নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৫

জগৎপিতা, তোমার কাছে অবনত মস্তকে এ প্রাণের আকুল মিনতি
যে শিশুর আগমনি শুনি প্রিয়ার জঠরে করুনাধারা ঢালো তার প্রতি
জগৎস্বামী অন্তর্যামী তুমি রহীম আর রহমান
আমার হিয়ার সব যতনার করো গো অবসান
করুণাধারা ঢালো আনন্দ নাচন তোল শ্রাবণমেঘের জলে
প্রভু দূর করো খরা সজ্জিত করো ধরা ফুলে এবং ফলে|
সর্বদ্রষ্টা তুমি দেখ সৃষ্টিজগতে যা আছে আসবাব সব
মোদের চোখের আরোগ্য করো করি শোকরিয়া তব |
রঙ্গমঞ্চের রংমহলে তুমি যা ইচ্ছে তাই করো
তোমার ভয়ে মাখলুকাত সব কাঁপে থরোথর|
তুচ্ছ সবে নাদান সবে তোমার বিহনে কিছুই করার নাই
প্রতিপালক তুমি আর বান্দা সবে তার বন্দনা করি সদাই|
তুমি চাইলে বৃষ্টি নামে তপ্ত মরুর বুকে
তুমি চাইলে স্বর্গসুখ ব্যথাভরা এ বুকে |
কুন ফায়া কুনের মালিক সদা তব বন্দনা করি
তোমার কৃপায় জগৎমাঝারে স্বর্গসুখ গড়ি।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১

কাবিল বলেছেন: ভালো হইছে, ভালো লাগলো।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৭

শুভ্র বিকেল বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪১

রিফাত ২০১০ বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই ।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

প্রামানিক বলেছেন: নতুন কবিতা দিচ্ছেন না কেন ভাই?

৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: দিয়ে দিলাম নতুন কবিতা । কমেন্টে ও পাঠে ধন্যবাদ । ব্লগে ঢুকেই দেখলাম আমার ব্লগ বয়স ৪বছর আট ঘন্টা । দারুন ব্যাপার চার বছর কেটে গেল । সময় কত দ্রুত ফুরিয়ে যায় ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় খুব ভাল লেগেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.