নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
স্থিতি জড়তা টেনে ধরছে বেশ
শীতনিদ্রা কেটে গেলেও থাকছে তার রেশ।
তন্দ্রাদেবীর রুপোর কাঠি
সেজেছে বেশ পরিপাটি
তাতে কি আর আসবে ঘুম ?
জেগে থেকে আকাশটা আজ
নদীর বুকে দিচ্ছে যেন চুম।
রুপোলী আলোর চাঁদটা যে হায়
দুচোখ মেলে কেমন তাকায়
এমন মধুর ক্ষণে কেমন সবুর মনে
ভালবাসার ফাঁদ পেতে আজ
ফেললো বেঁধে তোমায় আমায়।
আর হবে না ঘুম
মাসি পিসি দিলেম ছুটি
এবার হবে ধুম ।
কাজের মাঝে হারিয়ে গিয়ে
দশজনাকে সঙ্গে নিয়ে
ব্যস্ত সারাক্ষণ।
ভাগ্যদেবী আয় না ছুটে
দেখবো মোদের কে যে রুখে!
নতুন সকাল আনবো মোরা
এই করেছি পণ ।
তোমার মধুর আহবানে
দেব সারা সবাই জানে
নতুন করেই করবো শুরু
হংসমিথুন যেমন !
অধরা আর থেকো না
এই হৃদয়ে সেই ঠিকানা
যার খোঁজে কেটেছে বেলা
চাতকের মতন ।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!
অবশ্যই প্লাস!
তবে শেষরে থেকে শুরুটা অনেক ভালো হয়েছে!
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সেলিম ভাই আমি সবসময় অাপনাকে খোঁতাম। অনেক বছর থেকে আছি প্রথম দিক দিয়ে আপনাকে দেখতে পেতাম প্রতি দিনি। এখন তেমন দেখতে পাইনা। তবে আছেন তো তাতেই খুশি। সবসময় থাকবেন, লিখবেন। পাঠক আমি খোঁজে পড়ে নেব।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। আমিও খুঁজি সুপ্রিয় ব্লগার।
সে আ সে না
ভা ল বা সে না ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮
মামুন ইসলাম বলেছেন: অনেকদিন পরে লেখা দিলেন।
চমৎকার হয়েছে ।
মনে হয় ছ্যকা দিয়াছে আপনারে
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ছ্যাকা দেয়া না খাওয়া কে যানে ? পৃথিবী দারন গতিশীল কেউ থাকেনা থেমে ।
কবিতা লিখার দরকার লিখলাম ।
কমেন্টে ধন্যবাদ। ব্যস্ততার চাপে লেখালেখি বন্ধ ।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৭
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর আপনি এখন দারুন সব কবিতা লিখছেন । কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১২
জুন বলেছেন: আপনি যে কেনো নিয়মিত লিখেন না ভেবেই পাই না সেলিম আনোয়ার । কি সুন্দর ই না লাগলো কবিতাটি ।
+
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় জুন আপু কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
কবিতা লিখা হয় না সময়ের অভাবে।
কবিতাপচয় হয়।
কবিতা মাথার মধ্যে ঘুরঘুর করে তারপর হারিয়ে যায় ব্যস্ততায়।
কবিতাগুলো যথেষ্ট পরিমান প্রশ্রয় পায়নি।
তাই যথার্থ কবিতা হয়ে ওঠেনি।
এলোমেলো তারপর হারিয়ে গেল ।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫
কাবিল বলেছেন: কবিতা ভাল লাগলো।
তারপর, অনেকদিন পর, কেমন আছেন?
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি । আপনি কেমন আছেন?
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮
অগ্নি সারথি বলেছেন: সুন্দর লিখেছেন সেলিম ভাই। কেমন আছেন?
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: গ্রেট ব্লগার অগ্নিসারথি।ব্লগে সুস্বাগতম। ভাল আছি। আপনি কেমন আছেন । অনেক ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।
৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: অনেক দিন পর কোথা থেকে হাজির হলেন!!
তন্দ্রাদেবী তবে আপনার ঘুম ভাঙাতে পারলো চাঁদের রূপোলি আলোয়!!
এবার নিয়মিত থাকুন।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: দেখা যাক কতক্ষণ জেগে থাকতে পারি । জেগে জেগে করবো জয়.... নিশ্চয়।
সুন্দর কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮
সিনবাদ জাহাজি বলেছেন: রুপক,ছন্দ,বর্ননা সব মিলিয়ে অসাধারন।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না । নবীশ কবির ক্ষুদ্র প্রযোজনা ।
সুন্দর কমেন্ট ভাল লাগলো । আর আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো ।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭
কানিজ ফাতেমা বলেছেন: ছন্দ মেলানো কাজটা আমার কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আপনি সেটা অবলীলায় করে ফেলেছেন।
প্রথম দু'লাইন দারুন লেগেছে ।
অশেষ শুভ কামনা ।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার চেয়ে আপনার কমেন্টই ভাল হয়েছে।
তাই অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন আর মনে রাখবেন ক্ষুদ্র আমাকে।
১২| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫
সেজুতি_শিপু বলেছেন: কবিতাটি অনেক ভাল লাগলো।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৭
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কবিতা। অনেকদিন পর ব্লগে লিখলেন মনেহয়। কেমন আছেন??
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ নয়। অতঃপর আমার কবিতা ভাল লাগায় অনেক কৃতজ্ঞতা। একটু দেরী হলো। মাশাল্লাহ ভাল আছি। আপনি কেমন আছেন?
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯
ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন ++
শেষের দিকটা আরেকটু ভালো করতে পারতেন।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: মন্দ বলেন নি । শেষ টা কেমন হলে ভাল হতো ? জানার আগ্রহ হচ্ছে। যদিও আমি অংবং কবিতা লিখি ।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩
মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২
ক্লে ডল বলেছেন: ভাল লাগল।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
ছন্দের দোলায় দোলায় ঘুম তাড়ানো কবিতা ।
সুপ্তোত্থিত হয়ে মাঝে মাঝে এমন করে দেখা দিয়ে গেলে হয়না ?
১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার লিখছি তো মাঝে মাঝে।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
আপনার কমেন্ট যথার্থই গুরুত্বপূর্ণ ।
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬
জুনিয়ার ব্লগার বলেছেন:
সুন্দর কবির সুন্দর কবিতা ।
খুব সুন্দর লিখেছেন ভাইয়া ।
১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ব্লগারের সুন্দর কমেন্ট ।
অনেক ধন্যবাদ কমেন্টে । ভাল থাকবেন সবসময় জুনিয়ার ব্লগার এই কামনা থাকলো ।
২০| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯
শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগা রেখে গেলাম
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২২
নাগরিক কবি বলেছেন: অসম্ভব সুন্দর।
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। অসম্ভব সুন্দর তো সম্ভবই নয় ।
নিরন্তর শুভকামনা থাকলো ।
২২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৪
অরুদ্ধ সকাল বলেছেন: ছন্দে-ছন্দে
সুন্দরানন্দে...
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয অরুদ্ধ সকাল কমেন্টে ও পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও সেলিম ভাই অসাধারণ কবিতাটি পাঠে মুগ্ধ হলাম।