নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে প্রভু ক্ষমা করো মোদের কৃত সকল পাপ
তুমিতো ক্ষমা করতে বাসো ভালো
আমরা করে ফেলি পাপ জেনে না জেনে
গ্রীষ্মের দাবদাহে পুড়ছে ফসল
কৃষকের প্রাণে তাই নেই কোন উচ্ছ্বাস
এ যে পবিত্র সময় মাহে রমজান
কবূল করো হে আল্লাহ মোদের এই প্রার্থনা
তুমি তো করুণাময় অশেষ দয়াবান
রহমতের বৃষ্টি এবার দাও গো ঢেলে
রিমঝিম বৃষ্টি দাও না মাবুদ মুষলধারে
শুনো মোদের এই ফরিয়াদ এখন মাঝরাত
ইয়া আল্লাহ ইয়া রব দাও গো বৃষ্টি
তোমার ঐ রহমতের অসীম ভাণ্ডার থেকে
তুমি তো কুন ফায়া কুনের মালিক
তুমিই একমাত্র করনে ওয়ালা জাত।
ও রহিম রহমান কবুল করো মুনাজাত
দাও এবার মূষলধারে বৃষ্টি
নইলে যে কৃষকের হবে ক্ষতি বাড়বে অশ্বস্তি
মোদের প্রতীক্ষার হোক ইতি
প্রচণ্ড গরমে হয়েছে মোদের নাভিশ্বাস
প্রাণের প্রিয়তমা আছে ভীষণ কষ্টে
দাও দাও দাও গো খোদা অনাবিল বৃষ্টি।
ক্ষমা করো ক্ষমা করো মোদের কৃত সকল পাপ
মোদের প্রেমের জয় হোক বসুন্ধরা ভিজে যাক
ফুলে ফলে ভরে ওঠুক তা অমিত সম্ভাবনায় বেহেশতের মতো আরাম দায়ক আবহাওয়া হোক
আমাদের সঙ্গমে প্রতীক্ষার শেষ হোক কষ্টের হোক নাশ।
২| ১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিন। প্রভু আমাদের দোয়া শুনবেন আশা করি।
৩| ১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা বৃষ্টি আসবে ইংশাআল্লহ
৪| ১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আল্লাহ রহমানুর রাহিম, তিনি বিচার দিনের মালিক। তাঁর কাছেই আমাদের প্রার্থনা তিনি আমাদের উপর রহমত নাজিল করবেন।
৫| ১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: অনেকে বৃষ্টির জন্য নামাজ পড়ছেন, প্রার্থনা করছেন। কোথাও আগুন লাগলেও অনেকে আযান দেয়। এমন কি ভূমিকম্প হলেও আজান দেয়। সহজ সরল সত্য কথা হলো- আযান দিয়ে বা প্রার্থনা করে আগুন নেভানো যাবে না। ভূমকম্প থামানো যাবে না। এমনকি বৃষ্টি আনা যাবে না। এটা হচ্ছে বাস্তবতা।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২৩ ভোর ৬:৫২
ইসিয়াক বলেছেন:
হোক বৃষ্টি। গরমে সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে।
তবে শিলা বৃষ্টি হলে আবার হিতে বিপরীত হবে। কৃষক ভাইদের ফুল ফসলের ব্যপক ক্ষতি হবে।
নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা রইলো প্রিয় কবি।