নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শীতনিদ্রায় থেকেছি বহুদিন ..দৃঢ় প্রত্যয়ে
অবসন্ন মন আজ জেগে ওঠেছে দারুন সতেজতায়—
স্বপ্ন ছিল প্রবল সম্ভাবনাময় নিষ্পাপ অনুজেরা বড় হবে
অনেকে খ্যাতির চূড়ায় করবে অবস্থান
গোলটেবিলে আলোচনার খোরাক হবে পাবে সম্মান।
স্বপ্নগুলি আজ বাস্তবতার নূপুর পড়েছে পা’য়
যে তরুনেরা অবুঝ শিশুর মত
বাকস্বাধীনতার ষোল আনা ওসুল করতো
তাদের অনেকেই এখন শিক্ষকের ভূমিকায়
কেউ প্রশাসক, গবেষক অথবা ব্যাংকের বড় অফিসার ;
প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে কেউ আজ সমাজের অবতার ।
শুধু অপরিবর্তিত সেই চিরচেনা এল শেপ অবকাঠামো
বাংলাদেশের ভূতত্ববিদ্যার প্রথম আতুরঘর …
সামনে তার সবুজ মাঠ নারিকেল বৃক্ষ বেষ্টিত
এখনো তা তরুন শিক্ষার্থীর পদচারণামুখর।
ক্যাফেটেরিয়ায় এখন আর সাপ্তাহিক আড্ডার নেই প্রচলন
অরুপ –মইনুল- মশিউর- রোহান… পেয়েছে অবসর প্রহসন।
তারুন্যেরর উদ্দীপনা আজ লীন হয়েছে
সাংসারিক দায়িত্ব তাদের ঘাড়ে চেপে বসেছে
নতুন কেউ হয়তো তাদের শূন্যস্থান পূরণ করতে পারেনি
অথবা পেরেছে!!
সুপ্রিয় বন্ধুরা বেশ আছে ;
তার দূরালাপনি প্রেম আজ ঘর বেঁধেছে অস্ট্রেলিয়ায় .
তার ভগ্নহৃদয় নতুনের আগমনে সমৃদ্ধশালী .
তিনি এখন সুদূর এমেরিকায় বাস করেও প্রবল বাংলাদেশী .
তিনপুত্রের জনক আজ বড় ক্রিকেট বিশেষজ্ঞ .
অবশেষে তিনি সৈয়দপুরেই স্থায়ী নিবাস গড়লেন .
দিনাজপুরে তারা ভূতত্ত্ববিদ দম্পতি .
ভূতত্ত্ব বিষয় থেকে পালিয়ে আরেকজন অস্ট্রেলিয়ায় .
আরো আছেন কানাডায় - ইউরোপে …
হৃদয়ের মাঝে কে আছে কাহারা আছে কিংবা থাকতো!
ভালবাসার দীপ জ্বেলে কে বা কাহারা তাজমহল গড়তো!
সেসব নস্টালজিয়া আজ আশ্রিত অথৈ সমুদ্রের দূরতম অজানা দ্বীপে।
সুবিবেচনা,
সুনীল আকাশে দিন আছে আছে রাত
হৃদয় কেবল করে গেছে তোমাদের নিরব পক্ষপাত
হেমিলিনের বাঁশির সুরে বাহুডোরে ক্ষণিকের তরে উদাসীন
ঘর বেঁধেছে পর হয়েছে দূর বনে ঠাঁই পেতেছে সবই যে অর্থহীন ।
ভেঙ্গে গেছে ঘুম জেগে উঠেছে আত্নপ্রত্যয়ি মন সম্মুখে এখন কেবলই বাস্তবতা
দেখা হবে কথা হবে সময়ের ডানায় রচিত হবে সুদৃঢ় মানববলয় — অপার মানবতা।
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫
তারছেড়া লিমন বলেছেন: অনেক দিন পর আবার পাইলাম সেলিম ভাই..........................+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর লিখলাম । কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লেগেছে সেলিম ভাই। এমনিতে আপনাকে নিয়মিত দেখছিনা কেন?
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ভাললাগা । ভাল থাকবেন সবসময় এ ই কামনা থাকলো ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩
সালমান মাহফুজ বলেছেন: স্বপ্নগুলি আজ বাস্তবতার নূপুর পড়েছে পা’য় [/si---- লাইক
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। উত্তরে দেরী হওয়াতে দুঃখিত সালমান মাহফুজ। নিরন্তর শুভকামনা থকলো আপনার জন্য ।
৫| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪২
সুমন কর বলেছেন: লেখার ধরন পরিবর্তন করেছেন এবং ভালো লেগেছে।
+।
মনে হয়, কাউকে বা কিছু মানুষকে উদ্দেশ্য করে লিখেছেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: তার দূরালাপনি প্রেম আজ ঘর বেঁধেছে অস্ট্রেলিয়ায় .
তার ভগ্নহৃদয় নতুনের আগমনে সমৃদ্ধশালী .
তিনি এখন সুদূর এমেরিকায় বাস করেও প্রবল বাংলাদেশী .
তিনপুত্রের জনক আজ বড় ক্রিকেট বিশেষজ্ঞ .
অবশেষে তিনি সৈয়দপুরেই স্থায়ী নিবাস গড়লেন .
দিনাজপুরে তারা ভূতত্ত্ববিদ দম্পতি .
ভূতত্ত্ব বিষয় থেকে পালিয়ে আরেকজন অস্ট্রেলিয়ায় .
আরো আছেন কানাডায় - ইউরোপে
আপনি ঠিকই ধরেছেন । একেকটি লাইন একেক জন বন্ধুর সংক্ষিপ্ত বিবরণ........
সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: কতদিন পর!! ভাল আছেন তো?? থাকুন সর্বদা এই কামনায়।।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভাল থাকুন। আর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, অনেক কথা কমা হয়ে গেছে; ভালো, সবার কাছাকাছি থাকুন, বলুন।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯
সেলিম আনোয়ার বলেছেন: অনেক কথা ডট হয়ে গেছে ।জীবনটা এমনই। ১০০% কারো সম্পর্কেই জানা যায় না । নিজের সম্পর্কে শতভাগ জানা যেখানে কঠিন সেখানে অন্যের সম্পর্কে জানা সো টাফ ।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
শীতনিদ্রায় থেকে বহুদিন পরে দারুন সতেজতায় উঠে এলেন ।
দৃঢ় প্রত্যয়ে বলে গেলেন , দিন চলে যায় , সব-ই বদলায় ।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক দিন আপনার দর্শন পেয়ে ভালো লাগলো ।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: তাহলেতো অনেক দিন পর পর আসাই ভাল ।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
এত অনিয়মিত হলে পাঠকের রুচি বদলে যায় কিনা ভাবছি। আগে তো দিনে অন্তত দু'টো কবিতা পড়তে পারতাম...
কবিকে অনেক শুভেচ্ছা
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আমার ব্লগে আপনার উপস্থিতি আমার জন্য প্রেরণাদায়ক । কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮
কলমের কালি শেষ বলেছেন: কিছু আক্ষেপ ঝরানো কবিতা । ভাল লেগেছে ।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৯
বিলিয়ার রহমান বলেছেন: বেশ হয়েছে!
প্লাস!
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লেখা!!!!!! অনেক ভালো।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো ++
.
ক্যাফেটেরিয়ায় এখন আর সাপ্তাহিক আড্ডার নেই প্রচলন
অরুপ –মইনুল- মশিউর- রোহান… পেয়েছে অবসর প্রহসন।
খুব গভীর,,,