নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কীভাবে যে সময় চলে যায় কতো দ্রুত!
তবুও কীভাবে যে কাটে ক্ষণ হায়____তুমিহীনতায়,
তুমি যদি বুঝিতে তুমিহীন ক্ষণ
মম প্রাণে বিভীষিকা যেন মরণসম,
তাইতো তোমার হৃদয়ের কড়া নাড়া রোজ !
প্রেম নয়তো বিড়ম্বনা !
তুমিইতো বলেছিলে
প্রতিদিন যেন লিখি একটি করে
যেন বলি কথা নিত্য করে
শুধু তোমার সনে ..
সেই থেকে আমি তোমার একান্তই অধিকারে।
সেই থেকে আজ অবধি আমাদের পথচলা
আপন কক্ষপথে কতটুকু বিচ্যুতি আমার
তোমার পরিমাপে
আমিও মানুষ আমারও আছে সীমাবদ্ধতা
তবুও তুমি বলো
কতটুকু পেলে ফাঁক আমার অনন্ত প্রচেষ্টায়
কত জল যে গড়ালো কতোদিন কতরাত
কতো বাঁধা গোলক ধাঁধা কতোশত উৎপাত
তবুও কেন মনে হয় তুমি যেন বুঝোনি
হয়তো খুজোনি অপার সম্ভার হৃদয়ে আমার
কখনো হয়তো দাওনি ডুব সাঁতার
অগাধ বিশ্বাসে জানতেও চাওনি..
প্রেমহীন মানব জীবনের কি আছে মানে?
আমাকে তাড়িত করে প্রেমস্মৃতি
আহা মরি মরি কি মধুর অনুভূতি!
আমি শুধু এই হৃদয়ের কথা শুনি
তুমি শুধুই যে আমার
বাকি টুকু ছল হয়তোবা চোখের ধূলো...
তোমার কথা ভাবলেই
পেটের উপর উড়ে যেন রঙিন প্রজাপতি
ভুল গুলো তাই ক্ষমা করে দিও
ব্যর্থতাটুকু হয়তো আমারই শুধু জানি
এখনো হয়নিকো শেষ,
তোমার আমার জীবনের লেনদেন।
অপূর্ণতার শূন্যতা ভরে দেবো তোমার,
স্বপ্নলোক থেকে শব্দ এনে প্রকাশিবো
উদাসীর বাসন্তী পাখি
তুমি পড়ে নিও..
তুমি মর্মে মর্মে বুঝে নিও..
কষ্টিপাথরে তুমি যাচাই করে নিও..
ভুল বুঝোনাকো আর
এ আমার সীমাহীন ধৃষ্টতা নয়;
এক সাগর পরিমাণ প্রেম
তুমি তার সবটাই শুষে নিও
এক ফোটা অবশেষ
যেন আর না-ই থাকে ।
নিসঙ্কোচে আমার এই কলমখানি
তুমি নিয়ে নিওগো তোমার কুসুম কোমল কোঠরে
রক্তজবায় পানের পাতায় ____প্রেম স্নানে
নগ্ন পায়ে ভোরের শিশির তুমি মেখে নিওগো।
তোমার উপস্থিতি এই বুভুক্ষু হৃদয়ে
খুব করে তুমি জানিয়ে দিও গো,
মম হৃদয়ে যে গভীর ক্ষত
যাদুর পরশে তুমি প্রশমন করে দিওগো...
২| ০৩ রা মে, ২০২০ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। দিয়ে দেবো।
৩| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:১০
সাইন বোর্ড বলেছেন: শুদ্ধ প্রার্থণা, আমরা সবাই যেন প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি ।
৪| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: ইদানিং কি আপনি বিষন্নতায় আছেন?
৫| ০৩ রা মে, ২০২০ রাত ৮:৫৩
নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো কবিতা
৬| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৭| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর না ঠিক তা না।
৮| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৯| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:২৬
আল-ইকরাম বলেছেন: শুভ মধ্যাহ্ন। ভাল একটি কবিতা পড়লাম। বেশ ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২০ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন:
পোষ্টের সাথে ছবি দেন না কেন?? এই ছবিটা পোষ্টের সাথে দিতে পারেন।