![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার ন্যায্য দাবি,
-___________অন্যায্য কোন কারণে —যদি!
পূরণ করিতে না পারো—লজ্জা কি পাওনা তুমি!
_________________অথবা সংকুচ বোধ!
নাকি তার—সবটুকু দায়ভার —শুধু প্রেম ঘিরে আমাদের দু’জনার।
এটাতো কাম্য নয় কিংবদন্তী প্রেমে; প্রেম, সেতো অমোঘ শক্তির আধার
ভাঙা কাচের মত—সব বাঁধা ভেঙে চূড়ে..
তোমার অপরূপ রূপে শুধু আমারি অধিকার;
তাজা কলমের আঁচড়ে সুতীব্র আর্তনাদে অপরূপ শব্দের সুষমায় সুশোভিত—কাব্যিক জ্যোস্নায়।
তুমি যেন ক্রমাগত বহু কাঙ্ক্ষিত পূর্ণিমা চাঁদ —এই জীবনে হায়!
যেন পারিবে না কেহ ছিনিয়ে নিতে আর—্এ হৃদয় থেকে!
তোমাকে ভালোবেসে এই হৃদয় যেন আজ অনন্ত আকাশ—অসীমের বিলাসিতায় ঋদ্ধ ।
তুমি কী তবে এখনো উদ্ধত!!— পড়িয়া ভ্রান্তির কড়াল রোষানলে।।
হয়তো বুঝে গেছো—এত দিনে কী পেয়েছো কী হারিয়েছো; প্রেমের সাধনায় লজ্জা করিতে নাই!
তাহলে যে হারাতে হয় অনেক !!
নাকী বুঝিবে অবশ্যম্ভাবী আগামীতে শরৎ শেষে আসন্ন হেমন্তের নবান্ন উৎসবে অথবা তারও পরে হাড়কাঁপানো শীতে,
প্রচণ্ড পরাভবে! এ ছিল আমার ন্যায্য দাবি...
সেই অধিকার থেকেই বলছি বলেছি—তুমি যে শুধু আমার; শত সা ধ না র ধন
অনেক সুখের অনেক দুখের অটুট বন্ধন—সংগত কারণে আমার একচ্ছত্র ন্যায্য অধিকার;
সতত, ভ্রমর যেমন ফুলে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: শরীরের বিভিন্নস্থানে অযাচিত ব্যথা ও সেরে যাবে ক্ষণ। দুই মাস পার হলে বলতে পারবো খুব বাঁচা বেচে গেছি ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০১
ইসিয়াক বলেছেন: সুন্দর
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: আবারো একটু পরিবর্তন এনেছি—আর করবো না। কবিতাটি কেন যেন অনেক বার পরিবর্তিত হলো। স্বতস্ফূর্ত ভাবে। পরিবর্তনও আমি করিনা বলতে পারি সে—ই করায় । এটি আমার কাছে একটি বিশেষ কবিতা হয়ে থাকলো ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২০
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: আবারো একটু পরিবর্তন এনেছি—আর করবো না। কবিতাটি কেন যেন অনেক বার পরিবর্তিত হলো। স্বতস্ফূর্ত ভাবে। পরিবর্তনও আমি করিনা বলতে পারি সে—ই করায় । এটি আমার কাছে একটি বিশেষ কবিতা হয়ে থাকলো ।
আসলে লেখা মনের মতো না হলে পরিবর্তন করতেই হয় । সেটাই নিয়ম। আমিও আমার পুরনো লেখাগুলো সময় সুযোগ পেলে এডিট করবো ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আমারো করতে হবে।সব মিলিয়ে হাজার দুয়েক কবিতা । ১৫শটি পরিবর্তন করতে হলে নতুন কবিতা লিখবো কখন। প্রতিদিন কবিতা লিখতে গিয়ে আমার আর কবিতা পান্ডুলিপি করা হয়ে ওঠে না ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কি হয়েছিল ? উপরের মন্তব্যে লক্ষ্য করলাম।
আপনার কবিতায় মুগ্ধতা। অধিকার অটুট থাকুক।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার ডেঙ্গু হয়েছিল। আই ওয়াজ গোয়িং টু ডাই।
চমৎকার কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: হায় হায় আপনার ডেঙ্গু?? এখন কি অবস্থা??
তারপরও এই শরীর নিয়ে চমৎকার কবিতা লিখে যাচ্ছেন!!!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
মাহমুদুর রহমান বলেছেন: বেশ!
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: দাদা, আপনার ডেঙ্গু হয়েছে ?
এখন কেমন আছেন?
অবশ্যই জানাবেন।
কবিতা ভালো লাগলো।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
দৃষ্টিসীমানা বলেছেন: ডেঙ্গুর বড্ড বাড় বেড়েছে , মশার ঔষধেও কাজ হচ্ছে না আর আবহাওয়াটাও ডেঙ্গুর দলে ভিড়েছে । আল্লাহ্ আমাদেরকে রক্ষা করুন ।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪
রুপ।ই বলেছেন: দারুন কবি।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার শরীর এখন কেমন?