নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিতা লিখি তোমার প্রেমে পড়ে
যেন কতো যুগ যুগ ধরে ।
তোমায় ভেবে ভেবে কতো রাত যে হলো পাড়
তুমিই উপলক্ষ এনে দিতে বার বার কবিতা লেখার।
কপট অভিমানে হয়তো কখনো যেতে সরে দূরে
যেন স্পর্শের বাইরে , তোমায় মুগ্ধ করবো বলে
আমার এই অনন্ত সাধনা যায়নি গো বিফলে ।
কবিতা দিয়েছে ধরা আমার এই করে
কবিতা মোর রক্তে যেন টগবগ করে
কবিতা যেন এক বলগা ঘোড়া সতত প্রবাহিত তটিনী।
জানি ভালোবাসে নি কেউ আর তোমার মতো করে
কতো স্মৃতি কতো প্রেম কতোটা মাখামাখি
একটু আড়াল হলে পরে ভালোবেসে ডাকাডাকি
স্বপ্নের ক্যানভাসে তোমার সেই সব আঁকাআঁকি
আজও যে তোমাকেই ভালোবাসি খুব
একটু আড়াল হলে ভালো লাগে না যে পৃথিবী
গ্রীষ্মের দাবদাহ যেন হবে শেষ
তোমার আমার সঙ্গমে অটুট বন্ধনে
নিরুপমা গো কাল বিলম্ব আর নয়।
এবার হোক চোখাচোখি এবার হোক ঠুঁটোঠুঁটি
আঙুল আঙুলে খেলা হোক মিলন মেলা হোক
সঙ্গম সাধনায় ভালোবাসা কামনায় হোক পরিপূর্ণ ।
ঐ পূর্ণিমা চাঁদ।
ভালোবেসে তোমায় তাইতো কবিতা লিখি
আমাদের এই প্রেম অমর করে রাখি
ওগো মোর কবিতা মায়াবী রাত্রিটাও হবে শেষ
তোমার আমার প্রেম যে কভুও শেষ হবার নয়।
২| ১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
৩| ১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৩
অধীতি বলেছেন: প্রেম,কামনা,পূর্ণতা অসাধারণ হয়েছে।
৪| ১৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২২
জিনাত নাজিয়া বলেছেন: কবিতা যে রকমেরই হোক আমার খুব ভালো লাগে।
আপনার কবিতা খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
৫| ১৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
সুদীপ কুমার বলেছেন: বেশ লাগলো। ঠুঁটোঠুঁটি শব্দটি নতুন আমার কাছে।
৬| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০২
নীলসাধু বলেছেন: বিরাট প্রেমের কবতে লিখেছেন সেলিম আনোয়ার ভাই
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৫৩
রানার ব্লগ বলেছেন: বাহ বেশ লেগেছে।