নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই শুনো .
ভালোলাগে কবিতা;
লিখতে— পড়তে—শুনতে—ভাবতে
কবিতার মাঝে যেন এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে।
কবিতা তাইতো লিখি পাঠ করি
তার অলংঘনীয় প্রভাবে
ভালোবাসি কবিতার মাঝে দিতে পানকৌড়ি ডুব ।
কবিতার ঘ্রাণ লাগে এই নাকে মোর প্রাণে
অস্থি— মজ্জায়— স্নায়ুতে, এইখানে।
মনে হয় কবিতায় করেছিলে জয়
অবলা এ হৃদয়— অন্য কিছু তে নয়,
তেমন কোন কবিতা হলে
হৃদয়টা মোর ডানা মেলে আজও পৃথিবীটা হয়ে ওঠে বাঙময়।
যদি হয় লেখা হৃদয়গ্রাহি করে
তেমন কোন কবিতা যে এখনো পারে
একরাশ মুগ্ধতা ছড়িয়ে কেড়ে নিতে হৃদয়
যেমন করে চন্দ্রিমা রাতে ভরা শশি যেন এক ঘুর লাগা বিস্ময়।
কবি যেন এক অধিশ্বর প্রেমের মন্ত্রযপে
লিখে লিখে করে সব জয় মানব হৃদয়
কোনদিনও তা যেন হয় না লয়..
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
৩| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: আপনি একটা গল্প লিখুন। আমি দেখতে চাই যে কবতা লিখেন, সে গল্প কেমন লিখতে পারেন।
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: উত্তম প্রস্তাবনা। কিন্তু অধম তো কবিতা ছাড়া কিছু লিখতে পারে না।
৪| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৩
আমি সাজিদ বলেছেন: তেমন কোন কবিতা যে এখনো পারে
একরাশ মুগ্ধতা ছড়িয়ে কেড়ে নিতে হৃদয়
সত্যিই, চমৎকার কোন কবিতা মুহূর্তের মধ্যে হৃদয় কেড়ে নিতে পারে এখনও।
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
৫| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় মুগ্ধ , বলে যাই সংগোপনে
অব্যক্তের অন্তঃপুরে কবি উঠে জেগে,
তার পর হতে শুরু হয় কবিতা লেখা
নিজেকে ঝরায়ে চলে দুরন্ত বেগে
তার চাওয়া পাওয়া ফুটে প্রতিটি চড়নে
প্রাণের স্পন্দন জাগে সকলের হৃদয় তন্ত্রে
মর্মরিত হয় মাধুর্যের সৌরভ সম্পদে ।
কবিতার ঘ্রাণ যতটা না কবি পাসরে নীজে
প্রফুল্ল চিত্তে অপরে পান করে বেশী তার সুধা
রিক্ততাতেও লভে পরিতাপহীন আত্মপলব্দি
মিটায় জীবনযজ্ঞে প্রাপ্তি আর আপ্রাপ্তির ক্ষুধা
এমনি কবিদের সাথে হোক মোদের বিচরণ
হৃদয় মাঝারে তাঁদেরে পোষিব অতি যতনে।
শুভেচ্ছা রইল ।
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
৬| ১১ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৮
কালো যাদুকর বলেছেন: কবিরাইতো এই গদ্যময় ধরাকে সাজায় , সুন্দর করে, মহিমায়িত করে, তাঁর ভাবনাতে, তাঁর কবিতাতে।
++
Annabel Lee recitation
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। কবিরা যেন অধিশ্বর ভালোবাসার কারিগর ।
৭| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৭
রানার ব্লগ বলেছেন: চমৎকার কি আহা আহা!!
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন কবি দা
অনেক শুভ কামনা জানাই