নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দু’নয়নের মনি

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৭



অবশেষে শেষরাতে তার জন্ম লগন এলো
সবে মিলে তাই প্রার্থনাতে দু’হাত উঠালো।
এমনতরো ধ্যানমগ্ন এক বেলায়
ক্রন্দনে মোদের স্বপ্ন পূরণ হলো।
ক্ষুদ্র দেহেতার মহান স্রস্টার অবাক কারিগরি
মায়ার সাগর গড়েছেন যে বিধাতা তাঁর সেজদা করি।
সে যেন মোর একটি অঙ্গ বক্ষের উপরে
দর্শনে তার দুঃখ ব্যথা সবই ঝরে পরে।
হাসিতে তার জোছনা যেন ভরা পূর্ণিমার
ক্রন্দনে তার মেঘলা আকাশ পৃথিবী আঁধার।
সে যে আমার সাত রাজার ধন অমূল্য এক খনি
বুকে নিয়ে ‍জুড়াই প্রাণ ; দু’নয়নের মনি।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৯

মৌমুমু বলেছেন: মাশাআল্লাহ্! অনেক কিউট বেবিটা। পুরাই গুল্লু গুল্লু!! ইচ্ছে করছে কোলে নিয়ে রাখি!!
কি নাম বেবিটার সেলিম ভাইয়া?
কবিতায় অনেক ভালোলাগা রইল।
ভালো থাকবেন।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সালমান ।
ওর জন্ম শুক্রবার সুবহেসাদেকের সময় ।
সত্যিকার অর্থে মহালগনে ।
অনেক ধন্যবাদ। নিরন্তন শুভকামনা ।

২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সালমানের জন্য ভালোবাসা...............

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সালমানের জন্য ছড়া চাই বিশিষ্ট ছড়াকার । !:#P

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সালমান কিন্তু চ্যানেল চেঞ্জ করতে পারে। ও আবার কানের কাছে রিমোট নিয়ে ধরে আমরা যেভাবে মোবাইল ফোন ধরি । :)

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কিউট বেবী !

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

একটা ছোট্ট ঘটনা বলি সালমানকে নিয়ে গেছি শপিং এ সেলস ম্যানের হাতের আঙুল ধরেছে সালমান। আর ছাড়ে না ।পরে সে তাকে কোলে নিয়ে অনেক আদর করলো । আর বললো আপনার বাবুটা আদর আদায় করে ছাড়বে । :)

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

ওমেরা বলেছেন: আল্লাহ সালমানকে নেক হায়াত দান করুন ও সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন ! আমীন

নিজের সন্তানকে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন ধন্য আপনার কবি জীবন ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।

নিরন্তর শুভকামনা আপনার জন্যও ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

সালমানের জন্য ভালোবাসা...............

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:


কিউট বেবি । কবিতা ভাল লেগেছে ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ও হলো পরশপাথর
বইয়ে দেয় সুখের নহর ।

কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৫

উদাস মাঝি বলেছেন: হেই ম্যান কার প্রশংসা করব ঠিক বুঝতে পারছিনা । কবিতা যেমন অতুলনিয় বাবুটা আরও বেশি সুন্দর ।

বাবুর সুন্দর ভবিস্যত কামনা করি । :)

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৪

আখেনাটেন বলেছেন: বাচ্চার জন্য হিমালয়সম ভালোবাসা।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।+

৯| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ আপনাকে।নিরন্তর শুভকামনা ।

১০| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০

প্রামানিক বলেছেন: বাচ্চা এবং কবিতা দু'টাই সুন্দর।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সোহানী বলেছেন: ওয়াও... কি কিউট পিচ্চিটা। গাল টিপতে ইচ্ছে করছে........

কবিতা ও প্রশংসারযোগ্য। ডাবল +

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর ‍শুভকামনা ।

১২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

সনেট কবি বলেছেন:





কবি সেলিম আনোয়ারের পুত্র সালমানের শুভ জন্মে-

কবির দু’নয়নের মনি সালমান
শুক্রবার শেষরাতে শুভ জনমের
শুভক্ষণ, আনন্দের উপলক্ষ্য বড়,
কবি তাই আল্লাহতে সেজদা আনত।
আল্লাহর দরবারে এ কামনা করি,
কবি পুত্র হবে খঁটি জ্ঞানবান তার
প্রতিভা উজ্জ্বল্যে ভরে জগৎ আলোয়,
জ্ঞানলয়ে বিচরণে হবে সে বরেণ্য।

আপনার খুশিতেই আমাদের খুশি
হে সেলিম আনোয়ার মহোদয় কবি
সালাম জানায় প্রিয় পিতৃত্বের জন্য।
সালমান গুণী হয়ে সে আলো ছড়ায়ে
জগতে করবে ধন্য। আল্লাহ মহান
তার তরে দয়া যেন করে অফুরান।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আবারো চমৎকার কবিতা । অনেক ধন্যবাদ সুপ্রিয় সনেট কবি । অশেষ কৃতজ্ঞতা । :)

১৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০০

সনেট কবি বলেছেন: সালাম জানায় = সালাম জানাই

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা বুঝেছি।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


চিরদিনের ভালোবাসা, চিরদিনের আশা

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক।

চিরদিনের ভালবাসা অকৃত্রিম...

১৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৬

জাহিদ অনিক বলেছেন: কবিতা ও সালমান দুজনের জন্যই ভালবাসা ।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আর শুভকামনা থাকলো । :)

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

বিবি বিবিয়ানা বলেছেন: খুব সুন্দর++

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শাদি করলে অথবা সন্তানের জনক/জননী হলে কবিত্ব থাকে না, ওসব কথা তাহলে কেবলই ধোঁয়া! ;)

আমি এখন দ্বিধাহীনভাবে তাদেরকে প্রশ্ন করতে চাই: কোথায় পান আপনারা ওসব ভিত্তিহীন হাইপোথিকেশন! X(

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরু বিয়েরপর বৃদ্ধবয়সেও লিখেছেন কবিতা ।

স্রষ্টাই ভালজানেন কোথা থেকে আসে কবিতা ।

কমেন্টে ওপাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.