নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে কবি! তোমার মহা প্রয়াণে
বাইশে শ্রাবণ হয়তো বৃষ্টি বিধুর ক্ষণে
যেন এক অবাক শূন্যতা নেমে এসেছিলো
সোনার বাংলায়, এই অবণীর পরে।
তাই আজও তোমায় পড়ে মনে
রিমঝিম বৃষ্টিতে— অঘোর বর্ষায়
তোমার লেখা কবিতা গান ও অপরূপ সৃষ্টিতে,
আজও যেন বাঙময় হয়ে ওঠে,
ষড় ঋতুর পরিক্রমা
এই মেঘ বৃষ্টি আলোর দেশে—সোনার বাংলায়;
আমাদের প্রেমে, হাসি— খেলায় অনন্ত যৌবনে,
জোছনা রাতে আঘোর বর্ষণে !
আজও মোর প্রিয়তমা নেচে ওঠে যেন
ময়ূরীর মত পেখম তুলে— তোমার সৃষ্টিতে।
আমরা যেন আজও দ্বাররুদ্ধ
কেবল তোমার আহ্বানে সাড়া দিয়ে
তুমিই তো বলেছিলে কবিতার ছলে
‘‘ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে
নীল নব ঘনে আষাঢ় গগণে
তিল ঠাঁই আর নাহি রে”
মরেও অমর তুমি যেন আমাদের প্রাত্যহিক জীবনে।
তুমিই শিখিয়েছিলে অব্যর্থ প্রেম নিবেদন,
‘‘তুমি তাই আমারও পরাণ যাহা চায়” বলে
তুমি যেন অব্যর্থ হাতিয়ার
আমাদের দূর্বার প্রেমে।
শ্রদ্ধাঞ্জলি তোমায়,
হে কবিগুরু অনেক প্রিয়,
আজিকার এই দিনে তোমার মরণে
তোমার স্মরণে, তোমার বরণে।
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ।
২| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২১
ইসিয়াক বলেছেন: শ্রদ্ধাঞ্জলি হে কবিগুরু
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২২
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ।
৩| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধাঞ্জলি
সুন্দর হয়েছে
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: পাওয়ার পয়েন্টে নিজে করে নিলাম প্রিয় কবিগুরু বলে কথা । অনেক ধন্যবাদ কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ।
৪| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৩
দেবদাস বাবু বলেছেন: দারুন লিখেছেন
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে ।
কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি
৫| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১১
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অশেষ শ্রদ্ধা বাংলা সাহিত্যের সবচেয়ে দুর্ধর্ষ প্রতিভার প্রতি।যতই অপপ্রচার হোক আর যতই ষড়যন্ত্র হোক তাকে মুছে ফেলার,সব পণ্ড হবে।গুরুদেব অমর।
আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা লেখার জন্য।
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ও ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।
৬| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: অতি চমতকার কবিতা। খুবই ভাল লাগলো।
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৮
সেলিম আনোয়ার বলেছেন:
৭| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
বাংলা ভাষাকে বিশ্বের বুকে পরিচিত করে গেছেন।
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি বাংলাভাষাকে তিনি এগিয়ে দিয়েছেন ৩০০ বছর । তিনি আমাদের বাঙালি জীবনের অবিচ্ছেদ অংশ যেন ।
৮| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
ঢুকিচেপা বলেছেন: কবিগুরুর স্মরণে শ্রদ্ধাঞ্জলি রইল।
১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবিগুরুকে শদ্ধা নিবেদনে
৯| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই,
আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি - অনেক অনেক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান “গ্রাম ছাড়া ঔ রাঙা মাটির পথ অথবা কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে” যদি না থাকতো তাহলে হয়তো গ্রামকে কতো ভালোবাসি তা প্রকাশ করার ভাষা ভাই আমার জানা থাকতো না। কবিগুরু ভাষা দিয়ে সহজ করেছেন তাই ভালোবাসা প্রকাশ করতে পারছি। এই মহামানবের জন্য অনন্তকাল ধরে শ্রদ্ধাঞ্জলি থাকবে।
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য ভালোবাসা থাকবে অনন্তকাল - মহাকাল।
১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার ঠাকুর মাহমুদ আপনার কমেন্ট যেন একটা পরিপূর্ণ পোস্ট । দারুন একখানি কমেন্টের জন্য অশেষ কতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১০| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৬
নাসরীন খান বলেছেন: চমৎকার।শ্রদ্ধা কবিগুরু।
১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ ও কতজ্ঞতা কবিগুরুকে শদ্ধা নিবেদনে।
১১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৬
নাসরীন খান বলেছেন: চমৎকার।শ্রদ্ধা কবিগুরু।
১২| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: কাব্য ও কথায় চমৎকার শ্রদ্ধাঞ্জলি। ++
শুভেচ্ছা প্রিয় কবি ভাই কে।
১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবিগুরুকে শদ্ধা নিবেদনে।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: শ্রদ্ধাঞ্জলি তোমায় হে কবি