নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জীবনের পরম লগন করো নাকো অবহেলা,
কে জানে কখন যে সাঙ্গ হবে জীবন কাফেলা!
ভালবাসার এইতো মহালগন
ভালবেসে পূর্ণ করো ক্ষণিকের এই জীবন।
কবিতায় ভালবাসার বাঁধনে বেধেছিনু তোমারে
সপ্নিল রংতুলিতে এঁকেছিগো তোমারে হৃদয়ের মাঝারে।
কতশত নির্ঘুম রাত দিয়েছো উপহার মোরে
তোমার সাধনায় সারারাত জেগে
দুচোখ জুড়ে অবশেষে
ঘুম এসেছে সূর্যওঠা ভোরে।
আমাদের প্রেম কিগো কালজয়ী হবার নয়?
রোদ বৃষ্টি ঝড়েও থেকেছে তা অব্যয় অক্ষয়।
এমন গভীর প্রেম করবে কি অবহেলা?
বুদ্ধিমতি তুমি অতি
জানি তব বিবেচনা আছে ঢের মেলা।
আমাদের প্রেম প্রিয় ইতিহাস হয়ে থাক,
ভালবাসার উৎসবে ধরিত্রী হোক সয়লাব।
লাগ ভেলকী সবার চোখে বলে
তুমি কি কেবল আমায় ভালবাসছো?
সব চোখ লুকিয়ে সখা আমায় কিগো আঁকছো ?
ভালবাসার শেষ কোথা তুমি তো জানো
নদীর সাগর সঙ্গমমতো
আমাদের প্রেমে পরিণতি টানো।
সৃষ্টি সুখের উল্লাসে চলো মাতি দুইজনে
ধ্রুবতারা আর চন্দ্রটাও স্বাক্ষী থাকুক সেই ক্ষণে।
অবশেষে অপেক্ষার সাধনারা ইতি টানলো।
পৃথিবীর আর কেহ নাই বা জানলো।
আকাশলীনা,
মোদের প্রেমের বিশুদ্ধ অনলে;
বাঁধা সব যাক সরে যাক
মিলনগানে ওঠো নেচে
মায়াবী পেখম তুলে ।
ছবি নেট
০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।
২| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন প্রিয় কবি। মুগ্ধতা রেখে গেলাম প্রেম-বিরহের কবিতায়। ++++++
কতশত নির্ঘুম রাত দিয়েছো উপহার মোরে
তোমার সাধনায় সারারাত জেগে
দুচোখ জুড়ে অবশেষে
ঘুম এসেছে সূর্যওঠা ভোরে।"- অসাধার প্রেম আর তীক্ষ্ণ বিরহবিধুর কবিতা।
শুভকামনা আপনার জন্য সবসময়।
০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও কমেন্টে অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন সবসময় এ শুভ কামনা থাকলো ।
৩| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
সুমন কর বলেছেন: ভালো লাগল। +।
০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো কবিতা +++++
০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ শূন্যনীড় । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।
৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ভাই ।
০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:০৫
জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ বেশ । শুদ্ধ প্রেম
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: জ্বরে পুড়ে যাচ্ছে গা..এমন সময় মায়াবী প্রেম পিছু ছাড়ে না ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
মেয়েরা তো সবাই অভাবে পড়ে গার্মেন্টস'এ কাজে চলে গেছেন, ভালোবাসবে কে?
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: মন্দ বলেন নি । অভাবে স্বভাব নষ্ট। প্রেম ট্রেম সব পথভ্রষ্ট ।
এ জগতে প্রেম বলে কিছু নেই আছে শুধু টাকা
টাকা থাকলেই হবে প্রেম টাকা ছাড়া ফাঁকা ।
৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, পাঠে বেশ মুগ্ধতা আছে +
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩৫
ক্লে ডল বলেছেন: বেঁচে থাকা, হোক ভালবাসাময়।
সুন্দর কবিতা।
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৩৪
বে-খেয়াল বলেছেন: আপনার কবিতা বরাবরই আমার ভাল লাগে এটাও তার বাইরে নয়, লেখায় ভাললাগা রইলো।
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা যথেষ্ট সুখ পাঠ্য হয়েছে। কবিকে অভিনন্দন।