নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আগমন
হুমায়ূন ফরীদির জীবনাবসানে
ভীষণ ব্যথা ভর করেছে— যখন আমার ক্ষুদ্রপ্রাণে
তখন আমার আগমন হলো তোমাদের এই খানে।
বিরহ বাঁশি বাজিয়েছিলেম
সেই বাঁশিতেই বন্ধু পেলেম
গল্প কবিতা আর গানের মাঝে।
এমনি করে এক লগণে
কবিতা এলো হৃদয়পানে।
বটবৃক্ষের ছায়ার মতন সে যে এক অমূল্য রতন
শূন্যতা ভরা এই হৃদয়পানে।
চলেছি ছুটে তার মায়ার টানে।
কবিতাতো নয় যেন মায়ার সাগর
বাসন্তী ফুল চির যৌবনা এক সুখের আকড়
আকাশ থেকে বৃষ্টি যেমন অবনীর বুকে নেমে আসে
আকাশ হয়েই সে যে আমার শূন্যহৃদয়টাতে বসে।
ঝগড়া ঝাটি অনেক হলো
দিনে দিনে ভালোবাসা তাতে আরো প্রগাঢ় হলো।
রাগানুরাগের পালকি চড়ে দুজনাতেই পথ হারালো।
এই চলার শেষ ঠিকানা
স্রষ্টা ছাড়া কেউ জানে না ।
-------------------------------------------
জ্যোকস
কুরবানি
মুসলমান : গরু ,খাসি, উট ...
বৌদ্ধ ভিক্ষু : রোহিঙ্গা!!!!!
রবোট
বন্ধু: তুমি কি হতে চাও? প্রেমিকা না বউ।
বান্ধবী: কিছুনা। বছরে শুধু একবার জন্মদিনের রাতে কাছে পেলেই হলো।
বন্ধু: আমি তো বৃদ্ধ নই!!
সোনার হরিণ
অর্ক ৪৫ মিনিট দাঁড়িয়ে থেকে একটা টেক্সি পেলো। তার বাসা পাঁচতলায়। জিনিস পত্রসহ বাসা থেকে ফিরে দেখলো টেক্সি নেই। চলে গেছে। তখন অর্কের গা বেয়ে ঘাম ঝরছে। বেলা সাড়ে তিনটা বাজে। আর কিছুক্ষণ পর ট্রাফিক জ্যামের মহোৎসব শুরু হবে। এখন গাড়ি না পেলে কাঙ্খিত ঠিকানায় পৌছতে রাত ১টা বাজতে পারে।
স্বপ্ন: গল্প
অর্ক স্বপ্ন দেখছে। ঢাকা শহরে লোড শেডিং।সে ট্যাক্সিতে বসা। তার পাশের আসনে মায়াবতী বসা। ঘুম থেকেই চমকে ওঠার মত ব্যাপার।গাড়ী ট্রাফিক জ্যামে আটকে গেল। রুদ্রমূর্তী মায়াবতী ট্রাফিক জ্যামে পরে কিছুটা বিগলিত হলো। অর্কের মনেও আশার সঞ্চার হলো। ট্রাফিকজ্যাম আর লোড শেডিং একত্রে হওয়াতে আজ রক্ষা নইলে মায়াবতী আজ অর্কের মুন্ডপাত করতো। অর্কের দিকে তাকিয়ে অবশ্য কেউ রাগ করতে পারে না ।এটা আল্লাহ তায়ালার বিশেষ রহমত। না হলে এতদিনে অর্ক ভস্ম হয়ে যেত সেই কবে । সে একবার প্রেম পত্র লিখলো ।কড়া প্রেমপত্র! ধরার পড়ার আশংকা ছিলো।