নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

খোলো তোমার ভালবাসার জানালা

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯



তোমার জন্মদিনে গিয়েছি সীমা ছাড়িয়ে
অবাক মৌনতায় নিয়েছো আদর কেড়ে।
তোমার জানালায় পাঠিয়েছি প্রেম বারবার
সারাদিন সারারাত ; ভালবাসার সুখপ্রপাত।
একসময় আটকে দিলে তোমার ভিতরে
মোর ভালবাসার যাদুর কাঠি …
তারপর নিরবতা ….আহা কি প্রশান্তি!
আবারো খুলো প্রেমের করিডোর
সুপরিকল্পনা ছাড়া প্রতিহত করা যায়না
ফুলের কন্টক ; পরম সাধনার ধন মোর কাছে
ওগো প্রিয়তমা তোমার মন;
ভ্রমরের রেণুমাখা দেহ
ফুলের গর্ভাশয়ে সানাইয়ের সুর বাজাতে হলে
এবার খোল ভাঁজ, চেখে দেখি যমুনার উষ্ণ জল
তারপর দু'জনে হই ক্লান্ত দেহ- শরতের শিশির ভেজা ঘাস।
পরোয়া করোনা সখি ,
যা বলে বলুক লোকে, ওগো মায়াবতী।
আমি তোমার সেই একজন। যাকে মনের গহীনে
লুকিয়ে রেখেছো সুদীর্ঘ সময় ; র্যৌবনের অনুরাগে;
কত সোহাগ করেছো কপট রাগের ছলনায়!
ধূলো দিয়েছো পরশ্রীকাতর জিজ্ঞাসায়।
ভালবাসা দিয়েছো ঢেলে
নিরব অভিসারে..।
বৃক্ষের শেকড়ের মত দিনে দিনে
শুধু গভীর থেকে গভীরতর স্থানে
মিশে গেছি হৃদয়ের আকরে তোমার ।
এবার শুধু সঙ্গম হোক…
নতুনের আয়োজনে
আমাদের দু’জনার বাগান
এলা ভরে উঠুক ফুলে আর ফলে
চল হই উদাসী প্রেমের বাতায়নে ।

খোলো তোমার ভালবাসার জানালা।


সনেট কবি বলেছেন:
কবি সেলিমের ‘খোল তোমার ভালবাসার
জানালা’
কবিতায় সনেট মন্তব্য-
মূল কবিতার সঙ্গে এড করে দিলাম
সনেট কবির সনেট খানা
(আশা করি আপত্তি করবেন না করলে জানাবেন)

ভালবাসার জানালা ওপাশে দাঁড়িয়ে
ভরপুর প্রেম সিক্ত কবির অপেক্ষা
প্রিয়ার বিলম্বে ক্লান্ত মনে অনুযোগ
জানালা খোলায় বাড়ে তাগাদা অনেক।
অতীত স্মৃতির কণা ছন্দ হয়ে ঝরে
যেন ফুলেরা ঝরছে অনবরত সে
কবিমন দূর্বাঘাসে শিশিরের ভেজা
ভোরের আবছা আলো আধাঁরের মাঝে।

অবশেষে খুলে যায় প্রিয়ার জানালা
ফুরফুরে হাওয়ার সাথে কবি দৃষ্টি
পড়ে প্রিয়ার মুখের চন্দ্রিমা উদ্যানে।
শায়মার আঁকা ছবি প্রিয়ার মুখের
অনুরূপ ভাবে কবি। অনুপমা তবে,
কবি মনে বহে প্রীতি সুখ স্রোত ধারা।


শাহরিয়ার কবীর কবিতা রূপ দিয়েছেন এভাবে :

তোমার জন্মদিনে গিয়েছি আমি আনন্দের সীমা ছাড়িয়ে
কিন্তু তোমার অবাক মৌনতায় নিয়েছো আদর কেড়ে।
তোমার জানালায় পাঠিয়েছি আমার প্রেম বারবার
সারাদিন সারারাত ; ভালবাসার সুখপ্রপাত।
একসময় আটকে দিলে তোমার ভিতরে
ভালবাসার যাদুর কাঠি …
তারপর নিরবতা ….আহা কি প্রশান্তি!
আবারো খুলো প্রেমের করিডোর
সুপরিকল্পনা ছাড়া প্রতিহত করা যায়না
ফুলের কন্টক ; পরম সাধনার ধন মোর কাছে
ওগো প্রিয়তমা তোমার মন;
ভ্রমরের রেনোমাখা দেহ
গর্ভাশয়ে সানাইয়ের সুর বাজাতে হলে
এবার খোল ভাঁজ, চোখে দেখি যমুনার উষ্ণ জল
তারপর দুজনে হই ক্লান্ত দেহ- শরতের শিশির ভেজা ঘাস।
ওগো মায়াবতী, ওগো রূপবতী
ওগো আমার প্রাণের সখি
তুমি আর পরোয়া করিনা
যে যা বলে বলুক লোকে...
আমি তোমার সেই একজনা। যাকে মনের গহীনে
লুকিয়ে রেখেছো সুদীর্ঘ সময় ; র্যৌবনের অনুরাগে;
সোহাগ করেছো কপট রাগের ছলনায়
ধূলো দিয়েছি পরশ্রীকাতর জিজ্ঞাসায়।
ভালবাসা দিয়েছো ঢেলে
নিরব অভিসারে..।
বৃক্ষের শেকড়ের মত দিনে দিনে
শুধু গভীর থেকে গভীরতায়
ঢুকেছি হৃদয়ের গৃহে তোমার ।
এবার শুধু সঙ্গম হোক…
নতুনের আয়োজনে
আমাদের দু’জনার বাগান
এবার ভরে উঠুক ফুলে আর ফলে
চল হই উদাসী প্রেমের বাতায়নে । ..





