নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ইসলামের বিধানে
ব্যাভিচারে বিচার ছঙ্গে ছার
জন সম্মুখে হাত পা বেঁধে
পাথর ছুড়ে ছুড়ে নির্মম মৃত্যু।
ধর্ষণতো আরও জঘন্য
এমনে তাই একটাই প্রশ্ন
এমন কোন ধর্ম কিংবা মতবাদ কি আছে?
যার দৃষ্টিতে ধর্ষক ধিক্কৃত না হবে!
কোন ফতোয়াবাজ কি পারবে
এমন কোন ফতোয়া দিতে
যেখানে ধর্ষকের বিচারে ধর্ষক যাবে বেঁচে?
ধর্ষণকারীর দ্বীন ইসলামে নেই কোন স্থান
মানুষের মত মনে হলেও আসলে সে পশুর সমান।
শিশুরাতো ফুলের মত পবিত্র
তাদের দেখে যাদের কামনা জাগে
তারাতো সবাই পশুর চেয়ে নীচ মস্তিষ্ক বিকৃত।
শিশু ধর্ষণের সাজা হওয়া উচিত সবচেয়ে কঠোর
এমন জানোয়ারদের সমাজ থেকে বেড় করে
শ্বাপদ সংকুল বনে পাঠানো উচিৎ নির্বাসনে ।
মনুষ্য সমাজে ধর্ষকের নেই কোন ঠিকানা
ধর্ষকদের যে রক্ষা করে সেও মানুষ নয় হিংস্র হায়েনা।
ধর্ষণের জন্য চাই কঠোরতর সাজা
এসব থেকে নারি শিশুর নিরাপত্তার বিধান
এই সময়ের সবচেয়ে বড় দাবী ।
১২ ই মে, ২০১৭ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আসলে মুসলিম রাষ্ট্র কয়টা আছে । আত্নরক্ষার জন্য খুনের এমন বিচার সমাচীন নয় । মুসলিম রাষ্ট্র ধর্ষণ সমর্থন করবে না । মিউচুয়াল সেক্স যেখানে মৃত্যু দন্ড সেখানে ধর্ষন সমর্থন করার প্রশ্নই ওঠে না । করে থাকলে সেটি মুসলিম রাষ্ট্র নয় । মুসলিম রাষ্ট্র বলেন আর পশ্চিমা বিশ্ব বলেন ধর্ষণের ব্যাপার কেউ সমর্থন করবে না । মুসলিম রাষ্ট্র তো পতিতা বৃত্তি সাপোর্ট করে না ।সেটি কবিরা গুণাহর কাজ ।
২| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:০০
বিলিয়ার রহমান বলেছেন: মনুষ্য সমাজে ধর্ষকের নেই কোন ঠিকানা
ধর্ষকদের যে রক্ষা করে সেও মানুষ নয় হিংস্র হায়েনা।
ধর্ষণের জন্য চাই কঠোরতর সাজা
এসব থেকে নারি শিশুর নিরাপত্তার বিধান
এই সময়ের সবচেয়ে বড় দাবী ।
সহমত!
প্লাস!
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
ভাল থাকবেন সবসময় ।
৩| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন কবিতা। কথাগুলো ভালো লাগলো।
শুভকামনা রইল।
১২ ই মে, ২০১৭ দুপুর ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আরপাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।
৪| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলামের বিধানে ব্যাভিচারের (জেনা) বিচার আছে বাট ধর্ষণের ব্যাপারে কিছু নেই।
মুসলিম প্রধান দেশগুলি অবস্য ধর্ষণের ব্যাপারে নিজেরা কিছু আইন করেছে, তবে ত্রুটিপুর্ন।
ধর্ষণে আক্রান্ত মহিলাকে ৪ জন প্রত্যক্ষদর্শি স্যাক্ষি আনতে হবে।
না আনতে পারলে বা সাক্ষ্য সন্তষজনক না হলে আক্রান্ত মহিলার বিরুদ্ধেই ব্যাভিচারের (জেনার) শাস্তি প্রযোজ্য।
১২ ই মে, ২০১৭ সকাল ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: এর উত্তর কি দিবো? রসুল সাঃ এর সময়ে ধর্ষণের কোন ঘটনা ঘটেনি ।প্রেম ঘটিত যেনা হয়েছে। যারা এমন করেছে তারা নিজেরাই রসুল স: এর কাছে বিচার চেয়েছেন ।কারণ তারা চাইছিলেন তাদের শান্তি যেন দুনিয়াতে হয়ে যায় । তারপর সেরকম একজনকে পাথর ছোড়ে হত্যা করা হল । মানুষ তাদের মৃত্যুর পর ঘৃনা প্রকাশ করতে গেলে নবী সতর্ক দিয়ে বললেন নিহত ব্যক্তি জান্নাতি। এটি ছিল প্রেমের মত কিছু একটা ! পারস্পরিক সম্মতিতে হওয়ার পরও তারা রসুলের দরবারে গেছেন পাপমুক্তির আশায় ।
সমকামীতার ব্যাপারে লূত নবীর সময়কারগটনা কোর আনে আছে। এবং সেখানে নারী পুরুস অবৈধ সঙ্গমের তুলনায় পুরুষ পুরুষ সমকামীতা অধিকতর খারাপ বলে উল্লেখ করা হয়েছে ।তাদের উপর আল্লাহর আজাবের নাজিল হয়েছে ।
৫| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে নতুনত্বের স্বাদ পেলাম।
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২ ই মে, ২০১৭ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: রবিন্দ্রনাথ নজরুল কি ছু বাদ রাখেন নি । সবই লিখা শেষ নতুনত্ব আ না সত্যি কঠিন । তারপর ও একটু আকটু চেষ্টা করা । জীবন বাবুর মতন যদি গন্ডি ডিঙানো যেত । দারুন ব্যাপার হত ।
সামনে কবি নজরুলের জন্মদিন ।
মুসলিম জাগরণের কবি ।চেতনার কবি ।প্রেমের কবি দ্রোহের কবি । সপ্তাহ দুয়েক চেতনা দ্রোহ আর সাম্য নিয়ে থাকা বোধ হয় তার জন্মদিনে শুবেচ্ছা জানানোর শ্রেয়তর পন্থা ।
৬| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:২৯
চাঁদগাজী বলেছেন:
দেশে কি ধর্ষণ বিনোদনের অংশ হয়ে গেলো?