তাই তাতে প্রেমিকার নাম অনামিকা দিতে চেয়েছিলো। কিন্তু নাম লিখেছে আবার ধরাও খেয়েছে। বিবাদ দেখা গেলো প্রেমিকার নাম থাকলে কি হবে? তার প্রতিবেশি দূর সম্বর্কের আত্নীয়ের মাঝে ও নামে লোকের অভাব নেই। তার চাচাতো বোন বয়স দশ তার নাম মায়াবতী। নিকটতম প্রতিবেশির বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের নাম মায়াবতী। কলিগের ক্লাস থ্রিতে পড়া মেয়ের নাম মায়াবতী। সে এক লম্বা শালিশ। মনে মনে বাংলাদেশের বিশাল জনসংখ্যার দেশ হওয়াটাকে এই ক্ষেত্রে আশির্বাদ ভাবে অর্ক।পাত্রের সিভি ভালো। সব মায়াবতীর অভিভাবকের দাবী চিঠির প্রেমিকা মায়াবতী আর কেউ নয় তাদের মায়াবতী। ব্যাপক শোরগোল। এই শোরগোল থেকে রক্ষা করতে অর্কের বড় ভাবী সবাইকে শান্ত হত বলে বললেন এই মায়াবতী আমি নিজে। আমাকে নিয়েই তার প্রেমপত্র! স্কুলের শিক্ষকরা কোনদিনও তাকে শাস্তি দেয়নি। প্রাথমিক স্কুলের ফাস্ট বয়। প্রধান শিক্ষক পড়া না পারার জন্য সবাইকে শাস্তি দিচ্ছেন । অর্কের বেলায় ক্ষমা । অর্কের আশা তেমনটাই। মায়াবতী ভয়ানক কিছু করবে না। অতীতে কম ঝগড়া হয়নি। মায়াবতী আর অর্কের । কিন্তু ইদের দিন ঠিকই অর্কের জন্য বিশাল রান্নার আয়োজন নিয়ে হাজির হয়েছে মায়াবতী। অর্ক গল্প শুনতে চেয়েছে মায়াবতীর কাছে।মায়াবতী অর্ককে গল্প শুনিয়েছে। গান শুনিয়েছে।অর্কের সঙ্গে কথনো বেশিক্ষণ রাগ করে থাকতে পারেনি মায়াবতী । অর্ক তার শেষ বন্ধু! যার সঙ্গে রাতের পর রাত কত বিষয়ে শেয়ার করেছে।নদী যেমন সাগরে মিশে যায় অর্ক আর মায়াবতীর মনমালিন্য ঠিক তেমনি দূর হতে সময় লাগেনা । তবে এবার বেশ কড়া ঝগড়া হয়েছে। মায়াবতী মুখ খুলেছে। তবে অর্কের দিকে না তাকিয়ে। তাকালেই রুদ্রমূর্তি মায়াবতী পানি হয়ে যাবে।
মায়াবতী: অর্ক আমাকে আর কতকাল জ্বালাবে?
অর্ক: যতদিন সূর্য পূর্বদিকে ওঠে।
মায়াবতী: তুই একটা বদ্ধ উন্মাদ। তোকে খাঁচায় ভরার সময় হয়েছে।
অর্ক: ভর । আমাকে তোমার হৃদয় খাঁচায় ভরো।
মায়াবতী: চুপ।
অর্ক: আই লাভ ইউ।
মায়াবতী : চুপ কর। আমি কিন্তু রেগে যাচ্ছে।
অর্ক: আমার চোখে চেয়ে বল।
মায়াবতী: আমি তোমাকে অনেকবার বলেছি, আমার একটা বন্ধু আছে। আমরা কোনদিন বিয়ে করবো না বলে প্রতিশ্রতিবদ্ধ।
অর্ক: তাহলে সমস্যা কি? থাক সেই মাহনুভ লুল বন্ধু। বিয়ে না করে কি থাকা যায়।......