ছবি: শায়মার দক্ষহাতে আঁকা

এলা লালমনিরহাটে আঞ্চলিক ভাষা। এর অর্থ বোধ হয় এ বেলা।অথবা এখন ।

অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় সনেট কবি ও শাহরিয়ার কবির ।

মন্তব্য ১০৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

শ্রোডিঙ্গার বলেছেন: সুন্দর কবিতা। ছবিটা খুব সুন্দর। মনে হচ্ছে আপনি কাউকে ভালবাসেন। :)

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: এ সুন্দর একেছে যে প্রশংসার ভাষা খুজে পাচ্ছিনা । গতকাল বুকপকেটে কবিতা লেখা একটা কাগজ নিয়ে যাই বাসায় ।কবিতা খুজে পাওয়া গেলনা। তাই এই কবিতা এখনই লিখতে হলো । একেবারে গরম জিলেপী কবিতা । ভাল লেগেছে তো ।

২| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: ছবিটা দেখেই বুঝেছিলাম শায়মাপুর আকা ছবি।
কবিতা ভালই হইছে।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: এখন ব্লগের হট কেক শায়মা আকা ছবি আর আমার অংবং কবিতা । ঢং করে দুটোর সমন্বয় ঘটিতে দিলাম । এট লিস্ট ছবি সুন্দর না বলে উপায় নেই। যদিও আমি ভালবাসি তার ভালবাসার কবিতা ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

খুব সুন্দর কি কবিতা না ছবিতা?
ছবিতার প্রশংসা করলে আমি বেশি খুশি।

আমি এক সময় ছবি আকার অপপ্রয়াস চাই...অতিনিম্মমানের পারফরমেন্স আমার........
বরুণা কিনতু ঠিকই একজন ভাল আঁকিয়ে হয়ে গেছে ।

৪| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

শ্রোডিঙ্গার বলেছেন: খোলো তোমার ভালবাসার জানালা।
ছবি: শায়মার দক্ষহাতে আঁকা

বুঝেছি। :) আপনার উনির নাম শায়মা। শুভ হোক আপনাদের ভালবাসা।
কবিতা ভাল লেগেছে ভাই।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লিখেছে জেনে খুশি হয়েছি। ছবি আরো বেশি ভাল বললে বেশি খুশি হতাম ।

৫| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা। প্রেম অমর হোক। সার্থক হোক।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ ধন্যবাদ। ছবিটা কিন্তু দারুন হয়েছে । অসাম । :)

৬| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Wow! চমৎকার।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বলাতে খুশি হলাম ।

একটি ছবি আর একটি কবিতা ।

দুটো মেলে যেন পাখির দুপাখার। দুই ডানা দিয়ে যেমন পাখি আকাশে উড়ে আমরাও উড়বো সাহিত্যের আকাশে ।দুই ডানার মত ।
কবিতার নাম দিতাম দুই ডানা । দিলমনা । আরও ভাল কোন কবিতার নাম দেবো দুই ডানা। :)

৭| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কি আপনার আগের কবিতাগুলো থেকে নতুন কবিতা সিনথেসাইজ ( একটু সাজিয়ে গুজিয়ে, যোগ বিয়োগ করে) করেন?

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: না । নো সিনক্রোনাইজ ।

তবে প্রেমের কবিতা সময়ের সঙ্গে সঙ্গে এগুবে। প্রেমের সমান্তারালে ।

এটা সম্পূর্ণ নতুন ঘটনা। যাকে নিয়ে লেখা সেই বুজবে ঘটনা । :)

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা কেমন হয়েছে চাঁদগাজী ছবি নিয়ে তো মন্তব্য করলেন না ।

৮| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

কাবিল বলেছেন: সেলিম ভাই আপনার ধৈর্য আছে। ছবিটা ভাল এটা না বললেও চলবে।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা নিয়ে কমেন্ট করাতে ধন্যবাদ। সুন্দরের প্রচারণা হওয়া উচিৎ ।


কমেন্টে অশেষ কৃতজ্ঞতা কাবিল ।

তবে আমি চাই তিনি কবিতা লিখবেন গল্প লিখবেন । প্রেমের কবিতা লিখবেন ।

৯| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টাটকা কবিতা! এখনো ধোঁয়া উঠছে! =p~
উথাল পাথাল প্রেমের কবিতা। আফসোস! সে বুঝলোনা!!

