নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট খুকি—অনেক বেড়েছে

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯



ছোট্ট খুকি—প্রজাপতি
উড়েছে কাছে কাছে—
দিনে দিনে পাগলামো তার
বড্ড ভালো লাগে।

তার ছেলেমানুষী কতো!!
এক সাগরে আছে জল যতো।

সবার সমুখে পড়বে গায়ে
নিদারুন আহলাদে—
ও যে পড়েছে অনুরাগে
দেখলো কত লোকে!!

এখন আবার নতুন তরো বায়না ধরেছে
মানুষ কি আর শুনে সেসব কথা—
ছোট্ট খুকি এখন নাকি বড়ো হয়েছে।
মনের ভুলে কোন খেয়ালে সাগর ছুঁয়েছে
সাগর নাকি ক্ষুদ্র অতি!! মনে কষ্ট লেগেছে।
ছোট্ট খুকি বিদ্যা বুদ্ধির মাথা খেয়েছে….
ছোট্ট খুকি কোমলমতি অনেক বেড়েছে …
----------------------------------------------------------------------------------
উসর্গঃ তুমি ঢঙ্গী

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সৈয়দ ইসলাম বলেছেন:
দয়াল ছোট্ট খুকিকে জ্ঞানীগুণী করে তুলুন। তার আলোকে আলোকিত করুন মাতাপিতাসহ সমগ্র জাতিকে, আমীন।


কবিতা ভাল হয়েছে। আশাকরি এবার খুকি আহলাদে ষোলোখানা হবে।

প্লাস+++

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

তারেক ফাহিম বলেছেন: কবিতায় ++

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:

"তার ছেলেমানুষী কতো!!
এক সাগরে আছে জল যতো"

হাতুড়ী দিয়ে পিটিয়ে পাটিয়ে ছন্দ মিলনো হয়েছে!

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: হাতুড়ী দিয়ে আছ্ছা মত পিটালাম তারপর এমন হলো।

কবে যে লিখি কবিতা ।

এখনো পারলামনা ।

৪| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা আজাইরা টবিতা।মন খারাপ থাকলে পাঠ করিয়া প্রশান্তি লাভ করিবে।

৫| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোকা সালমানকে চিনি, খুকীটা কে? কবে? কখন?

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ মাত্রই ছোট্ট খুকি। নিজেকে নিয়ে করবে বাহাদুরি।

৬| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ মাত্রই ছোট্ট খুকি। নিজেকে নিয়ে করবে বাহাদুরি।

৭| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ছোট্ট খুকির প্রতি আপনার দরদ ও ভালবাসা প্রকাশ পেয়েছে।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ঠিক ধরেছেন । অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৮| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি কি ভালো বাসতে জানি?

৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৭

সোহানী বলেছেন: ওওওও বুঝলাম মন্তব্য পড়ে ছোট্ট খুকি কে????

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কি পড়েছেন?
এখানেই মজা.....

গল্প উপন্যাস চাইলে এক আধটা লিখতে পারি.....কিন্তু লিখিনা
কবিতা লিখার চেষ্টা করি।

দুই এক লাইন হয় হয় আবার হয়না ।

কবে যে লিখি একখানি কবিতা ।

১০| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৮

মিরোরডডল বলেছেন: sweet!

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.