পাশের গাড়িতে দুই যুবকযুবতীর প্রনয় চলছে। ঠুটে ঠুটে কথা । তারা কি রাস্তায় না কি বেডরুমে বোঝার উপায় নেই। সামনেই এক রিকশাওয়ালা গাড়ীর ড্রাইভারের সঙ্গে ঝগড়া করছে। ড্রাইভার আচানক রিকশাওয়ালার মুখে শরীরে কয়েকটা ঘুষি দিলে, রিকশা ওয়ালা পায়ের স্যান্ডেল খুলে ড্রাইভারে দুইগালে একের পর এক চপ্পল মারতে থাকে। তাদের ঘিরে প্রচুর শোরগোল। আগ্রহী দর্শকে ভীড় লেগে গেছে। অর্ক ছবি তুলতে চাইলো তার মুঠোফোনের ক্যামেরায়। কাজ হলো না। নো স্পেস ফর এনি ইমেজ। আসলে স্পেস আছে। এটা একটা বিস্ময়কর মুঠোফোন। ঠিক কখনকার ছবি তুলবে তা বোধ হয় ঐ যন্ত্রের মর্জি মাফিক হবে। ঝগড়ার ছবি হয়তো মুঠোফোনটি তুলবে না। অনেক সময় অর্কের মনে হয় মানুষ গুলো রবোট হয়ে যাচ্ছে। যন্ত্রগুলো অনুভূতি সম্পন্ন হয়ে ওঠলে ব্যাপারটি বোধ হয় মন্দ হতো না ।
এমন সময় প্রচন্ড চর অর্কের গালে। মায়াবতীর চড় খেয়ে ঘুম ভেঙে গেলো অর্কের। স্বপ্নও শেষ। ইদানিং অর্কের স্বপ্ন কন্ট্রোল করার ক্ষমতা কমে যাওয়ার ব্যাপারটি বেশ লক্ষণীয় । অর্ক প্রেমে পড়ায় বোধ হয় ওই ক্ষমতা হ্রাস পেয়েছে ।নাহলে স্বপ্নে মায়াবতীর চুম্বন আদায় করে ছাড়তো ।
লিখতে পারছিনা কবিতা:
কবিতা লিখতে পারছিনা
গল্প রম্য উপন্যাস সব থমকে গেছে
ট্রাফিক জ্যামে ফসকে গেছে
দেহে ক্লান্তি ভর করেছে
হৃদয়মালতী কোথায় আছে?
কেমন আছে?
বসছে না মন কোন কাজে
ঈদের বাজার— গরুর হাটে
এই জীবনের কি মানে আছে?
ডানাভাঙা পাখিটা আজ
আছে ভীষণ যন্ত্রণাতে
আমার ভুলে অমন হলে
যাবোই যাবো রসাতলে।
সবশেষে : আমার বন্ধুর অভিনব ঈদ শুভেচ্ছা বার্তা
গোপন সূত্রে
এই মাত্র খবর পাওয়া গেছে যে,
আগামী মাসের দুই তারিখে
আমাদের পুরো দেশটা
রক্তের বন্যায় ভেসে যাবে।
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে
শুধু রক্ত আর রক্ত!
কারো কোন সাধ্য থাকবেনা
এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার।
ঐদিন রাজপথে
মানুষের হাতে হাতে থাকবে
চাপাতি,ছুরি,তলোয়ারের মতো
অনেক ধরনের ধারালো অস্ত্র।
পুরো দেশটা ঐদিন
এক ভয়ানক রক্তাক্ত প্রান্তরে
পরিণত হবে।
রাজপথে সবাই প্রকাশ্যে
ছুরি,চাপাতি,তলোয়ারের মতো ধারালো অস্র নিয়ে হেটে যাবে বুক ফুলিয়ে!
পুরো প্রশাসন থাকবে নিশ্চুপ!!
কারণ, প্রশাসন জানে
ঐদিন তাদেরকে ঠেকানো
কারো পক্ষে সম্ভব হবেনা।
হিংস্র, ভয়ানক এক
পরিস্থিতির সৃষ্টি হবে
সেদিন সকালে।
ছুরি, চাপাতি, তলোয়ার দিয়ে জবাই করা হবে
হাজার-হাজার,লক্ষ-লক্ষ
♥গরু,ছাগল,দুম্বা,ও উট♥
এভাবে কেউ ইদ মুবারক জানায়।!
বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক । সুপ্রিয় ব্লগার যারা আমার পাশে থেকে প্রেরণা দিয়েছেন ব্লগ জীবনকে সমৃদ্ধ করেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।
♥
উৎসর্গঃ আমারো পরাণ যাহা চায়
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
ইরিবাসের রাত বলেছেন: এক সাথে এত কিছু!
যা হোক, ভাল্লাগল। শুভকামনা রইল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাঁ অনেক হলো । অশেষ কৃতজ্ঞতা কমেন্ট ও পাঠে । আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
বিজন রয় বলেছেন: আপনি অনেক জনপ্রিয় ব্লগার।
এই ব্লগ এবং আমরা আপনার কাছে ঋণী।
আরো অনেক দিন ব্লগে থাকবেন এই আশা করি।
শুভকামনা রইল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা শুভকামনায় । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... একের ভেতর অনেক কিছু দিয়ে দিলেন, কবি!
ভালো লেগেছে সবই
ঈদ মুবারাক!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা রইলো ।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন; কবিতার জগতে আপনার অবদান আছে
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ । অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঘে মেঘৈ বেলা বেয় যায়...............
অভিনন্দন ৫ম বছর পূর্তির!
ঈদ মোবারক
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাঁ । সময় নদী র মতো । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
ওমেরা বলেছেন: অনেক অনেক অভিনন্দন ভাইয়া।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ফুল । আমার জন্য । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭
সুমন কর বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন !! অভিনন্দন !!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সুমন কর ।আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
নীলপরি বলেছেন: সব লেখাগুলোই খুব ভালো লাগলো ।
অনেক অভিনন্দন রইলো ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: নীল পরী অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর মনে রাখবেন এই নবীশ কবিকে । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
রক্তের বন্যায় ভেসে যাওয়ার আগে পাঁচবছর পূর্তির শুভেচ্ছাটা জানিয়ে যাই ................
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: রক্তের বন্যা ঠিকই হয়েছে । অশেষ কৃতজ্ঞতা
। আর নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা।
পাঁচ বছর অনেক সময়।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক অভিনন্দন । আর নিরন্তর শুভকামনা রইলো ।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
সনেট কবি বলেছেন:
ব্লগে কবি সেলিম আনোয়ারের পাঁচ বছর পূর্তি শুভেচ্ছা-
পাঁচ বছরের পূর্তি শুভেচ্ছা জানাই
ব্লগে, আপনার ছেড়ে যাওয়া সময়
যায়নি অবশ্য বৃথা, পেয়েছে অনেক
আপনার থেকে সব ব্লগ সহযাত্রী।
বিশেষত এ সনেট কবি উন্নয়নে
আপনার পাশে থেকে সকল সময়
উৎসাহ প্রদানের বিষয়টা আমি
শ্রদ্ধার সাথে স্মরণ করি সবিনয়ে।
হে প্রিয় কবি হে প্রিয় সাহিত্যিক সদা
আপনার উপস্থিতি প্রাণ চাঞ্চল্যের
কারণ হয়ে থাকছে হৃদয়ে সবার।
আপনার অনুপ্রেরণা সমগ্রে প্রকাশে
প্রশান্তি কারণ হয়ে প্রবাহে আনন্দে
বয়ে দেয় প্রশান্তির সুছন্দ বারতা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সনেট কবি । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো।
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২০
ধ্রুবক আলো বলেছেন: অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!
ব্লগিং চলুক অবিরত।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও পাঠে অনেক কৃতজ্ঞতা জানাই। হ্যাপি ব্লগিং সবসময়।
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
অভিনন্দন জানাই! আরো লেখুন....
