নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজকে চাঁদ থেকে থেকে
মেঘে যায় ডুবে—
আকাশের তারা গুলো
হয়রান তারে খুঁজে খুঁজে।
আমিও আকাশের তারাকারাজির মতোন
অনন্তকাল তোমারে খুঁজেছি করিয়া যতন...
তুমি মোর কবিতা - লাল টকটকে রক্ত
হৃদপিন্ডের মাঝখানে থাকো—
দৃঢ়তায় আমাদের বন্ধন হিরকসম শক্ত।
তুমি আছো বলে থাকি বেঁচে জীবনে
ওগো পুড়ে এ মন ফাগুনের আগুনে—
তুমি না থাকলে ভীষণ অসহায় থাকিগো
ভালোবেসে তুমারে মম হৃদয়ে রাখিগো।
বসন্তের উৎসবে তুমি আছো মেতে
মরিয়া এ হৃদয় আজি —তোমায় কাছে পেতে।
তোমাতে—আমাতে
ন্যায় অন্যায়
মানিনা —
তোমারে মানিগো;
তুমি চাহিলে
দূর আকাশের ঐ তারাটাও
অবনীতে—
টানিয়া আনিবো।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
২| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালোবাসা - বিরহের কবিতা। + + +
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৩| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগে নাই সেলিম ভাই। এইজন্য নয় যে কবিতাটা অপছন্দ হইছে, আপনার স্টাইলটাই ভাল লাগে নাই। আপনার এমন অনেক কবিতা আছে, যা আমি দ্বিতীয় তৃতীয়বার পড়ছি, ভাল লাগা থেকে। সেইখান থেকেই বললাম।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সব কবিতা কি আর এক রকম হবে । এটা না হয় এমনই হলো। আরেক খানি কবিতা লিখে ফেলেছি ।
৪| ০২ রা মার্চ, ২০১৮ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
ভেলেন্টাইন'ডে তো চলে গেছে!
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: তাতো গেছে। ফাগুন এখনো আছে।
তারপর চৈত্রে সর্বনাশ..
গ্রীষ্মে পথচলা.
ভালোবাসার নেই শেষ
জীবনপরিক্রমায় ।
৫| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা খুব সুন্দর হয়েছে++