নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মদ (সাঃ)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

ছিলনা তার প্রাসাদ ছিলনা কোন মসনদ
মানবকূল শিরোমনি নাম তার মুহম্মদ
মানবজাতির পিতা নবী আদম
স্রস্টার সঙ্গে নাম দেখে খেয়েছেন ভীষম
তারই নামের উছিলায় পেয়েছেন ক্ষমা
নবী শ্রেষ্ঠ মুহম্মদ মানবদরদী একজনা ।
আরবের মানুষের দ্বারে দ্বারে
শান্তির বাণী পৌঁছেছেন বারে বারে।
নবুওত পাওয়ার আগেই হয়েছেন আলআমিন
তার ঋণে নতজানু আসমান জমিন।
নারীদের দানিয়েছেন মায়ের সম্মান
দুধমাতার আগমনে জমিনে বিছিয়েছেন নিজ চাদরখান
অতঃপর সেখানে দিয়েছেন তারে বসতে
ধুলো যেন না লাগে দুধমাতার শরীরে।
যে সময়ে সদ্যজাত কন্যা শিশুদের
অনায়াসে মেরে ফেলা ছিল কাজ আরববাসীদের।
সেই সময়ে তিনি স্নেহশীল পিতা তিন কন্যার
নাস্তিক মানুষ তাকে দেন মিথ্যে অপবাদ
তার নিষ্ঠুরতায় নাকি মানবতা বরবাদ !
তিনি তো গড়েননি নিজের কোন মূর্তি
কবর তার প্রাসাদ নয় নয় কোন কীর্তি।
একবেলা খেতেন বাকীবেলা উপোষ
কষ্টের জীবন বেছে নিয়েছেন করেননি কোন দূষ ।
তায়েফের ময়দানে হয়েছেন জর্জরিত অকথ্য অত্যাচারে
তবু বদদোআ করেননি জালেমদের উপরে ।
নাম তার মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিন
তার প্রেমে স্বয়ং আল্লাহ বাব্বুল আলামিন।
সর্বকালের সেরা মানব নেই কোন সন্দেহ
তার সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না কেহ।
সিংহাসন না থেকেও তিনি দু'জাহানের রাজা
তার অসম্মান করবে যারা হবে তাদের সাজা।
কালোসাদা নারীপুরুষ ভেদাভেদ
দূর করেছেন তিনি রাখেননি প্রভেদ।
হাবশি বেলালকে করেছেন মুয়াজ্জিন
মানবতার মুক্তিতে আদর্শতার অমলিন।
যাদের অগাধ বিশ্বাস কালিমা তাইয়েবার
জান্নাত লাভ হবে তার নেই কোন সন্দেহ আর ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২০

মনসুর আলী বলেছেন: চমৎকার

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে আপনার এ না'তে রাসুল (সাঃ)।
দুজানের রাজা -- বোধ হয় দু'জাহানের রাজা বলতে চেয়েছিলেন।
কবিতায় + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.