নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আহা!!!

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

আহা!
কী যে সুন্দর সকাল!
রৌদ ওঠেছে, দখিনের বাতায়ন দিলাম খুলে
এক টুকরো সোনারোদ পৃথিবীটা তাই
আলোক ঝলমলে,
আহা লাগে কী যে মিষ্টি!
স্বপ্নঘোর কেটে গেছে!
কেন যেন মনে এক অযাচিত বিষন্নতা;
হয়তো তুমি পাশে নেই তাই।
কেটে গেছে গতরাত___ স্বপ্ন সঙ্গমে,
তবু বিষন্নতা রতিসুখ মেখে চলে গেছে প্রেম
কেন যে ঘুম ভেঙে যায়!
বাকি সবই তো আছে,
শীতের এই আকাশে_ কয়টা উড়ছে মাথার উপরে
আমার কথা গুলো কেবল পাখি হয়ে যায় উড়ে
আসেনাকো ফিরে আর; তুমি নিরুত্তর তাই।
পাখির কলতান, দাড়কাকের ডাক
ঝিরঝির হাওয়া,
কয়টা বৃক্ষ পাতাঝরা
বাকি সব ঠিকইতো আছে,
শীতেরা এমনি হয়,
ঝরে পাতা ঝরে স্মৃতি বিষন্নতা,
গজাবে নতুন পাতা নতুন সম্ভাবনায়
এই তো কদিন পর,
আমাদেরও দেখা হবে কোন এক চাঁদনী পসর__রাতে;
আমরা মিলে যাবো তো কপোত কপোতীর মত,
আমরা এক হবো__ কালোত্তীর্ণ এক প্রেমে।
মিলনেই সুখ বিরহ নয়,
তুমি আমি মিলে যেন সৃষ্টি হয়
সুন্দর একটি কাঙ্ক্ষিত সকাল, প্রতিদিন
ভোরের আবির মেখে,
আমরা দেখবো পৃথিবী
দুজনার দুটি চোখে চোখ রেখে
অপ্রগলভ ভালোবাসায় ।


মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোন কম্যুনিস্ট নেই।

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: থাকতেও পারে। বলা যায় না ।

২| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০০

এস সুলতানা বলেছেন: আসাধারণ মনোমুগ্ধকর প্রকাশ

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুপ্রাণিত -----------

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩

সোনালী ডানার চিল বলেছেন:


ঝরে পাতা, ঝরে স্মৃতি, বিষন্নতা’
দারুন বলেছেন কবি!

শুভেচ্ছা রইল

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখনশৈলী

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.