নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি ঠায়
এই প্রতীক্ষার শেষ কোথায়
আসবে কি তুমি হেথা— তবেই সাঙ্গ হবে দায় ।
যেতে হবে বহুদূর — যদি তোমাকে হেথা পাই ।।
আসছো না কেন ?
অনন্ত প্রতীক্ষার সময় শেষ হয় না যেন !
অগণিত মানুষের ভীড়ে আমি একজনা!
একটি আসন খালি করে একটু আসো না!
যেতে হবে বহুদূর তবু করছো ছলনা।
আমার পথ চেয়ে অপেক্ষায় আছে ক'জনা ।
সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো
তৃষিত নয়ন তব দেখা নাহি পেলো।
বহু প্রতীক্ষার পর এই তো তুমি এলে
হতাশা ঠেলে দূরে আনন্দ প্রহর দিলে।
হয়েছে মোর ঠাঁই কাঙ্ক্ষিত আসনটায়।
এবার যাবো চলে আপন ঠিকানায় ।
(শতাব্দী বাসের অপেক্ষায় থেকে লিখে ফেললাম এখুনি)
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এত ট্রাফিক জ্যাম এ গাড়ি পাওয়া চাট্টিখানি কথা নয়। ইহা একটি জবরদস্ত বিষয় নিয়ে কবিতা প্রচেষ্টা । গাড়ি পাওয়া আর প্রিয়জনকে কাছে পাওয়া সমার্থক ।
১ মানুষের কমেন্ট এ অনেক ধন্যবাদ । একেবারে তাজা কবিতা ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫
সাইফুর রহমান খান বলেছেন: ভাল হয়েছে কিন্তু
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক গাড়ি পাওয়ার মুহূর্তে কবিতা য় গাড়ি পাওয়া র বিষয় টি র অবতারণা করেছি। তাই কবিতা য় গরম জিলেপির স্বাদ ।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর, ভালো লাগলো কবিতা +++++
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো ।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১
সনেট কবি বলেছেন:
কবি সেলিম আনোয়ারের ‘শতাব্দী ( বাস)’পোষ্টে মন্তব্য-
অবশেষে প্রেমিকার মতো মনে হলো
বাসের আসনখানি যার অপেক্ষায়
মনকরে আকুপাকু সরাটা সময়
তারপর তারে পেলে গ্রহণ আনন্দ।
ছুটে চলে বাসখানি গন্তব্য উদ্দেশ্যে
মন কিযে ভাল লাগে বুঝাবার নয়
কিন্তু জ্যামের জ্বালায় মন হাসপাস
ক্যানভাসার এ সাথে যন্ত্রণা ভীষণ।
এরপর ঠিকানায় এসে ক্লান্ত দেহ
মন খোঁজে বিশ্রামের উপলক্ষ্য গুলো
বাসের আসন প্রাপ্তি তখন উদাও।
ক্ষণিকের ভাললাগা প্রেম যে আসন
সময়ের পরে তার স্মৃতি হয় শেষ
এ ক্ষেত্রে প্রিয়তমা একটু আলাদা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সনেটের জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন। রাজপথ এখন একেবারে ফাঁকা। তীব্র গতিতে চলছে ছোটে।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কিঞ্চিত পরিবর্তন আনা হলো ।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
সময় কাটাতে যদি কবিতা লিখেন, কবিতার আয়ু হবে কাটানো সময়ের সমান।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী এটি নিত্য দিনের কবিতা ।বলতে পারেন মধ্যবিত্তের জাতীয় কবিতা । প্রতিদিন এটি ফেস করতে হয় ।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০
ওমেরা বলেছেন: হায় আল্লাহ ! বাসের নাম শতাব্দী ! আমি আরও মনে করেছি মেয়ের নাম । কবিতা ভাল হয়েছে ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
ওমেরা বলেছেন: ভাইয়া লাইকও কিন্ত দিয়েছি ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় অনেক ধন্যবাদ। আবারো নিরন্তর শুভকামনা ।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটা ভালো লাগলো।
ধন্যবাদ কবি সেলিম আনোয়ার।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
ফয়সাল রকি বলেছেন: বাসের জন্য এত ভালবাসা-কামনা.... ভাল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: শতাব্দী প্রতিক মাত্র। বিশাল জনতার চাপে গাড়ী প্রাপ্তি অতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩
কাছের-মানুষ বলেছেন: কবিতা পাঠে তৃপ্তি পেলাম। সমসাময়িক ভাবনা নিয়ে কবিতা ভাল হয়েছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ কাছের মানুষ ।
ভাল থাকবেন সবসময় ।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
একেবারে ঠিক বলেছেন -- গাড়ি পাওয়া আর প্রিয়জনকে কাছে পাওয়া সমার্থক ।
সম্ভবত এটা হলো শতাব্দীর প্রথম "বাস-প্রেম" এর কবিতা !!!!!!!!!!!!!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: বাস প্রেম বিষয়টা এখানে আনা হয়েছে দেশের বিশার মধ্যবিত্ত শ্রেণীর কথা মাথায় রেখে।
ধনিক শ্রেণীর জন্য গাড়ীটা অনেক গুরুত্বপূর্ণ । আর আমাদের বহিরঙ্গন কর্মসূচীতে আমাদের জিপ আমাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গাড়ী আছে ফিল্ড আছে গাড়ী নাই ফিল্ড নাই। গাড়ীর ব্যাপারে মাথা ঘামাতে ফিল্ড মাথাও কম ঘামে ।
প্রথম বাস প্রেম কবিতা হয়েছে যেনে ভাল লাগলো ।
বাঙালী গাড়ীপ্রেমিক জাতি । বাড়ীর আগে তারা গাড়ী প্রেমিক। সেটাও ট্রাফিক জ্যামের অন্যতম কারন।
প্রাইভেট কার প্রেমিকের চেয়ে বাস প্রেমিকের সংখ্যা বেশি ।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
সুমন কর বলেছেন: হাহাহা....মজার হয়েছে। মানুষ বাসই পায় না, আপনি আবার আসনসহ বাস চাচ্ছেন !!!
+।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
সেলিম আনোয়ার বলেছেন: চাইলে একটু বেশি চাওয়া লাগবে । তাহলে অন্তত সিট না পাই বাসে প্রবেশ করা যাবে । শুধু বাস চাইলে আ রো কম পাওয়ার আশংকা আছে। দেখা যাবে বাসেই উঠা যাবে না ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য ।
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫
করুণাধারা বলেছেন: প্রেমের কবিতা ভেবে পড়তে শুরু করে দেখি বাসকে উদ্দেশ্য করে লেখা!!! হাহা হা, খুব মজা লাগল। সত্যিই এখন বাস পরম আরাধ্য বস্তুতে পরিণত হয়েছে।
খুব ভাল লাগল।
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
শামছুল ইসলাম বলেছেন: হা..হা...
নাম দেখে আমি তো ভেবে ছিলাম কোন এক অপ্সরীর অপেক্ষায় আছেন ।
শেষে এসে স্বপ্ন ভঙ্গ হলো ।
কবিতাটাকে কিন্তু অসাধারণ হয়েছে ।
শতাব্দী বাসকে ধন্যবাদ । সে দেরী করে না আসলে এতো সুন্দর একটা কবিতা আমরা পেতাম না ।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
মিয়া ভাই, কবিতা ভালো হয়েছে +