| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
স্মৃতির পাখিরা উড়ছে ডানা মেলে 
বোধের আঙিনায় ,
সেখানে শুধু আমি তুমি 
কপোত কপোতী 
অপার ভালোবাসায় ।
চলার পথে ছিল যতো বাঁধা 
আমরা করেছি যে জয়
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে
সুদীর্ঘ পথ চলা মোদের 
আমরা করিনি যে ভয়।
স্রষ্টার অশেষ কৃপায় 
জীবন চলার পথে 
পাহাড়ী ঝর্ণা ধারার মতো 
আমরা যে বাঙময়।
স্মৃতির পাখিরা 
আবারো কাছে ডাকে,
শুধু তোমায় আমায় 
তোমার আমার অভিসারে 
পৃথিবীটা যে পূর্ণতা পায় ।
তাই এসোগো মোর কাছে 
মম বাহুডোরে ওগো নিরূপমা
আমরা দুজনে খেলিবো প্রণয় খেলা
জীবন চলার পথে হৃদয়ের বন্দরে বন্দরে।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।কমেন্টে এবং পাঠে ।
২| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১:৫৯
জনারণ্যে একজন বলেছেন: @ সেলিম, আপনার আকুতি আমার  মন ছুঁয়ে গেছে। সেকারণেই কিঞ্চিৎ হেল্প করার চেষ্টা।
এই ব্লগে 'সাড়ে চুয়াত্তর' নামক জনৈক ইউজারের পালিত জ্বিন থাকার সম্ভাবনা অতীব প্রবল। কিংবা ওনার নিজস্ব না থাকলেও হয়তো রেফারেন্স দিতে পারবেন, যদি কারো কাছে থেকে থাকে।
আপনি প্লিজ, অতিসত্তর যোগাযোগ করুন ওনার সাথে। সফল হওয়ার  সম্ভবনা সুনিশ্চিত।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সাড়ে চুয়াত্তর সাহেবের কমিউনিকেশন স্কিল দূর্দান্ত। প্রচুর কথা বলেন। আমি স্বল্প ভাষী মানুষ। কম কথার মানুষ । কথা বাড়ানোর জন্য চেষ্টা করি না। সময় মূল্যবান। প্রিয়তমার জন্য সময় দেয়া যায় বেশি কথা বলার জন্য নয়। সাড়ে চুয়াত্তুরের জ্বিন তারই থাক। আমার পরী আমার থাকলেই হলো ।ধন্যবাদ কমেন্টে ।
৩| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  ভোর ৬:০৭
সোনাগাজী বলেছেন: 
এই ম্যাঁ ম্যাঁ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার মিঃ ফিমেল পার্ট নিয়ে রাতেইতো লেখা হলো । ধন্যবাদ কমেন্টে ।
৪| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:০৫
জুল ভার্ন বলেছেন: চমতকার!
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে। নিরন্তর শুভকামনা ।
৫| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪  রাত ১২:৩১
আজব লিংকন বলেছেন: সুন্দর। রোমান্টিক কবিতা।