নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঈদ মোবারক আকাশে বাতাসে
ঈদ মোবারক ধনী দরিদ্র সবার মাঝে
আনন্দ দেয় বিলিয়ে ।
একমাস সিয়াম সাধনা শেষে
আল্লাহর প্রিয় বান্দা যারা
এই রাতে বিশেষ বার্তা তাদের তরে।
এই রাত যে পুরস্কারেরহ! এই রাত যে উপহারের !
এই রাতে জাগবে যে চোখ স্রষ্টার অর্ঘ্য লাভে
সেই চোখের নেই যে মৃত্যু কোন
যখন সকল চোখের মৃত্যু হবে ।
এই রাত যে মহেন্দ্র ক্ষণ স্রষ্টার অপার কৃপায়
এই রাতে থাকে না যেন শত্রুতা কোন
এই ঈদে বন্ধু সবাই মধুর আলিঙ্গনে
এই দিনে নেই কোন ভেদাভেদ ধনী দরিদ্র
ঈদের নামাজ শেষে
সবাই যেন শিশুর মতন নিষ্পাপ হয়ে
ফিরে ঘরে এমনই এক আরাধনা
পবিত্র সিয়াম সাধনা মাহে রমজানে জনে জনে।
রহমতের বৃষ্টি ধারা তাই ঝরে যেন মুষলধারে
ঈদ মুবারক বন্ধু সুহৃদ সকল জনে
ঈদ মুবারক প্রিয়জন প্রিয়তমা
হে আল্লাহ করো কৃপা করো ক্ষমা
মোদের সকলের তরে
ঈদ উল ফিতরের বরকতে
বালা মুসিবত খরা সব করো দূর
এই মোদের প্রার্থনা।
___________
ঈদ মুবারক সব্বাইকে!!!!
২| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৯
অধীতি বলেছেন: ঈদ মোবারক
৩| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ঈদ মুবারক প্রিয় কবি।
৪| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:০০
কবিতা পড়ার প্রহর বলেছেন: ঈদ মুবারাক!
৫| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৫
আমি সাজিদ বলেছেন: ঈদ মোবারক
৬| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৭
জ্যাকেল বলেছেন: আপনার প্রিয়ারে কি দিলেন তাহলে?
৭| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:২০
এম ডি মুসা বলেছেন: ইদ মোবারক
৮| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৯
শেরজা তপন বলেছেন: দারুন কবিতা- ঈদ মোবারক প্রিয় ব্লগার ও কবি।
৯| ২২ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৫
রানার ব্লগ বলেছেন: ঈদ মোবারক!