নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সুরম্য কবিতা সমগ্র,
সকালের শুভ্রতা
আর শেষ বিকেলের রং মেখে
তোমরা তারুণ্যের পরম আরাধ্য হয়ে ওঠতে।
তোমাদের পদচুম্বন করে ধন্য হত
বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত পথ
বিস্তীর্ণ সবুজ মাঠ;
তোমাদের দর্শনে ধন্য হত
সুদর্শন যুবকের স্বপ্নিল দু’চোখ।
তোমাদের খোলা চুলে, রক্তিম ঠোঁটে
পথিক হারাত পথ।
তোমরা প্রখর রৌদ্রে বৃক্ষতলে বসে
স্বর্গের রূপরহস্য উন্মুচন করে দিতে প্রতিনিয়ত।
আবার পৌরাণিক হেলেন হয়ে
সূত্রপাত করতে বিবাদের;
কত ভীতু যুবক বীর পুরুষ হয়ে ওঠলো ইশারায় তোমাদের!
কত বিচার শালিশ উৎসব আয়োজন তোমাদের ঘিরে!
কত তরুনের পাষাণ দূর্গে অবলীলায় ফাটল ধরালে!
বোধের প্রাচীর ভেদ করে নায়াগ্রা জলপ্রপাত ঝরালে!
অথচ নদীর মতই সমুদ্রের নোনা জলে গড়লে স্থায়ী আবাস।
স্বর্ণালী কবিতা সমগ্র,
তোমাদের আবৃত্তি করার জন্য এক সময় তীর্থের কাকের মতন
দাঁড়িয়ে থাকত উদাসী সুদর্শন কবির দল;
সেই তোমাদের এখন নিত্য সেজে গুজে সেবা দিয়ে অর্ঘ্য সম্পাদন করতে হয় যার
সে কোন পৌরাণিক বীর নয়!;
অতি নগন্য পুরুষ ভীরু দূর্বল।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুরম্য কবিতা সমগ্র,
সকালের শুভ্রতা
আর শেষ বিকেলের রং মেখে
অনেক সুন্দর উপস্থাপনা।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
আহ! সুরম্য কবিতা সমগ্র!
০৮ ই মে, ২০১৭ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
জুন বলেছেন: সেই তোমাদের এখন নিত্য সেজে গুজে সেবা দিয়ে অর্ঘ্য সম্পাদন করতে হয় যার
সে কোন পৌরাণিক বীর নয়!;
অতি নগন্য পুরুষ ভীরু দূর্বল।
অসম্ভব ভালোলাগা সেলিম আনোয়ার ।
+
০৮ ই মে, ২০১৭ সকাল ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় জুন । ভাল থাকবেন নিরন্তর এই কামনা থাকলো ।
০৮ ই মে, ২০১৭ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: জীবনটা এমনই । কবিতা এমনই হয় ।
৫| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:২৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ০৮ ই মে, ২০১৭ রাত ১২:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নর নারীর লীলা খেলা এমনই হয়।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
তোমাদের আবৃত্তি করার জন্য এক সময় তীর্থের কাকের মতন
দাঁড়িয়ে থাকত উদাসী সুদর্শন কবির দল;
কবিতা সুন্দর হয়েছে, ভাই ।