নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কোন প্রতীমার এতো রূপতার আগে কখনো দেখিনি
অবাক করা দুচোখ তার বিশ্বের বিস্ময়
তিনি ছিলেন নৃত্যপটিয়সী—রমনী।
প্রতীমার মতো করে
হাসিতে তার মুক্তো যেনো ঝরে পরে।
কন্ঠো তাঁর যেন তালপাতার মিহি বাঁশি
কাঁদালেন হাসালেন রঙ্গমঞ্চের তিনি রানী।
তার অপরূপ দেহ বল্লরী
প্রথম যৌবনে নিয়েছে হৃদয় কারী।
মনে মনে স্তুতি গাহিতাম তারি
অপরূপ দেহবল্লরী
কুয়াশার চাদরে ঢাকা যেন স্বর্গীয় উদ্যান
মনোহরিনী, স্বপ্নচারিনী, মরুর বুকে তুফান।
কল্পদেবী বোধ হয়;
এমনই রূপসী হয়
তোমারে দেখে তাহাই মনে হয়।
নশ্বর পৃথিবীর অমোঘ নিয়মে
অবেশেষে পৃথিবীর সব রূপ
যেনো শেষ হয় মরণে।
এভাবেই যেতে হয় চলে
থেকে যায় কেবল কাজ—
তবু তার প্রয়াণে,
গোটা পৃথিবীটা যেনো গভীর শোকার্ত আজ।
তাঁর জীবনের এখনেই স্বার্থকতা।
আমিও যাবো চলে, তুমিও;
তাই বলি সখি এই ক্ষণিকালয়ে,
যতটুকু পারো ভালোবাসা তুমি দিও।
আর বুক ভরে মোর ভালবাসা তুমি নিও।
চিরো বিদায় শ্রীদেবী!তোমার বিদায়ে যাবে না থেমে পৃথিবী
পৃথিবীর বুকে চলিবে আগেরই মতো সবই।নিষ্ঠুর পৃথিবী!
হঠাৎ করে শ্রীদেবী—আজ তুমিও গেলে চলে
জন্মিলে মরিতে হয় মরার সময় —নিরবে গেলে বলে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: বিরাট মিস ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই মিস করেছেন।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৬
জগতারন বলেছেন:
অসারন প্রতিভাময়ী শ্রীদেবী যেমন ছিলেন রূপে, অভিনয়ে ও নৃত্তে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । অসাধারন রূপসী , নাচে অভিনয়ে অসাম। বয়সের ছাপ পড়েনি তার চেহারায় ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: শ্রীদেবীকে নিয়ে কবিতা খুব সুন্দর হয়েছে ।
তাঁর অভিনিত গুটি কয়েক ছবি দেখেছি ।
মনে হল তাঁর সঠিক চিত্রটিই তুলে ধরেছেন ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্লগের এসেট।
বাঁশ নিয়ে যা লিখেছেন ঋদ্ধ ২ তে এক কথায় অসাধারণ ।
বেস্ট অফ লাক সুপ্রিয় ব্লগার। চালিয়ে যান ।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২২
সৈয়দ ইসলাম বলেছেন:
শ্রীদেবী ভাল থাক।
তোমার কোন ছিবি দেখা হয়নি । আর দেখবোও না; তোমার স্বর্গের শান্তি নষ্ট হওয়ার ভয়ে
সেলিম আনোয়ার ভাই,
কবিতা ভাল হয়েছে। প্লাস+++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় অনেক ধন্যবাদ ।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কলেজ পালিয়ে বেগমবাজারে দেখতে যাওয়া হিন্দি সিনেমার প্রধান আকর্ষণ ছিলেন ড্রিম গার্ল শ্রীদেবী | খুব কষ্ট পেলাম তার এই আকস্মিক চলে যাওয়াতে |
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আমিও অনেক কষ্ট পেয়েছি ।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০০
সেলিম আনোয়ার বলেছেন: একটি তারকা খসে পড়ল নক্ষত্রের আকাশ থেকে। তার বিদায়ে পৃথিবীর সৌন্দর্য হ্রাস পেলো। তিনি দেশের গণ্ডি পেরিয়ে এক আন্তর্জাতিক তারকা।ক্ষুদাগাওয়া মুভিতে অমিতাভের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন। এত বড় মহিলা তারকা সত্যি বিরল।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২২
খায়রুল আহসান বলেছেন: সুন্দরী, নৃত্য পটিয়সী নায়িকা ছিলেন, বহু দর্শকের হৃদয় হরণকারী।
রূপালী পর্দার এ নায়িকার প্রতি কবি'র শ্রদ্ধাঞ্জলি যথার্থ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টও যথার্থ।
মূলত প্রিয়তমাকে নাগিনী বা সাপের সঙ্গে তুলনা করি তার নাগিনা ছবিটি দেখে।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২
জুন বলেছেন: শ্রী দেবীর অনেক সিনেমাই ভালোলেগেছিল বিশেষ করে তার নাচ। চালবাজ, লমহে, চাদনী, জুদাই বিশেষ করে সদমায় তার অভিনয় অনাবদ্য লেগেছিল । বিভিন্ন লেখায় পড়লাম স্লিম থাকার জন্য ঔষধ খাওয়াই নাকি তার এই অকাল মৃত্যুর কারন ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: তার কমেডিও অসাধারণ । এক্ষেত্রে আর কোন রমনী তাকে স্পর্শ করতে পারবে না ।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: অভিনেত্রীর প্রতি আপনার ভালোবাসার সুন্দর প্রকাশ করেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে।নিরন্তর শুভকামনা ।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি বোধহয় তার নাগিনা মুভিটা প্রথম দেখি। তখন তাকে তো সাপ মনে ভয় পেয়ে ছিলাম। তখন প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছি কি না মনে নেই। পরে আরেকটু বড় হবার পর বুঝতে পেরেছি তিনি অনিন্দ্য সুন্দর। কিন্তু সে তো বয়সে বড়ো!!! আর অন্য দেশে থাকে।.....
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
নীলপরি বলেছেন: ওনার হিট ফিল্ম তো একটাও দেখিনি । তবে ওনার উপর পিকচারাইজড এভার গ্রীন গান গুলো অনেকবার দেখেছি । একটাই ফিল্ম দেখেছি ইংলিশভিংলিশ ।
কবিতা ভালো লেগেছে ।
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬
নিরাপদ দেশ চাই বলেছেন: মৃত্যুই একমাত্র সত্য বাকি সব মিথ্যা
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: মাত্র ৫৪ বছর বয়সে উনার মৃত্যু হলো। হিন্দি মুভি দেখে এটলিস্ট হিন্দি ভাষা মুটামুটি বুঝতে পারি।
১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৯
সোহানী বলেছেন: খুব মন খারাপ হলো সেলিম ভাই। কি অসাধারন একজন অভিনেত্রী ছিলেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
মেন হয়, আমি বড় মিস করেছি, উনার একটা ছবিও দেখা হয়নি