নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিদায় লিওনেল মেসি বিদায় !

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:০১



ক্লান্ত শ্রান্ত দেহ
অবসন্ন মন
তাই বিদায়
এখন
জীবনের আছে মানে অন্য কোনখানে
তাই আর নয় এখানে।
অনেক বেলা হলো রঙিন প্রহর গেল
আসছে সাদাকালো।
মনে থেকে গেল তার
রাজসিক বিচরণ-নয়ন জুড়াবার
নেভার আগে সেও জ্বলেছিল
লিওনেল মেসি—খবরের কাগজে—আড্ডার টেবিলে
তুমি ছিলে আছো থাকবে-
ইতিহাসের পাতায়—মনের খাতায়- রুপোলী পর্দায়
তুমি এসেছিলে আলো বিলিয়েছিলে
জ্বলে ছিলে কোটি কোটি হৃদয়ের আকাশে
প্রিয়তম নক্ষত্রের মত ।
এ জগতে হায় সব ফুরিয়ে যায়
তবু থেকে যায় মহান কীর্তি
বিদায় লিওনেল মেসি বিদায় ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: সবাইকে একসময় যেতেই হয়।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: চিরন্তন সত্যি কথা ।ফুটবল বিশ্ব মহা তারকা হারালো ।

২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: খুব ভালো হয়েছে। বড় কোন ম্যাচ জিততে পারে না।

৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: বিশ্ব ফুটবলে দেশকে যে কিছু িতে পারে না, তাকে বেশীদিন কেউ মনে রাখে না।। অবশ্য ক্লাব এবং জাতীয়দলের ষ্ট্রাটেজি ভিন্ন বলেই।।

৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:৫৬

মহা সমন্বয় বলেছেন: মেসি যদি ফুটবল থেকে সত্যিই বিদায় নেয় তাহলে ফুটবল তার সৌন্দর্য হারাবে। মেসি ফিরে আসবে সে কামনাই করছি। সমায়িক হতাশা থেকেই হয়ত মেসি এই অবসরের ঘোষণা করেছে। কিছুদিন পর আবার ফিরে আসবে। আফ্রিদীর মত, আফ্রীদি তো সা্প্তায় সাপ্তায় আবসর নেয় আবার ফিরে আসে। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.