নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পুণশ্চ সুবিবেচনা,
আবারো কী বিনিদ্র রা—ত যাবে কেটে ?
তোমার আমার অবুঝ প্রেমে
হিসেব করে বলোতো দেখি
কতো গুলো রাত এভাবেই গেলো কেটে
—একান্ত অনুভবে।
সুবিবেচনা,
মনে হয় সুদীর্ঘ এক কোটি বছর
চলছে যেন এভাবেই—
জানি না এর শেষ হবে কবে
আসবে কবে সঙ্গম আনন্দ প্রহর—উৎসব মুখর ক্ষণ।
শুধু জানি কেবল তোমার আমার সঙ্গমেই
পূর্ণ হবে— পরিপূর্ণ এক একটি কক্ষপথ
আমরা পুতপবিত্র হবো প্রেম স্নানে
নইলে যে গ্রাস করে ফেলবে অসুরেরা সব।
সুবিবেচনা,
তোমার পূর্ণতা শুধু আমায় বুকে লয়ে
অযথা কালক্ষেপন করো না
কালোত্তীর্ণ এক প্রেমে
মম প্রেমের উদাত্ত আহবানে।
কত কাল গচ্ছিত রাখিবে বলো ?
তব সাত রঙা আয়োজন দেহের ভাঁজে
যা কিছু আমার তরেই নিবেদিত
যক্ষের ধনের মতো আগলে রেখেছো
সুদীর্ঘ এককোটি বছর!!
মম প্রেম স্পৃহা কতো মায়া বুকে লয়ে।
স্বার্থকতা তব নিহিত মম বাহুডোরে
ফুলেল শয্যায় অনন্ত প্রেম সাধনায়।
সুবিবেচনা,
আমাদের ছায়াপথে কত নক্ষত্রের মেলা
তারি মাঝে শুধু তুমি- আমি ব্যতিক্রম
পরস্পর সম্পূরক কাব্য যেন এক
অনেক ভালোবেসে।
সুবিবেচনা,
আর ক—তো রাত ?
এভাবে কাটবে একা— চলনা দোসর গড়ি।
আমরা দুজনে, একদেহ দুই প্রাণ এক সত্তা হয়ে
তুলো ছিন্ন বীণা —উৎসব মুখর ক্ষণ
চলো করি বিরচণ তুমি আমি দুজনে মিলে..
১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই কখনো কি হবে? হয়তো হবেই হবে। প্রথম কমেন্টে অনেক ধন্যবাদ।
করোনা কি শেষ হবে?
২| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৩| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৭
স্প্যানকড বলেছেন: " শুধু জানি কেবল তোমার আমার সংগমেই পূর্ণ হবে---পরিপূর্ণ একটি কক্ষপথ। " অসাধারণ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: " শুধু জানি কেবল তোমার আমার সংগমেই পূর্ণ হবে---পরিপূর্ণ একটি কক্ষপথ। " অসাধারণ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
এক একটি হবে শব্দ ছুটে গেছে।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
এখনো মিলন হয়নি, কখনো কি হবে?