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: তার মেধা নিয়ে কোন সন্দেহ নেই গিয়াস উদ্দিন লিটন ।

সে বুঝে নি ??

বিশ্বাস হচ্ছে না । #:-S

১০| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

নিয়াজ সুমন বলেছেন: মিষ্টি মধুর ভালোবাসায় উঞ্চ হোক দু’জনের হৃদয়। মুগ্ধতা কবিতা ও সাথে ছবিতা।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

সিফটিপিন বলেছেন: ছবিতা ভাল দেখাচ্ছে না।






































আমার মনিটর ভালু না, ঝাপসা।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখিত আপনার একটা ক্লিয়ার ঝাপসা ছাড়া মনিটর হোক ।


নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

কাবিল বলেছেন: প্রেমের কবিতা সবার দ্বারা হয়না :P

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ছবিতো দারুন আঁকে। সেইটা বলেন :( দেখবেন সে ঠিকই ভাল রুমান্টিক কবিতা লিখে ফেলবে । প্রচেষ্টা সব সম্ভব । ছবি পারলো কিভাবে ?

২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: যাইহোক কমেন্টে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার । :)

১৩| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২

কালো আগন্তুক বলেছেন: চমৎকার কবিতা।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ছবি কেমন হয়েছে? ভাল হয়নি ??? #:-S সবাই কবিতা ভাল বলছে ।

১৪| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

নীলপরি বলেছেন: পোষ্ট বেশ লাগলো । ++++++

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১৫| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
তোমার জন্মদিনে গিয়েছি আমি আনন্দের সীমা ছাড়িয়ে
কিন্তু তোমার অবাক মৌনতায় নিয়েছো আদর কেড়ে।
তোমার জানালায় পাঠিয়েছি আমার প্রেম বারবার
সারাদিন সারারাত ; ভালবাসার সুখপ্রপাত।
একসময় আটকে দিলে তোমার ভিতরে
ভালবাসার যাদুর কাঠি …
তারপর নিরবতা ….আহা কি প্রশান্তি!
আবারো খুলো প্রেমের করিডোর
সুপরিকল্পনা ছাড়া প্রতিহত করা যায়না
ফুলের কন্টক ; পরম সাধনার ধন মোর কাছে
ওগো প্রিয়তমা তোমার মন;
ভ্রমরের রেনোমাখা দেহ
গর্ভাশয়ে সানাইয়ের সুর বাজাতে হলে
এবার খোল ভাঁজ, চোখে দেখি যমুনার উষ্ণ জল
তারপর দুজনে হই ক্লান্ত দেহ- শরতের শিশির ভেজা ঘাস।
ওগো মায়াবতী, ওগো রূপবতী
ওগো আমার প্রাণের সখি
তুমি আর পরোয়া করিনা
যে যা বলে বলুক লোকে...

আমি তোমার সেই একজনা। যাকে মনের গহীনে
লুকিয়ে রেখেছো সুদীর্ঘ সময় ; র্যৌবনের অনুরাগে;
সোহাগ করেছো কপট রাগের ছলনায়
ধূলো দিয়েছি পরশ্রীকাতর জিজ্ঞাসায়।
ভালবাসা দিয়েছো ঢেলে
নিরব অভিসারে..।
বৃক্ষের শেকড়ের মত দিনে দিনে
শুধু গভীর থেকে গভীরতায়
ঢুকেছি হৃদয়ের গৃহে তোমার ।
এবার শুধু সঙ্গম হোক…
নতুনের আয়োজনে
আমাদের দু’জনার বাগান
এলা ভরে উঠুক ফুলে আর ফলে
চল হই উদাসী প্রেমের বাতায়নে । ..


গুরু, এবার দেখুন তো কবিতা এভাবে লিখলে কেমন হয় !! :P

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: হইছে আর কি :P । পারবেন আস্তে আস্তে একসময়।


প্রচেষ্টা সাধুবাদ। কমেন্টে অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন ।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: ছবি নিয়ে কিছু বলুন । অনেক সুন্দর তাই না :)

১৬| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা :)

এবার শুধু সঙ্গম হোক…
নতুনের আয়োজনে
----
চল হই উদাসী প্রেমের বাতায়নে । :)

আহা একেবারে প্রেমের জোছণা যেন চুঁইয়ে পড়ছে :) হা হাহা
++++

অ.ট. ভ্রমরের রেনোমাখা দেহ = ভ্রমরের রেনুমাখা দেহ
যদিও আমার টাইপো থাকে অনকে বেশি, তবু্ও
চোখে আটকাল তো তাই ক্লিয়ার হতে চাইলাম ;) :P

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল করেছেন। ছবি কেমন হয়েছে ।

কবিতা সামান্য সংশোধন করা হয়েছে।
কিছু শব্দ বাদ পড়েছিল।


আবার পাঠের আমন্ত্রণ থাকলো ।

১৭| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

গরম জিলিপির মতো কবিতা পড়লাম।
বুঝে না সে বুঝে না। মন্তব্যগুলো পড়ে ফেললাম এক জানে।

