদূরে
ভাবছে সব অদ্ভুত ।
বোকার দল অনুমানে
কত কিছু ভাবছে!
আসলে সব মিছে
আকাশ কুসুম করছে।
এ হাত ছুঁয়নি কোন অপবিত্র আত্না
এ যেন পবিত্র জমজমের পানিটা ।
এক ভাই এক বোন
বোকা সবাকে বানালো
মিথ্যে গল্পে পাড়াটা কি ভাবলো ।
আরও কত মজার ঘটনা হবে রে
বুদ্ধির ঢেঁকি কৌতুহলী জনরে ।
ঢাকার লাড্ডু ভেঙে খাবে অন্যে
তাই নিয়ে কত কিছু করছে হয়ে হন্যে ।
কোন এক বুদ্ধিমতী বুদ্ধির খেই হারিয়ে
ঝামেলা দুইহাত দিয়েছে বাড়িয়ে ।
দেখা যাক আছে তার কত গুণ
পরিস্থতি সমালানোতে কতটুকু পটু সে ।
কি সে লাভ কি সে লস যে জন জানে না
সেই জন প্রতিষ্ঠানের কোন কাজে লাগবে না।
গোপনে গোপনে গড়া যায় পাহাড়
যার আছে ভবিষ্যৎ তার পিছনে শত্রুর বাহার ।
করে দেবে ভীষণ ক্ষতি মিলে সকলে
রাজ্যের প্রচেষ্টা যাবেই যাবে বিফলে ।
বলছি যা হয়েছে ছিল শুধু রম্য
বোকার দল ধোকা খেয়েছে হয়নি বোধ গম্য ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আই লাভ ইউ প্রমানিক ।প্রথম কমেন্টে ।
আচ্ছা প্রামানিক ভাই বলে ভাই কি ভাই কে ভালবাসতে পারে না । সেটা কতটা পবিত্র !!
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন:
সম্প্রতি যারা দেখছে ব্লগ ।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
সুলতানা রহমান বলেছেন: ছন্দে ছন্দে, শেষ দুই লাইন অনন্য।
আপনার প্রো পিক দেখে মনে হয় এইরে, হুমায়ূন ফরিদী।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ফরীদি আমার প্রিয় অভিনেতা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: লাভ ইউ ভাইয়া ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার প্রথম পিলাচ
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
সুপান্থ সুরাহী বলেছেন: অসাম বস অসাম।
চমৎকার!
খুব খুব ভাল লাগল।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে লাভ ইউ ।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
কল্লোল পথিক বলেছেন: অসাধারণ কবিতা
চমৎকার ভাবের প্রকাশ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
আরণ্যক রাখাল বলেছেন: রম্য! রম্যই বটে
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১
রক্তিম দিগন্ত বলেছেন: বলছি যা হয়েছে ছিল শুধু রম্য
বোকার দল ধোকা খেয়েছে হয়নি বোধ গম্য ।
আসলেই কিছুটা হয়তো ধোঁকা খেয়ে গেছি। এত সুন্দর লেখায় ধোঁকা খাওয়াই স্বাভাবিক! +
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইলো +++
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
জুন বলেছেন: সাম্প্রতিক ভিজিটরের ঘরে নাম দেখে
+
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০
সেলিম আনোয়ার বলেছেন: থ্যাংক ইউ ।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০
রিকি বলেছেন: গোপনে গোপনে গড়া যায় পাহাড়
যার আছে ভবিষ্যৎ তার পিছনে শত্রুর বাহার ।
করে দেবে ভীষণ ক্ষতি মিলে সকলে
রাজ্যের প্রচেষ্টা যাবেই যাবে বিফলে ।
বলছি যা হয়েছে ছিল শুধু রম্য
বোকার দল ধোকা খেয়েছে হয়নি বোধ গম্য ।
কেমন আছেন ভাইয়া??
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন: ভাল। আপনি কেমন আছেন রিকিমনি । কমেন্টে লাভ ইউ ।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগলো ++
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: বলছি যা হয়েছে ছিল শুধু রম্য
বোকার দল ধোকা খেয়েছে হয়নি বোধ গম্য । -------
এ কেমন রম্য দাদু, এ কেমন রম্য-----------------
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: হা হা দারুন রম্য ।
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
নেক্সাস বলেছেন: ওরে সেলিম ভাই। কই আপনি? রম্য ব্যাপুক হইছে। কয়েকদিন দেখি নাই কেন?
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে নিয়ে কবিতা লিখেছিলাম সেটা পোস্ট করিনি এখন করবো । কয়দিন ব্যস্ত ছিলাম ।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
উল্টা দূরবীন বলেছেন: উছাম লাগছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় ।
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
রিকি বলেছেন: আছি ভালোই ভাইয়া। এই চলে যাচ্ছে দিনকাল আর কি।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ । দিনকাল ভাল যাক এই শুভকামনা থাকলো ।
১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জীবনটাই এক বিশাল রম্য রচনা...
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট । ভাল থাকবেন বোকা মানুষ ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
প্রামানিক বলেছেন:
বলছি যা হয়েছে ছিল শুধু রম্য
বোকার দল ধোকা খেয়েছে হয়নি বোধ গম্য ।
সুন্দর কবিতা। ধন্যবাদ