৭| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:৩১
চাঁদগাজী বলেছেন:
'ইসলামের বিধানে
ব্যাভিচারে বিচার ছঙ্গে ছার
জন সম্মুখে হাত পা বেঁধে
পাথর ছুড়ে ছুড়ে নির্মম মৃত্যু। "
-আপনি দেশের সংবিধান ও আইন মানেন তো?
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: মানামানির প্রশ্ন আসছে কেন?
ইসলামের বিধানে ......পরের অংশ কি হবে ? আপনি লিখে দিন ।
কবিতা বুঝার ব্যাপার আছে।
এখানে সংবিধান আইন আসছে কেন ?
সংবিধানে বিচার বিভাগ বিষয়ক অনুচ্ছেদ আছে।
ধর্ষন ব্যাভিচার আর সমকামীতা নিয়ে কিছু নেই ।
আইন দেখার লোকের অভাব নেই। দেশে প্রচুর লইয়ার আছেন ।
কবিতার দাবী হলো কঠোর আইন চাই অপকর্ম ঠেকাতে। নারি আ শিশুর নিরাপত্তা নিশ্চিত করার আইন চাই।
আপনি কি চান?
অনেক বিশেষজ্ঞ আছেন তারা ঠিকই দেশের প্রচলিত আইনের উদ্ধুতি দিয়ে কমেন্ট করবেন ।
শাস্তি আইন বিষয়ক জ্ঞান না থাকায় অজ্ঞতার বশবর্তী হয়েও অনেকে এমন কাজ করে থাকে ।
পোস্টটি হয়তো সচেতনতা ব্যাপরে সহায়ক হতে পারে
৮| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:১৭
সুমন কর বলেছেন: সময়োপযোগী লেখা। ভালো লিখেছেন।
১২ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৯| ১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৩২
ধ্রুবক আলো বলেছেন: বিচার হোক কঠোর।
আপনার সাথে সহমত +
১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কঠোর বিচার হওয়া উচিৎ।
কবি গুরুর ভাষায় আমি কঠিনেরে ভালবাসিলাম কারণ কঠিন করে না প্রবঞ্চনা ।
১০| ১২ ই মে, ২০১৭ বিকাল ৪:০৯
নাগরিক কবি বলেছেন: কি আর বলবো ভাই? আসলে আমরা অসামাজিক জীব হয়ে গেছি।
১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: অসামাজিক আর অসভ্য ।
১১| ১২ ই মে, ২০১৭ রাত ৯:২২
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
কবিতা তেমন সুখপাঠ্য না হলেও বিবেকের পীড়ন আছে ।
চাই আপনার কবিতার এই দু'লাইনের কাঙ্খিত শাস্তি -----
জন সম্মুখে হাত পা বেঁধে
পাথর ছুড়ে ছুড়ে নির্মম মৃত্যু।
১২ ই মে, ২০১৭ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: অসুখে র বিষয়ে সুখ আসবে কিভাবে ? আহমেদ জী এস
আমি কঠোর শাস্তির দাবী জানিয়েছি ।
১২| ১৩ ই মে, ২০১৭ ভোর ৬:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর অালোচ্য বিষয়ও কবিতা।
অাইনের শাসন বড় প্রয়োজন।
শুভেচ্ছা জানবেন কবি।
১৩ ই মে, ২০১৭ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৫ ই মে, ২০১৭ সকাল ৯:১১
নতুন নকিব বলেছেন:
প্রতিবাদী কবিতায় মুগ্ধতা!
অহর্নিশ ভাল থাকুন, প্রিয় কবি।
১৪| ১৫ ই মে, ২০১৭ সকাল ৯:১৮
সম্রাট৯০ বলেছেন: বাহ বেশতো,ধর্ষক নিয়ে কত সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন, ধর্ষক নিয়েও এত সুন্দর কবিতা হতে পারে? আমারতো এদের কথা মনে আসলেই মাথা আউলাইয়া যায়। কবিতাতো দুর,মুখে গালিও আসেনা। এদের কি প্রাপ্য আর কি প্রাপ্যনা সেই টুকু ভাববার বোধ থাকেনা।
তবুো ধন্যবাদ ঘৃণা প্রকাশের জন্য
১৫| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৩৫
নীলপরি বলেছেন: প্রাসঙ্গিক বিষয় নিয়ে কবিতা লিখেছেন । কবিতার প্রতিবাদ ভালো লেগেছে ।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৭ সকাল ৯:৩৫
মোহাম্মদ বাসার বলেছেন: ভাল লাগেনি, সত্যকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, গত বছর অক্টোবরে ইরানে আত্মরক্ষা করতে যেয়ে এক নারীর ছুড়িকাখাতে খুন হয় ধর্ষক, সেই নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পশ্চিমাদেশের মানবাধিকার সংগঠনগুলো এর প্রতিবাদ জানিয়েছিল কিন্তু কোন মোসলমান রাষ্ট্র এর প্রতিবাদ করেনি।