নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৭




আমার ঈর্ষা লাগে গায়
সেই মৌমাছির পদচারণায়
যার নাম জড়িয়ে যায়
গল্প গান আর কাব্যচ্ছলে
আমার প্রিয় ফুলে।

জানি নেই কোন অধিকার
আমি কেউ নইকো তার।
তবু ব্যথা ভরা এই মনে
বুঝাই কেমনে?

সে যে কেবলই আমার প্রাণে দোল
রক্ত গোলাপ ফুল।

আটকে গেছে এ প্রাণ সংসার সংগ্রামে।
তবু ভাবনা সদা প্রাণে
তারে কে লয়ে যায় চলে
কার সঙ্গে সে করছে বিচরণ
আমায় ভুলে ?

সেই শোকে আজ ক্রন্দন হয়ে বৃষ্টিগুলি
তলিয়ে দিল মাঠ-ঘাট সব।

আমার প্রিয় ফুল ভালবাসার ভুল
যার তরে অকাতরে সয়েছি ভীষণ হুল
কার তরে সে প্রেম করছে নিবেদন!
সেসব ভেবে ভেবে বুকটা ফেটে যায়
হিয়ায় মাঝে যেন অযাচিত বিস্ফোরণ ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সুন্দর হয়েছে সেলিম ভাই। কিন্তু সাধু চলিত মিশ্রণ মনে হলো।

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: মিশ্রণ দূরীভূত করা হলো । ক্যান জানি ওভাবেই লিখতে ইচ্ছে করছিল । আর কবিতার নামই তো নিষিদ্ধ । তাই গুরুচন্ডালী .....

২| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না , এটা কোন কাজের কথা নয় ! ভাবীর পাশে বইসা আরেকজনরে নিয়া হা হুতাশ !!!

তবে কবির কবিতার তেজ আরও বেড়েছে । দারুন !!!

২৫ শে জুন, ২০১৬ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। কাজের না হোক।অকাজের তো । :)

৩| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৯

*পড়ুয়া* বলেছেন: ভাল লাগলো।

৪| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৯

বিজন রয় বলেছেন: পুরানো ঢঙে আপনার কবিতা লেখার অভ্যাস এখানো রয়েছে। এটিকে একটু বদলানো যায়?

আপনি অনেক কবিতা লেখেন বলে বললাম।

৫| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৯

কল্লোল পথিক বলেছেন:




বেশ হয়েছে।

৬| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

৭| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৩১

একজন আরমান বলেছেন:
কবিতায় ভালো লাগা সেলিম ভাই।
আশা করি ভালো আছেন ! :)

৮| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭

ভ্রমরের ডানা বলেছেন: আপনার কবিতায় জাদু আছে সেলিম ভাই, সত্যি অসাধারণ!

ষোল আনা উসুল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.