নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অনির্বাণ দ্রোহ আর সুতীব্র প্রেমে
চিরো ভাস্বর যেন তুমি—হে বঙ্গবন্ধু।
তাইতো আজও আছো বেঁচে
আপন মহান কর্মমাঝে— আরও অনন্ত কাল থাকবে বেঁচে
পদ্মা মেঘনা যমুনা বদ্বীপে।
ইতিহাসের নির্মম তম হত্যাকান্ড
হয়েছিলো এইদিনে—বঙ্গবন্ধু সপরিবারে নিহত
তার স্মরণে, আমরা গোটা জাতি যে শোকার্ত আজি
ধীক্কার জানাই ঘৃণ্যতম এ বর্বরতায়।
বঙ্গবন্ধু প্রাণের নেতা —বিনম্র শ্রদ্ধা জানাই।
হানাদার দোসর ধূসর কাব্যে
মলিন সেদিন যেন সমগ্র স্বদেশ—
শুনশান নিরবতায় মৃত্যুপুরী এক
বঙ্গবন্ধুর দেহ সেদিন,
যেন একটি নদী, জনকের পবিত্র রক্ত বহে
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি নিরব সিঁড়ি
ছোপছাপ রক্তে ঘরের মেঝে
স্বাধীন বাংলাদেশের এক মানচিত্র এঁকে।
কবিতা তাই হয় যে লেখা
বঙ্গবন্ধু ছিলনা কবি তবু তার
কন্ঠ থেকেই বের হতো সব অঝোর কবিতা
স্বাধীনতার স্বপ্ন মেখে—
স্বপ্নচারী ভীষণ দ্রোহী গভীরতম এক স্বদেশপ্রেমে।
যারা ভেবেছিলে তাদের এহেন ঘৃণ কর্মে
বঙ্গবন্ধু সপরিবারে নিশ্চিহ্ন হলো
তারা আজ কোথায় গেলো?
ঘৃণার এক আস্তাকুড়ে—তাদের আবাস
বঙ্গবন্ধু যেন কোটি বাঙালির হৃৎপিন্ড আজ
চেতনা হয়ে বহে যেন তাই
প্রতিটি বাঙালির রক্তকনিকায় ধমনী শিরায়।
আমরা সবাই মুজিব হবো শ্লোগানে তাই
আজও মুখরিত স্বাধীন বাংলাদেশ।
এইদিনে তোমাদের স্মরি বিনম্র শ্রদ্ধায়;
তোমরা যারা জীবন দিলে বঙ্গবন্ধুর দোসর হয়ে।
সতেরোজন সহযুদ্ধা হে
—আ্মরা সবাই ভীষণ রকম শোকার্ত আজি
গোটাজাতি দিবানিশি মাস জুড়ে..
শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই দেশগঠনে
তোমাদের আত্নত্যাগে প্রাণ উৎসর্গে
এমনি করে তোমরা যেন থাকো বেঁচে
অনন্তকাল আমাদের মাঝে বিজয়ীর কেতন উড়িয়ে
স্বাধীনতা যে এক অপরাজিত ফুল
এমন গভীরতম নীল বেদনাতে
বঙ্গবন্ধু সহ সতের শহীদ তোমাদের স্মরি আজ অসীম শ্রদ্ধায় গভীর শোকে....
ছবি: নেট
১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।
২| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৩| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য প্রকাশ
১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে নিয়ে আপনার লেখাগুলো আমাকে বিভ্রান্ত করে; কারণ, আপনি জিয়াকেও সাপোর্ট করেন।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধু একজন ঢাবিয়ান। বিশ্ববিদ্যালয়ের বড় ভা ই । একই আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা্ । বঙ্গবন্ধু আমাদের গর্ব। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেমন? আজকে আবার এক সম য়ের তুখোর নেতা সানাউল হক নীরু ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোতে ফেসবুক বন্ধু হলাম।
যাইহোক বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধুর জন্য ।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫১
বিজন রয় বলেছেন: +++++