নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এখনই সময়, ঘুরে দাঁড়াবার!!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২২



এখনই সময়, ঘুরে দাঁড়াবার—
এখানে নেই যে কিছুই হারাবার,
এখানেই হতে পারে যে জীবনের সেরা অর্জন।
এখানেই আসল খেলা সবখানে তর্জন গর্জন শেষে
বিশ্বের সেরা আসর যে—এটাই
তাইতো জমেছে তারার মেলা।
যেন শত জনমের তপস্যায় এমন সুযোগ মেলে
কাপুরুষ ভীরুজনের জীবনের কী মানে?
আসুক যত বাঁধা—গোলক ধাঁধাঁ
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে ভাঙা কাচের মতন
ভেঙে যাক নিমিষেই তবে—
বিজয়মাল্য গলে
ধ্বংসাবশেষ থেকে হোক তব নব চিরো উত্থান
ফিনিক্স পাখির মতো
ঢের বেশি শক্তি নিয়ে সব বাঁধা পেরিয়ে
হয়ে যাক গোল নির্ভুল লক্ষ্যভেদী প্রচেষ্টায়।
অতীত ব্যর্থতা সব হয়ে যাবে যে ফিকে
আজ রাতেই তবে হোক শুরু আসল খেলা সাফল্যের পথে
বিশ্বজয়ের কাঙিক্ষত উপাখ্যান—জয় যাত্রা;
বিশ্বজয়ের শপথ লয়ে।
আর নয় বসে থাকা— লাখো মানুষের ভালোবাসা মাখা
হে সেনাপতি, এবার চলো হে,
খরস্রোতা নদীর মতো ভেঙে গুঁড়িয়ে দিয়ে
চলার পথের সকল বাঁধা
দৃঢ় প্রত্যয়, অসীম সাহস বুকে লয়ে ।
কালবিলম্ব আর নয় এইবার জমবে যে খেলা
এইবার তারার মেলায় মুখরিত আকাশে
. তুমিই যে সেরা তারকা অনন্য যোগ্যতায়
বিশ্ববিজয়ীর মুকুট তোমাতেই যেন পায় শোভা..
সতত, এই শুভ কামনা মনে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: নেইমারকে ছুলেও পড়ে গিয়ে গড়াগড়ি দেয়ার অভিনয় বাদ দিতে হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: চিকিৎসকের পরামর্শমতই করে। অভিনয় কে না করে? অনেক পেনাল্টিই তার মিস হয়ে যায় অভিনয় মনে করে। পেনাল্টি কিকে তিনিই সেরা।তিনিই সেরা প্লে মেকার। তার অসাধারণ খেলা দেখার অপেক্ষায়। বিশ্বকাপ ব্রাজিল টিমের খেলোয়াড়দেরই মানায় ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশা রাখছি ...

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অমন সুন্দর আশাবাদ ব্যক্ত করার জন্য । ক্যামেরুনের বিপক্ষে নেইমারের না খেলাই ঠিক আছে। ১৯৯০ এ ম্যারাডোনাকে ফা্‌উল করতে করতে ক্যামেরুন বলতে গেলে পঙ্গু করে দিয়েছিলো।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০২

সাহাদাত উদরাজী বলেছেন: খুব একটা সহজ কাজ নয়!

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পরে ব্লগে সুস্বাগতম সাহাদাত উদরাজী । বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা কখনই সহজ কাজ নয়। তবে এবারের ব্রাজিল টিমকেই মানায় বিশ্বকাপ ট্রফি হাতে। দারুন খেলছে রেড ডেভিল নেদারল্যান্ড, ইংল্যান্ড পর্তুগাল ফ্লান্স আর্জেন্টিনা জাপান ব্লা ব্লা ব্লা....।

প্রিয়তম টিম কিন্তু একটাই সেটা হলো ব্রাজিল। দূর্দান্ত খেলছেন মেসি রোনাল্ডো এমবেপে।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৪

নেওয়াজ আলি বলেছেন: ক্যামরুনের সাথে হেরে ব্রাজিলের এই আসরে সৌন্দর্যহানি ঘটেছে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি এটা তো আর ইতিহাসে লেখা থাকবে না যে ব্রাজিল বি-টিম ক্যামেরওনের সঙ্গে হেরেছে বিশ্বকাপের আসরে। ব্রজিল অপরাজিত থেকে নকআউট পর্বে যেতে পারতো ।

কমেন্টে ধন্যবাদ ।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০০

জগতারন বলেছেন:
এবারের বিশ্বসেরা আর্জেন্টিনা !

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: এবারের অন্যতম শক্তি শালী দল আর্জেন্টিনা হলেও সব থেকে সেরা বলা যাচ্ছে না । কোয়ার্টার ফাইনালের আর্জেন্টিনার প্রতিদন্ডি নেদারল্যান্ড এবার তাদের চেয়ে ভালো পারফর্মার। ভালো খেলছে ইংল্যান্ড । শক্তির বিচারে ভালো দল ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড নেদারল্যান্ড,স্পেন, আ্র্জেন্টিনা,পর্তুগাল। ব্রাজিল ফ্রান্স প্রথম পর্বে শতভাগ সফল না হলেও দল হিসেবে দারুন শক্তিশালী। ফ্রান্স- ইংল্যান্ড ম্যাচ আর্জেন্টিনা- নেদারল্যান্ড ম্যাচ হলে ম্যাচের ফলাফল বলে দিবে কার শক্তিমাত্রা কত। আর জাপানকেও খাটো করে দেখার কিছু নেই তাদের পারফর্মেন্স উল্লেখ করারা দাবি রাখে। শক্তিশালী ক্রোয়েশিয়াকে হারিয়ে দিলেও অবাক হবো না। তবে এবারের বিশ্বসেরা দল ব্রাজিল, যদি তার পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে পারে । আর্জেন্টিনা অন্যতম সেরা দল।

মন্তব্যে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.