কবি! ছবি এবং কবিতা উভয়ই খাপেরখাপ হয়েছে।
ছবিটি এই কবিতা ছাড়া একাকী... আবার কবিতাটিও ছবিটি ছাড়া অসহায়...
অনেক শুভেচ্ছা।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক কবিতা এবং ছবিতার পিছনের মানুষের মত ।

আপনাকেও অনেক শুভেচ্ছা ।নিরন্তর শুভকামনা ।

১৮| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: ছবি নিয়ে কিছু বলুন । অনেক সুন্দর তাই না

এমনিতে আমিই একমাত্র আপুমনিতার সাথে একটু বেশি শয়তানি করি !! এখন যদি এই পোষ্টে ছবি নিয়ে কিছু বলি তাহলে, কপালে মাইর আছে !! :P =p~

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ও আপনি তাহলে বড় কুটুম। এই পেস্টে ছবি নিয়ে বললে মাইর কেনু?? কর্তৃ পক্ষ জবাব চাই ।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে ছবি বাদ দিয়ে দিই । #:-S

১৯| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

রাবেয়া রাহীম বলেছেন: প্রাণবন্ত কবিতা। ভাল লাগলো ।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে নিরন্তর শুভকামনা ।

বান্ধবী এখনো কমেন্ট করেনি । নিরব থাকছে।

আমি চাই নিরবতা ভাঙুক মন খুলে দুইটা কথা বলুক ।

২০| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: ও আপনি তাহলে বড় কুটুম। এই পেস্টে ছবি নিয়ে বললে মাইর কেনু?? কর্তৃ পক্ষ জবাব চাই ।

এখানে মনে হচ্ছে, একটা গুরুত্বপূণ মান- অভিমান চলছে তাই মাইরের ভয় আছে!! না ছবি থাক !!!! ছবিটা সুন্দর হয়েছে !!

কবিতা মানে তো কবির মনে কৃত্রিম প্রেম, বাস্তবতার সাথে মিল পাওয়া অনেক কঠিন.. ! ;) কারো প্রেমে পড়া বা প্রেম শেষ হয়ে যাওয়া কোন অপরাধ না !! :P
এই ধরুনঃ অনেক কবি লেখেন! আমি যদি পাখি হতাম উড়ে যেতান ঐ দূর আকাশ পানে ! এখন কথা হচ্ছে; কবি কী কোন দিন পাখি হতে পারবে ? কল্পনায় অনেক কিছু দেখা যায় !! ;)
বড় কটুম আপনি না, বলে যদি অন্য কেউ বলত তাইলে ! একটু খুশি খুশি লাগতো! কারণ, কবিতা বলছে ভিন্ন কথা ...... এখানো আছে কারো নীরবতা !! :P :-P

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: বড় কুটুম তো প্রিয়তমার ছোডো ভাই । #:-S

নীরবতায় স্রষ্টা কথা বলে । আমি সেলিম আনোয়ার এক দিনেহয়ে ওঠেনি। তারপিছনে কারিগর আছে । নিরব কি তিনি একা??

২১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:


প্রেম এমনি এক অদ্ভুত পাহারাদার যে হৃদয়কে সারাজীবন পাহারা দেয় যদি হয় সেই প্রেম স্বচ্ছ ।

কবিতা ভাল লেগেছে ।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬

সনেট কবি বলেছেন:





কবি সেলিমের ‘খোল তোমার ভালবাসার
জানালা’ কবিতায় সনেট মন্তব্য-

ভালবাসার জানালা ওপাশে দাঁড়িয়ে
ভরপুর প্রেম সিক্ত কবির অপেক্ষা
প্রিয়ার বিলম্বে ক্লান্ত মনে অনুযোগ
জানালা খোলায় বাড়ে তাগাদা অনেক।
অতীত স্মৃতির কণা ছন্দ হয়ে ঝরে
যেন ফুলেরা ঝরছে অনবরত সে
কবিমন দূর্বাঘাসে শিশিরের ভেজা
ভোরের আবছা আলো আধাঁরের মাঝে।

অবশেষে খুলে যায় প্রিয়ার জানালা
ফুরফুরে হাওয়ার সাথে কবি দৃষ্টি
পড়ে প্রিয়ার মুখের চন্দ্রিমা উদ্যানে।
শায়মার আঁকা ছবি প্রিয়ার মুখের
অনুরূপ ভাবে কবি। অনুপমা তবে,
কবি মনে বহে প্রীতি সুখ স্রোত ধারা।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ ! কবিতা মধ্যে সনেট হলো ২৪ ক্যারেট গোল্ড । আপনার সনেট প্রচেষ্টায় আমি আভিভূত। আমাকে নিয়ে সনেট লিখে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন।আমার কবিতা নিয়ে আপনার সনেট চর্চা এই অধমকে অনেক উপরে তুলেছে। পড়ে যাবার ভয়। আমিতো অটতা যোগ্য নই ।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সনেট বিরচনে ।

২৩| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২০

সুমন কর বলেছেন: উনাকে নিয়ে বার বার কবিতা লিখছেন.............ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমরও মনে হয় বৈচিত্র আনা উচিৎ।

বিষয় চেঞ্জ করবো না মানুষ ।

কিন্তু সে যে আমার কবিতা । :)

