নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই কী তব প্রেম?
হৃদয়মালতী,
_____________ তোমায় শুধালেম।
মোদের প্রনয় কি কেবল হৃদয় যমুনাতে
এমন প্রেম কী আছে
হৃদয় লয়েই যাহা ব্যস্ত কেবল— থাকে তফাতে।
নয়নোমাঝে সৃজে প্রেম— তার হৃদয়ে বিস্তার
মিলনে তার চূড়ান্ত পরিণতি তাতে নাইরে নিস্তার।
নর-নারীর প্রেমের মাঝেই নতুন প্রাণের সৃষ্টি
জলকণা নীলাকাশে ভেসে ভেসে যেমন জমিনে ঝরায় বৃষ্টি।
যে প্রেমে নেই কোন মিলনের আয়োজন
আততায়ী সেই প্রেম সখি মরীচিকার মতন।
তোমারে খোঁজেছি আমি পূর্ণ চন্দ্রিমায়
জোৎস্না যেথা ঝরে পরে স্বপ্নিল মায়ায়।
যৌবন কাল ক্ষুদ্র অতি জানে বিজ্ঞজন
চোখের পলকে যায় উবে কর্পূরের মতন।
ওগো আদরিনী মোর হৃদয়ের কথা শুনো
সময়ের অপচয় করোনা আর—
ভালোবেসে দাও জুড়িয়ে মোর তপ্ত দেহ মন...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
তীব্র আবেগ প্রকাশ পেয়েছে।
প্রতিটা শব্দের সাথে সুর মিলালে সুন্দর গান হয়ে উঠবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
জাহিদ অনিক বলেছেন:
আর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে ভালোবাসার ফুল স্ফুটিত হোক--
সুন্দর +
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। মনোষ্কামনা পূর্ণ হোক।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: টাইপোঃ মনস্কামনা।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৩
সায়েদুল ইসলাম এর বাংলা ব্লগ বলেছেন: এমন আকুতি শুনে কে সারা দেবে না? মনস্কামনা পূরণ হোক।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।
ভালবাসায় সুখ, যন্ত্রনা , কাছে টানা, দুরে থাকা , রাগ। মান অভিমান , ঘৃনা, বিতৃঞ্চা , আনিদ্রা, আনাহার, মারামারি , কাটাকাটি , ছল চাতুরী , নায়ক , নায়িকা , ভিলেন , কোনটি নেই সেটিই ভাবনা ।
বসন্তের শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে+++