নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালোবাসিবো সখি শুধু তোমায়— অতীতেও বেসেছি,
প্রতীক্ষার চাদর গায়ে কতো বিনিদ্র রা—ত
কবিতায় অনেক ভালোবেসে শুধু তোমায় ডেকেছি,
ওগো শুধু তোমায় চেয়েছি— প্রেমের অভি—সারে
এমন প্রগাঢ় প্রেম কী কভু ব্যর্থ হতে পারে?
ব্যর্থ হোক— সকল প্রবঞ্চক
মিথ্যে অহমিকার দেয়াল— ভাঙা কাচের মতো ভেঙে
শারদ হাওয়ায় ভেসে প্রেম মুক্ত বলাকা হোক— উন্মুক্ত প্রান্তরে ।
ঐ নীল আকাশের বুকে ভাসে সাদা মেঘের ভেলা
এখন তোমার আমার শুধু দু’জনার হবে প্রণয় খেলা
কাশবনে হাওয়ায় হাওয়ায় দোলে— সাদা কাশফুল
এখন আমরা দু’জন কেবলই সুজন— ভাসিডুবি
প্রেমের অথৈ জলে— ভুলে সকল ভুল।
এবার থেকে শুধুই অনুরাগ,
এবার থেকে শুধু আদর সোহাগ,
তবে আরো হতে পারে সুখের খুনসুটি।
প্রিয়তমা, আরো তো ঢের আছে,
ভেবে দেখো সবার থেকে সেরা
— তোমার— আমার জুটি ।
সুপ্রিয় নীল’দা, শুভজন্মদিন
----------------
হে সুধী,
মানবতার ঝান্ডা হাতে
আপনি ছিলেন, আছেন
থাকিবেন বহুদিন—
মানবের মাঝে —এই কামনা করি সদা প্রাণে।
মানবতার সেবায় আপনি সদাব্যস্ত
—আপনি যেন ক্লান্তিহীন
ছুটেছেন সদা বন্ধুর পথে—দ্ব্যর্থহীন চিত্তে।
এভাবেই চাই—
এভাবেই যেন পাই—
মানবতার কল্যাণে মানব সেবায় সদা নিয়োজিত।
আপনার জন্মদিন— শুভ হোক
মঙ্গল বার্তা বয়ে আনুক— বিশ্বমানবতার তরে,
প্রতিটি পদক্ষেপে —আজিকে আনন্দদিন ।
-----------------
বেঁচে থাকা অবস্থায় সম্মান জানাই.....মরণের পরে কি লাভ? নীলসাধু দাদা বিশ্বমানবতার সেবায় নিবেদিত তাকে শ্রদ্ধা জানাই
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন নীল দা
সুন্দর থাকুন
কবিতার জন্য ধন্যবাদ আপনাকে
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভালো থাকুন। নীল সাধু একজন সিনিয়র ব্লগার মূলত ওভাবেই উনার সঙ্গে প্রথম পরিচয় ।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
মা.হাসান বলেছেন: নীলসাধু ভাই আমার পছন্দের একজন মানুষ। ব্লগে কম আসেন, যখনই আসেন মানুষের জন্য ভালোবাসা ভরা লেখা নিয়েই আসেন। ওনার জন্মদিনের বিষয়টি জানা ছিল না। ওনাকে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: আমারও । সম্প্রতি ভেবে দেখলাম । যারা মানব সেবায় নিবেদিত।যাদের লেখালেখি করেন । তাদের নিয়েও লিখি যেন তারা খুশি হন। আনন্দ লাভ করেন। যদিও আমার লেখা ততটা ভাল নয় এটাতো বুঝতে পারবেন তার মহৎ কাজের স্বীকিৃতির জন্য লেখা । তাতেও বিরক্ত না হয়ে নিজেকে আরও মেলে ধরার চেষ্টা করবেন মহৎ কাজে মানব সেবায় সে কামনায় লেখা ।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০২
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ জন্মদিনে নীলদাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ কবিভাই আপনাকে বিষয়টি সামনে আনার জন্য।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনাদের সুন্দর কমেন্টে দাদা অনুপ্রাণিত হবে আমার কবিতার ঘাটতি আপনাদের চমৎকার মন্তব্য পুষিয়ে দেবে বলে আমার বিশ্বাস। রাফাত নূর শিপু ভাই আমিনুর ভাই জাদিদ অন্যমনস্ক শরৎ মাগুর রুবাইয়াত এমন অনেকের কথা মনে পড়ে কবিতা লেখার সময় । তারা সমাজসেবায় নিয়োজিত দেশটা কলুষমুক্ত করতেও তাদের প্রচেষ্টা শ্রদ্ধার দাবী রাখে ।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন ।
এবং কবি আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা লেখার জন্য।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
ব্লগার নীলসাধুকে জন্মদিনের শুভেচ্ছা
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৩
ইসিয়াক বলেছেন: এবার থেকে শুধুই অনুরাগ
এবার থেকে শুধুই আদর সোহাগ ...............।
চলুক তবে ,আমরা না হয় একটু চা পান করে নেই । আসুন সেলিম ভাই ......... ।
শুভকামনা