নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শিশু কিশোর-যুবক মনে —শিক্ষার আলো ছড়িয়ে দিলে
সচেতনতার প্রদীপ জ্বেলে— বিবেকটা শানিয়ে দিলে
চাতকমনের জ্ঞান পিপাসা —কায়দা করে মিটিয়ে দিলে
শিখিয়ে দিলে
কেমন করে বলতে হবে
কোন খেয়ালে চলতে হবে
সাফল্য সোপান দেখিয়ে দিলে
দেখিয়ে কি আর ক্ষান্ত হলে ?
সফলতা ছুঁইয়ে দিলে খুব করে জানিয়ে দিলে
গুণকীর্তন করে দিয়ে আর কতকে প্রেরণা দিলে
এত কিছু অবদানে
কী পেলে কতটুকু পেলে?
শ্রদ্ধাভরে করি স্মরণ জাতি তোমাদের করুক বরণ
হিমালয়ের শিখর যেমন ছুঁইয়ে ফেলে দূর আকাশটারে।
---------------------
নোট: শিক্ষা জাতির মেরুদন্ড ।শিক্ষকও তাই জাতি গঠনের কারিগর । বাবা-মা ও শিক্ষক । আর প্রাতিষ্ঠানিক শিক্ষক যাাদের পরিচর্যায় শিক্ষাজীবন পরিপূর্ণতা লাভ করে । সকল শিক্ষককে জানাই স্বশ্রদ্ধ ভালবাসা আর সম্মান । আর তাদের জন্য রইলো অশেষ শুভকামনা ।
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৭
মেহেরুন বলেছেন: শিক্ষক দিবসে সকল শিক্ষকদের শুভেচ্ছা। কেমন আছেন? কবিতা ভালো লাগলো।
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
সচেতন ও দ্বায়িত্ববান কবিতা। অনেক অনেক ধন্যবাদ কবি !
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫২
ইহসান আকসার মাহমুদ বলেছেন: https://www.alislam.org/
http://www.ahmadiyyabangla.org/
সকল মুসলমানের কাছে অনুরোধ, শুধু একবার ঘুরে আসুন
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০১
কথাকথিকেথিকথন বলেছেন: শিক্ষক দিবসে সকল শিক্ষককে শুভেচ্ছা এবং শ্রদ্ধা ।
কবিতায় শিক্ষকবৈশিষ্ট ফুটে উঠেছে । ভাল লেগেছে ।