২৪| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় পাঠে মুগ্ধ হলাম যদি না হতাম বেকুব হতাম। ছবি যে এঁকেছে তার প্রশংসা করি এমন ছবির জন্যই আপনি কবিতাখানির পাঠক মহলে দৃষ্টি নন্দন করতে পেরেছেন।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: শুধু তাই নয় শায়মা টেনে হিচড়ে আমাকে কবিতা লেখা শিখিয়েছে । সেই আমার কবিতা ।

ছবির প্রশংসা ভাল লাগলো আমার ।

কবিতা যে লেখাবে সে তা বন্ধ কেরতে বলবে না ।

২৫| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৩১

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার। শুভকামনা।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

২৬| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৩৯

সোহানী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টাটকা কবিতা! এখনো ধোঁয়া উঠছে! =p~
উথাল পাথাল প্রেমের কবিতা। আফসোস! সে বুঝলোনা!!

আফসোস! সে বুঝলোনা!!

কবিতা+ছবিতে ভালোলাগা............... শুধু কবিতায় ভালোলাগা এ মূহুর্তে এ্যাক্সেপ্টবল না ;)

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে প্রীত হলাম ।

কবিতা+ছবিতে ভাললাগা........

দারুন।
আমি নবীশ কবি।
আপনার কমেন্টে আনন্দিত খুবই।

২৭| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমন কর বলেছেন: উনাকে নিয়ে বার বার কবিতা লিখছেন.............ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না।

আমারো...............সেই শুরু থেকেই। =p~ =p~

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর ও কি না ?? ;) !:#P

২৮| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একটি অপ্রকাশিত পান্ডুলিপি

সেলিম ভায়ার প্রতি শেষ নসিহতঃ


ডাকিনী বিদ্যেতে সে
দু'হাতেই সিদ্ধ;
তার কালা জাদু বিষে
সেলিমদা বিদ্ধ।

সিধেসাদা লোকটার
কি যে হাল ভায়া;
বুঝলোনা শায়মা যে
এক মহামায়া।

লিটনদা পড়েছিলো
ডাইনীর প্রেমেতে;
বাণ মেরেছিলো তারে
পেয়ারের ব্যামোতে।

আশাতেই বেচারাটা
পার করে জওয়ানি;
ভিটে-মাটি সব বেচে
সম্বল ক'আনি।

ডাইনীর গ্রাসে পড়ে
বেচে মা'র গয়না;
শরমের কথা আহা
কাউরে সে কয় না।

সব খুঁয়ে বুঝেছে সে
কত শয়তানি;
শায়মাটা আদতে যে
ফিটিংএর রাণী।

আজকাল লিটনদা
ডুবে থাকে নেশাতে;
দিনকাটে আজেবাজে
লোকসনে মেশাতে।

নষ্ট সে একা নয়
হয়েছিলো ভৃগুটা;
কষ্টের সে কাহিনী
কবো আর কিগো তা?

শায়মার ফাঁদে পড়ে
হয়েছিলো রোমিও;
তার দুখে কাঁদে আজো
ফুল পাখি টমিও।

রোজ দিতো শায়মারে
নয়া নয়া কবিতা;
কলমে না খুন দিয়ে
লিখা ছিলো সবিতা।

শায়মার কাছে কি সে
ছিলো দাম ফুটা পাই;
মিনসেটা মেরে দিলো
লিখা সব কবিতাই!!

নিজ নামে কবিতার
ছাপে বই মেলাতে;
ভৃগুরে ভাসায়ে দিলো
ছ্যাঁকা-নদী ভেলাতে।

শায়মা শায়মা করে
বিলাপেতে করে জপ;
মনদুখে ভৃগুদাদা
বিষ গেলে টপাটপ।

মরেই সে গিয়েছিলো
প্রায় ছ্যাঁকা পিনিকে;
ভাগ্যিস চাঁদকাকু
নিয়েছিলো ক্লিনিকে।

তিনদিন একটানা
যমে-জানে টানাটানি;
বাঁচবে কি বাঁচবেনা
এই নিয়া কানাকানি।

কুনুমতে অবশেষে
পেলো জানে রক্ষে;
দেখতে পারেনা আর
মেয়েলোক দু'চক্ষে।

বয়েস পেরুলো ষাট
তাও আজো একা সে;
হাসি তার হলো চুরি
মুখ সদা ফ্যাকাসে।

পড়েছিলো আরো প্রেমে
সাদা মনের লোকটা;
আহা আহা তার দুখে
আজো ফাটে বুকটা।

কি জানি কি করে তারে
দিলো মাথা ঘুরিয়ে;
সাদা ভায়া মজে গেলো
প্রেমে সুড়সুড়িয়ে।

মনে সাধ শায়মার
করবে সে মন জয়;
দিয়ে দিলো আজীবনে
করেছে যা সঞ্চয়।

ব্ল্যান্ক সাইন করে দিলো
শায়মারে চেকবুকে;
টেকা তুলে ডাইনীটা
দিলো ছ্যাঁকা এক ফুঁকে।

জীবনটা ছেয়ে গেলো
নিমিষেই আঁধারে;
সেই দুখে ভায়া আজো
ছুটে বনে-বাঁদারে।

বুড়োকালে ফাঁদে পড়ে
ছড়াকার প্রামানিক;
সে দুখ ভাবিলে আজো
চোখে পানি চিকচিক।

শায়মাটা ছল করে
কল করে ডেটিংএ;
বেতনের অর্ধেকই
খেয়ে নিতো ফিটিংএ।

এটা খাবো,সেটা খাবো
ওটা কিনে দাওনা;
ভাবখানা যেনো তার
হক্ব-হালালি পাওনা!!

