নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কেমন করে বলবো সখি
হৃদয়ে কত জ্বালা?
কত শত বঞ্চনাতে হায়
জীবন ঝালাপালা ।
কত দিন রাত গেল
তোমার সাধনায়
কংক্রীট হৃদয় তুমি
মন দিলে না হায়!
তোমায় ঘিরে রচেছিলাম
শতেক কবিতা
তুমি প্রিয়া দূরেই ছিলে
পাঠ করোনি তা।
তুমি সেজে কতজনে
দিল ধোকা এই মনে…
অচিনপুরেই থাকলো আমার
মহান সাধনা।
এখন তুমি কোন দিকে যাও
আমি যে কোন দিকে
চাঁদের জোছনা ও ম্লান যেন
কবিতা হল ফিকে।
আজ দুজনার জীবন সমীকরণে
জনা দুয়েক ভেরিয়েবল প্রবেশেছে আনমনে!
জীবন তবু থেমে তো থাকে না
কোথায় যাবে কেমনে যাবে কেউতো জানেনা ।
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। বান্দরবানের সীতাপাহাড় যার উচ্চতা ৭০৮মিটার তার উপরে এই ন্যাড়া মাথার বৃক্ষ। এখানে সারাদিন বৃষ্টি হলো । আর এখন আকাশটা মেঘলা। এমন মেঘলা সময়ের নস্টালজিয়া ।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
"তোমায় ঘিরে রচেছিলাম
শতেক কবিতা
তুমি প্রিয়া দূরেই ছিলে
পাঠ করোনি তা। "
-প্রিয়ারা আজকাল কার কবিতা পড়ে কে জানে!
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। প্রিয়ারা কার কবিতা পড়ে কে জানে ।
অথবা লুকিয়ে লুকিয়ে কবিতা পড়ে ফেলে অনেকবার।
প্রকাশ হয়না । নিরবে নিভৃতে থাকতেই পছন্দ করে ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা ++++
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কর্পোরেট প্রেমিকারা মজে ক্রেডিট কার্ডে
লিটনের ফ্লাটে আর চাইনিজে
"কবিতা"চাঁদ যেন সুকুমারের ঝলসানো রুটি
তাদের প্রেম নাম ক্ষুধা রাজ্যে
হা হা হা
++++
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৬| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার কবিতা লেখার হাত ভালা।
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।
৭| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৮| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
শায়মা বলেছেন: তুমি সেজে কতজনে
দিল ধোকা এই মনে…
অচিনপুরেই থাকলো আমার
মহান সাধনা।
হাহা হাসতে হাসতে মরলাম !!!!!!!!!!!
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: অচিনপুরেই থাকলো আমার
মহান সাধনা।
ওটাই বোধ হয় সারাংশ।
তুমি হাসলে তাই আমিও হাসলাম ।
সারাদিন কঠিন পরিশ্রম গেল বগা লেক যাওয়া হল না। ব্যাড ওয়েদার ।পাহাড়ি রাস্তা।কোন মতে গাড়ী নিয়ে ফেরৎ এসেছি।ক্যাটস এন্ড ডগস রেইন । আর ৫কিমি গেলেই পৌছে যেতাম সেখানে।
৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: কত দিন রাত গেল
তোমার সাধনায়
কংক্রীট হৃদয় তুমি
মন দিলে না হায়! -- হায় হায়!
৭০৮ মিটার উচ্চতায় অনুভূত মেঘলা সময়ের নস্টালজিয়া ভাল লাগলো।
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা খানি পাঠে মুগ্ধ হলাম ।
০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: অনেক দেরী হলো দুঃখিত। আপনার কবিতা পড়ি। ভাল লাগে। আপনার কমেন্ট ও ভাল লাগে। শুভকামনা থাকলো আপনার জন্য ।
১১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১১
সিনবাদ জাহাজি বলেছেন: ভাল লাগলো অনেক।
প্রিয়ারা আজকাল হিন্দী টিৈ সিরিয়াল নিয়ে ব্যাপক ব্যাস্ত। কবিতা পড়বার সময় কোথায়?????
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৯
জুন বলেছেন:
আজ দুজনার জীবন সমীকরণে
জনা দুয়েক ভেরিয়েবল প্রবেশেছে আনমনে!
কবিতায় ভালোলাগা রইলো সেলিম আনোয়ার
+
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৭
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা!
প্লাস!
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭
ধ্রুবক আলো বলেছেন: তুমি সেজে কতজনে
দিল ধোকা এই মনে…
খুব ভালো লাগলো +
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । শুভকামনা থাকলো ।
১৫| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! খুব ভালো লাগলো সেলিম ভাই!
০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: বিলম্ব রিপ্লাইয়ে দুঃখিত।
ধন্যবাদ কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় ।
১৬| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যায় চলে কত পাখি
এ জন্য হলাম আমি ছন্দের বৈরাগী !!
কবিতা ভাল লেগেছে ।
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় কেথি। ভালথাকবেন সবসময় ।নিরন্তর শুভকামনা ।
১৭| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২
এডওয়ার্ড মায়া বলেছেন: কবিতা শায়মাপু কে ডিডেকেট করা হইল ??
আপু বোঝল না--
কেমন করে বলবো সখি
হৃদয়ে কত জ্বালা?
কত শত বঞ্চনাতে হায়
জীবন ঝালাপালা ।
কত দিন রাত গেল
তোমার সাধনায়
কংক্রীট হৃদয় তুমি
মন দিলে না হায়!
তোমায় ঘিরে রচেছিলাম
শতেক কবিতা
তুমি প্রিয়া দূরেই ছিলে
পাঠ করোনি তা।
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: হু। সুপ্রিয় ব্লগার শায়মাকে উৎসর্গ করা হলো ।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা।