নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সাদা কাগজ বললো শোকে
কলম সোনা কই?
কলম ছাড়া মনের কথা
কেমনে তারে কই ?
মনটা পরিষ্কার
সাদা কাগজ
বুঝাতে পারে শুধু
কাব্য কি আর হয় তাতে
কাব্য লিখিতে
কালিসমেত একটা কলম লাগে।
নীল কালিতে লিখেছিলেন
এক কবি—
আকাশলীনা আকাশ থেকে
পড়েছিলো সবই;
নীল মানে বেদনা
যেমন অস্ত রবি।
প্রিয়ংবদা তার আসেনি তাই কাছে।
কলম তাই করিতেছিলো
লাল কালির খোঁজ—
বাসন্তী রঙে রাঙিয়ে দিতে
প্রিয়ার পানের বরজ ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কি বলিলেন? কবি কি মরিবে তবে??
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
ওমেরা বলেছেন: সুন্দর!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কি সুন্দর কবিতা নাকি কবি? নাকি বিজন রয় ??
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনার গতবারের বইটা কি মেলায় এসেছে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: জানিনা ।হানিফ রাশেদীন বলতে পারবে।
থাকার সম্ভাবনা বেশি ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি ভাল লেগেছে!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি ভালো লাগায় ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮
প্রামানিক বলেছেন: নীল কালিতে লিখেছিলেন
এক কবি—
আকাশলীনা আকাশ থেকে
পড়েছিলো সবই;
নীল মানে বেদনা
যেমন অস্ত রবি।
কবিতার কথাগুলো দারুণ লাগল। ধন্যবাদ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
অথচ নীল মানে আহবান কিংবা ভালোবাসা বুঝে নিলে ক্ষতি কি??
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা।
পানের বারজ কি পান ক্ষেত?
তাই হলে বরজ হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সংশোধন করা হলো । ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই আমি এখন তাঁবু টানিয়ে বসে আছি।টাইপো পরে ঠিক করবো।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: বিজন রয় বলেছেন: প্রিয়ংবদাদের না আসাই ভাল, তাতে কবিরা জীবন্ত থাকবে।
একদম ঠিক বলেছেন । তারা চলে আসলে কবি রা ব্যস্ত হবেন আর বিরহ কাটিয়ে ফেলবেন । সেই অর্থে জাতি কবি অভাব বোধ করবে । তাই এমনই চলুক। জাতি আরও সুন্দর সুন্দর কবিতা অনেক দিন চায় ।
ভালো লাগলো ।আপনার কবিতা ।
আপনি প্রতি উত্তর করেননা । তাই মন্তব্য কম করা হয় ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? বাস্তবতা হলো লেখার মান সাধারণ মানের ফলে কমেন্ট কম। সবার সঙ্গে খাতির রাখতে চাওয়াতে কিছু কমেন্ট মেলে। নাহলে তাও জুটতো না ।
অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ কবিতা পাঠে ।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আমি কিন্তু প্রতিউত্তর করি এখন সুযোগ কম।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: কাগজ কলম একে অপরের পরিপুরক, সুন্দর কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট অনেক ধন্যবাদ সাদা ভ্রাতা।
অশেষ কৃতজ্ঞতা থাকলো ।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিরা লাল কালিতে বসন্ত লিখুক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬
করুণাধারা বলেছেন: তাবু টাংগিয়ে বসে এই কবিতা লিখলেন নাকি? কবিতা খুব ভাল লাগল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: তাবু টাংগিয়ে কবিতা লিখি নি তবে তাবুর নিচে ছিলাম কবিতা লিখার মুডে ।কবিতা লিখা হয়নি ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
বিজন রয় বলেছেন: প্রিয়ংবদাদের না আসাই ভাল, তাতে কবিরা জীবন্ত থাকবে।