শায়মার পিছে শেষ
মাইনের পুরোটা;
হুশও নেই সংসারে
জ্বলছেনা চুলোটা।

একদিন ভাবী তারে
ধরলো যে হাতেনাতে;
বেচারা প্রমিদা আহা
তোবা কাটে সাথেসাথে।

সরি কয়ে ক্ষমা চেয়ে
কেঁদে নাকে-খতে;
ভাগ্যিস প্রমিদাটা
ফিরেছিলো পথে।

সেই স্মৃতি ভেবে আজো
ভাই খায় খাবিরে;
দেখাতে পারেনা মুখ
আজো লাজে ভাবীরে।

ইতিহাস কত কবো
আমারো কি কম?
ভাবলে শিউরে উঠি
গা'টা ছমছম।

ইতিহাস থেকে কভু
কেউ কিছু শেখেনি;
সাবধা,যারা আজো
শায়মারে দেখেনি।


২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ছড়িতা ভাল হয়েছে সন্দেহ নেই।

অমন হলে আমার রাস্তার ফকির হতে হত এতদিন।

এত সব বড় বড় ব্লগার সবার প্রেরণা একজনা ???

আমি ধুমপান করি না ।ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর !

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ব্যতিক্রমে।

আমি ভয় পাইনা । ;)

বীর ভোগ্যা বসুন্ধরা। সাহস উৎস সততা ।

সততা যদি পরে থাকে রাস্তায় অনাদরে অবহেলায় থাকনা ।
তাতে কার লস ।

২৯| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন: আপনার কাউন্সেলিং দরকার।
আমার সময় আর ধৈর্য থাকলে কাউন্সেলিং-এর চেষ্টাটা করতাম।

হাহা
ভালো থাইকেন। কবিতা অনেক ভালো হয়েছে।
আর সত্যি বলতে অতো সুন্দর ছবিটা আরো বেশি ভালো হয়েছে।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় আরজু পনি আপনাকে অভিনন্দন ব্লগে । কাউন্সেলিং করলে কবিতা লেখা বন্ধ হয়ে যাবে।

আর আপনি মনোবিজ্ঞান ডিসিপ্লিনের , পুলিশরা সবাইকে চোর সন্দেহ করে ডাক্তার রা করে রোগী.....মনোবিজ্ঞানীরা হয়তো মানসিক রোগী। অনেকে হয়তো করে না ।


আপনি আমার কবিতা হওয়ার পিছনে ব্যাপক উৎসাহ যুগিয়েছেন। আমার মনে আছে সব।
কত বিষয় আছে কবিতা লেখার এখন বর্ষাকাল রুমান্টিক কবিতা লেখার জন্য দারুন সময়। এই কবিতা লিখার সুফল আছে। দেখা হলে সামনাসামনি বলেবো ।
শুনলে মনোবিজ্ঞানীরা আমার কাছে কাউন্সিলিং এর জন্য লাইন ধরবেন না যেন । অপরূপা আরজু পনি । ;)

অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: তোমার জানালায় পাঠিয়েছি প্রেম বারবার
সারাদিন সারারাত ; ভালবাসার সুখপ্রপাত।
একসময় আটকে দিলে তোমার ভিতরে
মোর ভালবাসার যাদুর কাঠি …
তারপর নিরবতা ….আহা কি প্রশান্তি!
আবারো খুলো প্রেমের করিডোর
সুপরিকল্পনা ছাড়া প্রতিহত করা যায়না
ফুলের কন্টক ; পরম সাধনার ধন মোর কাছে
ওগো প্রিয়তমা তোমার মন;

এইটা একটা গোলকধাধা বা ম্যাসেজও বলতে পারেন । বুঝেছে কি বুঝে নাই জানিনা ।

৩০| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন সেলিম ভাইয়া। কিন্ত যার আঁকা ছবি ছবি সে কোথায়?
শুভকামনা রইল। ভালো থাকবেন।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: ট্রাফিক জ্যামে আটকা পরেছে। সময় হলেই এসে যাবে ।

কবিতার আকারে বোধ হয় কমেন্ট লিখবে ।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কথার পিছনে যুক্তি আমার অফিসের অনেক কলিক জ্যামে আটকা পরেছে । :( এমনকি বসও একই অবস্থায় । :)

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা হয়তো তার হিসেবে ভাল হয়নি :(

৩১| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫

রানার ব্লগ বলেছেন: যা বলে বলুক লোকে, ওগো মায়াবতী।
আমি তোমার সেই একজন। যাকে মনের গহীনে
লুকিয়ে রেখেছো সুদীর্ঘ সময় ; র্যৌবনের অনুরাগে;
কত সোহাগ করেছো কপট রাগের ছলনায়!
ধূলো দিয়েছো পরশ্রীকাতর জিজ্ঞাসায়।


চমৎকার !!!! ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকুন সদা !!!