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক কৃতজ্ঞতা। আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
অভিনন্দন!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩
বাকরখানি বলেছেন: এই বয়সেও আফনের অকেল্লান্ত লুলামি আশংকাজনক।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন:
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬
জাহিদ অনিক বলেছেন: সেলিম আনোয়ার ভাই,
চাঁদগাজী আজকে আমার পোস্টে আপনার কমেন্ট দেখে আমাকেই ৫ বছর পূর্তির শুভেচ্ছা জানিয়েছিলেন !
আমি হেসেছি অনেকক্ষণ।
উনি কি ইচ্ছে করেই বলেছেন নাকি বেভুল ?
ইচ্ছে করে বললে তার প্রভাব সুদূরপ্রসারী !
যাইহোক সেলিম ভাই, ৫ বছর পূর্তিতে শুভেচ্ছা। অনেক অনেক শুভ কামনা। ভাবী আর ভাতিজারে নিয়ে সুখে থাকেন। আমরা ব্লগবাসী তো আছিই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য । আপনারা আমার চলার পথে প্রেরণা । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো।
১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২
আরজু পনি বলেছেন: অভিনন্দন, সেলিম আনোয়ার।
আপনার ব্লগযাত্রা সবসময় শুভ সুন্দরের সাথে থাকুক।
আর থাকুক দায়িত্বশীল আচরণ।
শুভকামনা রইল।
আর সাথে ইদের শুভেচ্ছা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।
১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৫৫
মৌমুমু বলেছেন: পাঁচ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন ভাইয়া।
প্রতিটি লিখা এবং প্যারাই চমৎকার লিখেছেন।
ঈদ মোবারক আপনাকে।
ভালো থাকবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকা র জন্য ধন্যবাদ । নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৭
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ইদ মুবারক।
সত্যি কথা বলতে হবে ।
যত বাঁধা আসুক। সত্যের জয় হোক।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা।
২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাল্লাহ অাপনার হায়্যাতে ত্বয়্যিবা দান করুন। অামিন।
ঈদ মোবারক
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
সেলিম আনোয়ার বলেছেন: জাজাকাল্লাহ খায়ের । শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা জানবেন । আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
ডঃ এম এ আলী বলেছেন: সুপ্রিয় কবির প্রতি অভিনন্দন রইল সাথে ঈদ শুভেচ্ছা ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা। ইদ মুবারক। সুপ্রিয় ব্লগার ।
২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬
উম্মে সায়মা বলেছেন: পাঁচ বছর পূর্তির শুভেচ্ছা সেলিম ভাই....
২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি। কৌতুক আর গল্প মিলে অসাধারণ পোষ্ট। মুগ্ধতা জানিয়ে যাচ্ছি।
শুভকামনা জানবেন, ঈদ মোবারক
২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অভিনন্দন।
২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০
দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন। অনেক।
আগামীর পথচলা আরো মসৃণ হোক আপনার।
শুভকামনা। অনেক।
২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৪
সোহানী বলেছেন: অভিনন্দন কবি..... ৫ বছর পূর্তিতে।
আর ভালোলাগলো পাঁচ মিশালী লিখায়।
২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
পার্থ তালুকদার বলেছেন: বাহ.... এক পোস্টে অনেক কিছু....
অাবার পাঁচ বছর পূর্তি !!
অভিনন্দন সেলিম ভাই !!
২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১২
সচেতনহ্যাপী বলেছেন: ঈদ-মুবারক।। শুভ কামনা রইলো।।
৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ঈদ মুবারাক সেলিম।
৫ বছরপূর্তির অভিনন্দন!
৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্য। ব্লগে আপনাদের উপস্থিতি আমার এব্ং ব্লগের সবার জন্য প্রেরণা দায়ক । কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০
জুন বলেছেন: ৫ বছরপূর্তির অভিনন্দন ও শুভকামনা
৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: অভিনন্দন।