নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বাঙালীর অধিকার বঞ্চনার
দহনে তাঁর
মনটা ভীষণ পুড়ে ছিলো;
বঙ্গবন্ধুর হৃদয় জুড়ে তাই
স্বাধীনতার আবাস গড়েছিলো।
সেই হৃদয়পুড়া ভস্ম থেকে
দ্রোহের অনল জন্ম নিলো,
পরাধীন বাংলার ঘরে ঘরে
মুক্তির বহ্ণি শিখা ছড়িয়ে গেলো।
লাখো মানুষের প্রাণের দানে
অবশেষে বাংলাদেশ স্বাধীন হলো;
৫৬ হাজার বর্গমাইল জুড়ে
নতুন এক মানচিত্র হলো।
নেতা মুজিব রাজা হলেন
সিংহাসনের নিঠুর খেলায়
স্বপরিবারে জীবন দিলেন।
দিগ্বিজয়ী মহানায়ক থেকে
পঁচাত্তরের ১৫ ই আগস্ট
খুব সকালে
হৃদয়ভাঙ্গা ট্রাজেডি হলেন।
আজও মানুষ স্মরণে তাই
বঙ্গবন্ধুর বিয়োগ ব্যথায়।
জনতার মনে অনেক বেদনা
পাকহানাদার করেনি যা!
বিপথগামী ক’জনাতে
সীমারের মত করেছে তাই।
নদী কাঁদে ;পাহাড় কাঁদে
আকাশটাও যেন কাঁদে নিনাদে;
হায় মুজিব! হায় মুজিব!
মুজিব নাই এই ধরাতে
অবশেষে সময়ের পরিক্রমায়
শোকটা যেন শক্তি হলো,
চেতনা হয়ে নতুন করে মুজিব এলেন;
এমনি করে জীবন দিয়েও
শেখ মুজিব কিংবদন্তী এক কাব্য হলেন।
রচনা কাল ১৫ আগষ্ট’১৭, ঢাকা।
ছবি নেট।
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: দিলাম ।কবিতা কেমন হলো? কিছুকি হলো ???
২| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
কবিতা ভালোই লেগেছে; আপনার জন্যও নতুন কিছু!
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার জন্য নতুন কিছু সেটা আবার কি??
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী আজকে কী শোক দিবস নাকি? এখনো ব্লগে কালো ব্যাজ কেন? মডারেটর কি সরকারের চামচা নাকি? বাড়াবাড়ি কেনু করছে। নাকি সবাই ননসেন্স ??
৩| ১৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:২৩
জুয়েল রাজ বলেছেন: শেখ সাহেবের চাহিদা মতো পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদটি যদি তাকে দেয়া হতো বাঙ্গালীর আজ কাঁদতে হতো না। শুধুমাত্র পরাধীন থাকতে হতো।
১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশের কেউ প্রধান মন্ত্রী হোক এটা তারা চাইতো না । ভোট যেই বেশি পাক তাতে কিছু আশা যায়না।প্রধান মন্ত্রী পাকিস্তানি হতে হবে।প্রয়োজনে যে কোন ষড়যন্ত্র চলবে। বর্তমান সরকার যেমন।
বঙ্গবন্ধু প্রধান মন্ত্রী হতে চাননা বললেও তিনি বাকশাল প্রধান হয়ে এক নায়ক হয়েছিলেন। তাজ উদ্দিনকে ওএসডি করে রেখেছিলেন। এখন যেমন তোফায়েল সাব বলতে গেলে ওএসডি।
দেশের জন্য তার আন্দোলন সংগ্রাম কারাগার।ঐতিহাসিক ভাষণদান কোন টা কম নয়।
হাজার বছরে শেষ্ঠ বাঙালি তিনি।
৪| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২১
শুভ্র বিকেল বলেছেন: দারুণ! চমৎকার কবি। শুভেচ্ছা জানবেন।
১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
উনার স্বাভাবিক ছবি দেয়াটাই সঠিক।