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । :)

৩২| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগল

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩৩| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: নায়করাজ রাজ্জাক স্মরণে
নায়করাজ রাজ্জাক স্মরণে

বিদায়



আবার যেতে হয় ফিরে।
অতঃপর তিনিও নেই
ঝরে গেলেন তারা খসার মত;
রয়ে গেলেন ইতিহাসের পাতায়
চিরন্তন শাশ্বত—
রাজসিক বিচরণে সমৃদ্ধ করেছেন
চলচ্চিত্র অংগন—বর্ণিল সব চরিত্র
ফুটিয়ে তুলেছেন—যেন ফুল রংগন।
তার চেয়ে বড় কেহ ছিলনা
বাংলার রূপালীর পর্দায়—
রাজ্যের বিশেষণ তাই—নামে তার বর্তায়।
চিরন্তন নিয়মে —চলে যায় সকলে।
জীবন যার পূর্ণ কর্মময়—মরেনা সে বিফলে।
শ্রদ্ধাঞ্জলী, নায়করাজ করি এই কামনা
সুখে থেকো পরপারে
ভুলে সব জাগতিক যাতনা ।
রিক্ত হস্তে আরসবের মত
গেছো চলে ওপারে —
এটাই চিরন্তন—
স্রষ্টার কাছ থেকে এসে
আবার যেতে হয় ফিরে। :(

৩৪| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: বড় কুটুম তো প্রিয়তমার ছোডো ভাই । #:-S
নীরবতায় স্রষ্টা কথা বলে । আমি সেলিম আনোয়ার এক দিনেহয়ে ওঠেনি। তারপিছনে কারিগর আছে । নিরব কি তিনি একা??


আপনার বড় কুটুম হওয়া তো আমার পরম সৌভাগ্যর ব্যপার !এখন থেকে ব্লগে আমার উপরে আর কথা বলার মানুষ নেই ! :P আর আপনি সত্যিই কী বিষয়টা নিয়ে সিরিয়াস? সবাই কিন্তু বিষয়টাকে ফান হিসাবে নিচ্ছে ! তয়,সিনিয়ারদের এই ঝামেলা গোফূনে,গোফূনে সমাধান করতে হয়! আপনারা দুজনে জনপ্রিয় ব্লগার; সকল ব্লগাররা বিষয়টা একভাবে নিচ্ছে আর পাঠকরা বিষয়টাকে অন্য ভাবে নিচ্ছে! প্রেয়সীকে কষ্ট দিতে নাই ! তার জনপ্রিয়তা নষ্ট মানে আপনার ক্ষতি ! এক কাজ করুন ;গোফূনে চন্ডীদাসের মত বড়শি বাইতে থাকুন !দেখুন তাতে কাজ হয় কিনা। :) আর আমি কিন্তু আপনার সাথেই আছি !

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: উদ্বিগ্ন হবেন না ।

৩৫| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: দারুন কবিতা শুভেচ্ছা রইল।

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

৩৬| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

শ্রোডিঙ্গার বলেছেন: কমেন্টগুলো পড়ে তো মাথা ঘুরে যাচ্ছে। তিনি somewhereinblog এর কোন সদস্য মনে হচ্ছে। যাক, আপনার প্রশ্নের উত্তরে বলি< কবিতা না ছবি কোনটা বেশি সুন্দর তা নিয়ে দ্বিধা আছে। তবে কবিতায় সঙ্গমের আহবানটা একটু দৃষ্টিকটু লাগছে এই যা। এর মানে কবিতার চেয়ে ছবিই সুন্দর।

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।

কবিতায় সঙ্গমের তো হাজারখানেক মানে আছে । :)

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গম বিখ্যাত অনেক কবির বিখ্যাত কবিতা গল্প ও মুভিতে আছে ।

৩৭| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুনের আয়োজনে
আমাদের দু’জনার বাগান
এলা ভরে উঠুক ফুলে আর ফলে
এখানে এলা শব্দটার অর্থ কি এখন, নাকি অন্য কিছু ? ভাল থাকবেন।

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: এলা মানে এখন আর সেলা তখন ।

এলা বুঝতে পেরেছেন। শব্দটা লোকাল। এটি কবিতায় ব্যবহার করাকে কি মনে করেন ?

