নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এখনো যে ঢের বাকি—
কল্পনার ফানুস এঁকে গন্তব্যে দু'চোখ রাখি
অপার মিথোজীবিতায় যেতে যে হবে বহুদূর
চলার পথে আসলে আসুক বাঁধা—
পেরোতে হয় যদি দূর— অথৈ সমুদ্দুর
ভয় কী
তোমাদের কাঁধে মোর কাঁধ সযতনে আছে যে রাখা ।
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে প্রগাঢ় বিশ্বাসে
চলার পথে সব বাধা জয় করে দৃঢ় প্রত্যয়ে
পার হয়ে যাই যেন—
বন্ধুর পথ, দুস্তর পথ— ধুধু মরুভূমি আর কাঁদা ।
শুধু ভাবি এতোদিনে অর্জন কতটুকু
তোমাদের তা আছে জানা
আনন্দ অনুভবে অনন্ত গৌরবে
মোর কাব্যিক ভ্রমণে তোমরা সতত সঙ্গী যারা
কতটুকু পেরেছি কতটুকু পারবো
মোদের ভালোবাসার গৃহখানি অটুট রাখবো
জানি না জানি না।
শুধু জানি তোমাদের ভালোবাসতে অনন্ত শুভকামনায়..
যেতে যে চাই বিস্তর পথ— তোমাদের লয়ে সাথে
ভেদাভেদ কাব্য সব পদদলে— মিলনমন্ত্রবলে
চাই শুধু তোমাদের প্রার্থনা শুভকামনা;
তোমার ভালোবাসা।
স্রষ্টার অপার কৃপায়
ভালো থেকো সাথে থেকো
তোমরা সবে— অনুভবে বাস্তবে
সতত সহযাত্রী হে —প্রচন্ড পরাভবে
মনে রেখো আমিও একজন অতি সাধারণ—মানুষ
তোমাদেরই একজনা ...
বি. দ্রষ্টব্য। বর্তমান কর্মস্থলে এগারো বছর পূর্তি হলো গত ১০/০৫/২০২২ খ্রি. ব্লগেও দশ বছর পূর্তি হয়েছে ফেসবুকে চৌদ্দ বছর । ব্লগে আমার পরিসংখ্যান পোস্ট করেছি: ১৫৮৮টি,মন্তব্য করেছি: ৩৮১৬২টি,মন্তব্য পেয়েছি: ৩৭১০৬টি,ব্লগ লিখেছি: ১০ বছর ১ মাস,অনুসরণ করছি: ৭২০ জন,অনুসরণ করছে: ৪৩২ জন । ব্লগবেলায় রাজাকারদের বিচারের দাবিতে সব থেকে বেশি কবিতা ব্লগে আমারই, করোনা কালে করোনা নিয়ে প্রথম কবিতা আমারই লেখা। ব্লগে বন্যার্তদের সহয়তা , শীতবস্ত্র বিতরণ প্রভুতি বিষয়ে সংযুক্ত থাকার চেষ্টা করেছি যথাসাধ্য। চলার পথে ভুল ভ্রান্তি যদি থাকে আপনারা সহব্লগারগন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্লগজীবন হে অভিনন্দন সুস্বাগতম খোশ আমাদেদ । যারা কমেন্ট করে লাইক দিয়ে ভালোবেসে আমার সাথে প্রেরণা হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা। আপনাদের এই সঙ্গে থাকার সোনার চেয়েও দামি ।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা।
২| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১০
অপ্সরা বলেছেন: বাহ ভেরী গুড ভাইয়ু!
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: শায়মার কমেন্ট থাকলে আরও ভেরী গুড হতো। শায়মার উপস্থিতি ছাড়া সেলিম আনোয়ারের বর্ষপূর্তি পোস্ট কেমন যেন অসম্পূর্ণ ডানা ভাঙা পাখির মতো।
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৪
নজসু বলেছেন:
অভিনন্দন প্রিয় কবি।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৮
ইসিয়াক বলেছেন: অভিনন্দন প্রিয় কবি।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ইসিয়াক। নিরন্তর শুভকামনা ।
৫| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার জন্য শুভ কামনা সেলিম ভাই।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা ।
৬| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন প্রিয় সেলিম আনোয়ার ভাই।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মরুভূমির জলদস্যু
৭| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৫
গেঁয়ো ভূত বলেছেন: অভিনন্দন!
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
৮| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৭
জুল ভার্ন বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা ❤️
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন শুভকামনা ।
৯| ০৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: অভিনন্দন।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ব্লগে সুস্বাগতম ।
১০| ০৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০১
শেরজা তপন বলেছেন: এখনো যে ঢের বাকি—
কল্পনার ফানুস এঁকে গন্তব্যে দু'চোখ রাখি
অপার মিথোজীবিতায় যেতে যে হবে বহুদূর
চলার পথে আসলে আসুক বাঁধা—
~এই অংশটুকু আপনার আমার সবার মনের কথা। জানিনা কে কতটুকু পথ যেতে পারব। সব বাঁধা পেরিয়ে আমরা যেন আমাদের গন্তব্যে পৌছুতে পারি।
অভিনন্দন। ভাল থাকুন কবি।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: গন্তব্যে পৌছে যান সেই শুভকামনা ।
১১| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
যতো বাঁধাই আসুক, অফুরন্ত সমুদ্দুর ডিঙিয়ে আরও বিস্তর পথ যেন পেরিয়ে যেতে পারেন তেমন মঙ্গলাকাঙ্খা রইলো!
শুভেচ্ছান্তে।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য ও শুভকামনা ।
১২| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৭
মুক্তা নীল বলেছেন:
প্রিয় কবির জন্য অনেক অনেক শুভকামনা ।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা ।
১৩| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৮
কামাল৮০ বলেছেন: আরো অনেকদিন থাকুন আর আমাদের ভালো ভালো কবিতা উপহার দেন।মন্তব্য না করলেও আপনার কবিতা নিয়মিত পড়ি।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কৃতজ্ঞতা ।
১৪| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন আপনাকে।
১৫| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩০
কালো যাদুকর বলেছেন: অভিনন্দন প্রিয় কবি।
হয়তো একদিন এই ব্লগ থাকবে না,
তবে আপনার কবিতার প্রভাব সব সময়ই থেকে যাবে।
১৬| ০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৬
অপু তানভীর বলেছেন: লম্বা একটা সময় আমরা একই প্লাটফর্মে রয়েছি । ১০ বছর কিন্তু অনেক লম্বা সময় ! অভিনন্দন ।
১৭| ০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১২
মিরোরডডল বলেছেন:
কর্মজীবন এবং ব্লগ, দুটোতেই দীর্ঘ পথ চলার জন্য অভিনন্দন !
১৮| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্ষপূর্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আগত দিনগুলোতেও নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকুক এই পথচলা। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ, কবি ভাই।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।