নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার পতাকা

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:০১



বাংলার জমিনে একাত্তরের এই দিনে
লাল-সবুজের পতাকা
হয়েছিলো উড্ডিন ;

বাঙলার ষোল কোটি জনতার মনের গহীনে
আজও আছে তা অমলিন।

বীর জনতার হৃদয়টা চিরোদিন  এমনই থাকবে,
নতজানু হবে না সে চির উন্নত যেই শির
তারে কে নোয়াবে?

গোলামীর জিঞ্জির ছিঁড়েছে বাংলার জনতা
আর নহে তোষামোদ মিথ্যে চাটুকারিতা।

আর ক্ষমতার মসনদে কোন জন বসবে
সেই পরিকল্পনার ছক শুধু জনতাই কষবে।
যারে লাগে ভালো তারে দেবে ভোট
ভালো না লাগিলে তারে করিবে বয়কট।

সবার আগে থাকে চেতনাতে মহান স্বাধীনতা
সমৃদ্ধিও চাহিনা , যদি মেশা থাকে পরাধীনতা।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা আইয়ুবের গোলামী থেকে বের হয়ে, বিএনপি ও আওয়ামী লীগের কলোনিয়েল সিস্টেমে আটকা পড়েছে

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। আজ জাফর ইকবাল স্যা ছুরিকাহত হলেন । ব্যাপারটি উদ্বেগজনক ।

২| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:৫২

শাহিন বিন রফিক বলেছেন: প্রথমে আমাদের বুঝতে হবে আমরা স্বাধীনতা চাই নাকি চামচামি চাই।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় ।

৩| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে কবিতা ও কবিতার কথামালা
অনেক মুল্য দিয়ে জাতিকে অর্জন করতে হয়েছে লাল সবুজের পতাকা,
যারা স্বচক্ষে না দেখেছে জাতির সে কষ্টের দিনের কথা, তারা
লাল সবুজের পতাকার কাছে গিয়ে কান পেতে শুনতে পারবে জাতির
সে সব কষ্টের দিন গুলির কথা । অনেক মুল্যে ও কষ্টে পাওয়া
এই লাল সবুজের পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি বাংলাদেশীর
দায়িত্ব , একে যথাযোগ্য মর্যাদায় বাংলার আকাশে উড্ডিন রাখতে
হবে যে কোন মুল্যে ।

স্বাধিনতার মাসে এই মুল্যবান কবিতাটির জন্য রইল অভিনন্দন ।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার মূল্যবান কমেন্টের জন্য অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা ।

৪| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এটা ২ মার্চ লিখলাম। সেলফোনে টাইপ করে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আমার হৃদয়ে গড়েছে আবাস সুমহান স্বাধীনতা। লেপটপ নেই কবিতা লিখেছি কষ্ট

৫| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: করে। সেলফোনে প্রতি উত্তর কষ্ট সাধ্য । তাই সময় ও সুযোগ মতো ঠিক ই দেবো।

৬| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর দুঃখমাখা কবিতার জন্ম।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৪

সুমন কর বলেছেন: শুরুটা বেশি সুন্দর হয়েছিল। ভালো লেগেছে।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ১৯৭১ সালের উত্তাল মার্চের এটাই কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.