নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসেছে ডিসেম্বর— মহান বিজয়ের মাস,
বাংলার আকাশে বাতাসে চারিদিকে
তাই উদ্দীপনা উচ্ছ্বাস আনন্দ উল্লাস
বাঙালির ঘরে ঘরে, কুযাশার চাদর পড়ে
অনন্ত গৌরবে রক্তগোলাপের সৌরভে
নব উজ্জীবনী কবিতা গান হয়ে
যেন আসে প্রতিবার বিজয়ের সেইদিন
মন তাই স্বপ্নরঙিন— প্রজাপতি
আমরা যে মুক্ত বিহঙ্গ —আজি
লাল সবুজ পতাকা তলে
পতাকা উড়ে পতপত করে উত্তরে হাওয়ায়
পদ্মা মেঘনা যমুনা অববাহিকা
ছাপ্পান্ন হাজার বর্গমাইল ব্ঙ্গীয় ব-দ্বীপ
স্বাধীন সা্র্বভৌম পবিত্রতম ভূখন্ড
পৃথিবীর বুকে— আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে
হে সুপ্রিয় মাতৃভূমি জন্মভূমি
তোমারে স্বাগত জানাই।
আসিতেছে সেই মহেন্দ্র ক্ষণ
বিনম্র শ্রদ্ধা তাই— লাখো শহীদ স্মরণে বরণে
আরও যারা কারিগর চেতনার বাতিঘর
যাদের আত্নত্যাগে শ্রমে ঘামে রক্তে
আমরা আজি স্বাধীন বীরের জাতি
বিনম্র শ্রদ্ধা ভালোবাসা করি তাই নিবেদন
তাদের তরে— এসেছে যে বিজয়ের মাস মহান ডিসেম্বর
আহা কি আনন্দ— মোদের প্রাণে মনে
হে মহান বিজয় তোমারে সুস্বাগতম— অনন্ত বন্দনায়..
০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীন দেশ হওয়াতে আমাদের অর্জন অনেক। তবে রাজনীতির দুষ্টচক্র অনেক সময়ই সবকিছু প্রশ্নবিদ্ধ করে তোলে। সততা দেশপ্রেম আর পরিশ্রম কাঙিক্ষত লক্ষ্যে একদিন পৌছে দেবে।
যা মন চায় তা সব সময় বলা যায় না। তবে যতটুকু প্রাসঙ্গিক যতটুকু দরকার ততটুকু বলার অধিকার স্বাধীন দেশের নাগরিকরা ভোগ করে।
ধন্যবাদ কমেন্টে ।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়ে কি পেলাম? স্বাধীন দেশ?
এই স্বাধীন দেশ দিয়ে কি করবো? যা মন চায় বলতে পারি না। শত বাঁধা।