৩৮| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: লোকাল শব্দ ব্যবহার করা ক্ষত্র বিশেষে অপরিহার্য হয়ে পড়লে ব্যবহার করাটাই উত্তম। আবার ইচ্ছে করেও ব্যবহার করতে পারেন নতুনত্ব আনার জন্য। ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দিলাম পরিবর্তন করে । :)

৩৯| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: লোকাল শব্দ ব্যবহার করা ক্ষেত্র বিশেষে অপরিহার্য হয়ে পড়লে ব্যবহার করাটাই উত্তম। আবার ইচ্ছে করেও ব্যবহার করতে পারেন নতুনত্ব আনার জন্য। ধন্যবাদ।

৪০| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

রাতু০১ বলেছেন: খুবই ভালো কবিতা।শুভকামনায়।

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন সম্ভাবনা ।

৪১| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: বেলা অনেক হলো। এবার উঠি । :)

৪২| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৫

অালপিন বলেছেন:

কৃষ্ণ হয়ে বাঁশি বাজিয়ে গেলেন, কিন্তু রাধা তো এল না। ;)

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ছোট হওয়া যাবে না তাই :) । তার জনপ্রিয়তা ও যশে ঘাটতি হবে । :)
শাকিব খানের মত । :)

৪৩| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

অালপিন বলেছেন: সত্যি কি তাই? নাকি কৃষ্ণের বাঁশির সুর রাধার কানে কর্কশ শুনাচ্ছে।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে । :)

যারা এসেছে তার তো রাধা নয় কবিতা পড়তে এসেছে । কবিতা আমারও ভাল লাগছে না ।

থার্ড ক্লাস । :(

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রেমের কবিতা
গায়ের রং ভাল না মোর
লেখা পড়া করি নাই
দেখতে আমি বনরের মত
কাজ কারবারেও ঠিক তাই।
নাই বাড়ি নাই ঘর
ব্লগে করি ঘুরাঘুরি দিনভর
দিলটা মোর ধবধবে সাদা
তুমি যদি হতে সখি আমার কাদা
বানাও সখি মোরে তোমার গাধা
জুটে যা ললাটে নেব আধা আধা
ক্ষুদ্র আমি তুচ্ছ আমি চড়ুইয়ের ছানা
বড় অতি তুমি যেন আকাশ খানা।
বিয়ে কর কর সখি মোরে
অন্যথা যেও না ।

কেমন হলো??

৪৪| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০১

মানিজার বলেছেন: :> লুল

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে তো মনে পড়ছে না । :(

৪৫| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

অালপিন বলেছেন: যারা এসেছে তার তো রাধা নয় কবিতা পড়তে এসেছে । --- সত্যি কি তাই? নাকি রাধা এসেছে কিনা কিংবা রাধা কি ভাবছে এই নিয়ে অালোচনার অংশীজন হতে এসেছে।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে তারা সবাই আমার শুভাকাঙ্খি । :)

৪৬| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০

অালপিন বলেছেন:
তাহলে তারা সবাই আমার শুভাকাঙ্খি । -- সত্যি কি তাই? নাকি শুভাকাঙ্খির ভান করে দেখতে এসেছে রাধা কৃষ্ণের গলায় মালা দিয়ে বরণ করছে, না ছুরি ধরছে বেসুরো বাঁশির সুরে বিরক্ত হয়ে।

প্রথমটা তাদের জন্য বেদনাদায়ক হত। দ্বিতীয়টা আনন্দের হত। কিন্তু কোনটাই ঘটছে না। যা মনে হচ্ছে বাকিরাও যে কৃষ্ণ। শুধু প্রকাশের ভিন্নতা।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: :) কাজে র চাপে ভাবার সময় পাইনি ।

৪৭| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

অালপিন বলেছেন:
যাকে লিখেছি কবিতা সে পড়ে নি । সত্যি কি তাই? নাকি পড়েও চুপ থাকছে এবং বোঝার চেষ্টা করছে ডিগ্রির পরিমাপে পাগলামীর পারদটা কি থার্মোমিটারের ছাদ ফুঁড়ে বের হয়ে যাবে? :P


২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ডিগ্রির পরিমাপে পাগলামীর পারদটা কি থার্মোমিটারের ছাদ ফুঁড়ে বের হয়ে যাবে? :P সে এটা আগেই প্রত্যক্ষ করেছে।আমার মত তাকে সরাসরি কেউ কি তাকে বলতে পেরেছে? মনে হয় না ।

আমার কিছু না থাকুক সাহস আর সততা আছে ।

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন:
ভিজিটর লিস্টে তো নাম নেই । তার মানে পড়ে নি !:#P
আরেকটা ব্যাপার আছে .....................মাথার উপরে দিয়া গেলে ।কারণ অুনরোধ করে কবিতায় কমেন্ট করানো যায়নি।তারা গোপনে পড়ে ! ব্যাপারটি অবশ্য যুক্তিতে এলো মেলা লাগে । কারণ কলম ঢুকে না । #:-S

৪৮| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

শায়মা বলেছেন: এই পোস্টটির ৪৯,৪৮ মন্তব্যগুলি এবং ৪৬,৩৪, ১২ এর অপ্রীতিকর অশিষ্ট বিরক্তিকর উত্তরের জন্য তোমাকে ব্যান করার আবেদন জানিয়েছি ফিডব্যাকে!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সবগুলো ডিলিট করা হলো।

১৭৯ টাকা নেট প্যাকে কিনতে হলো । :( কালকে বউয়ের এক্সাম । ব্যাপক ামেলায় পড়লাম ।

আর আমাকে ব্যান করলাম

কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসসস +

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.