![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমরা যারা বন্ধু অন্তঃপ্রাণ
তারাই হও আক্রান্ত বেশি
দুঃখ ভারাক্রান্ত মনে তাই
তোমাদের রোনাজারি
“থাকবো না এইখানে বন্ধুত্বের নিকুচি করি”
লাগে না ভালো এই অবলা প্রাণে।
মানুষ দোষের উর্দ্ধে নয়
ভালোবাসা থাকলে প্রাণে—
ভুলগুলো ফুল হয়, স্রষ্টার অপার কৃপায়
অবশেষে মানবতার জয় হয়।
তাই মৃত্যুর আগে মরণ নয় এইখানে
ধৈর্য্য যে ধরে সেই তো প্রকৃত বীর
আমাদের বন্ধুসভা মানবতার কল্যানে
সতত নিবেদিত—নেই তাতে সংশয়।
শত আঘাত শয়ে হয় যে আগুয়ান
সেই তো সুমহান—দুঃসময়ে কান্ডারী
আমি কবি আমি শুধু প্রেম খুঁজি অন্তরে
বন্ধুরা এসো সবাই ভাব করি
এমন অঘোর বর্ষায় রিমঝিম বৃষ্টিতে
চলো না ভুলে যাই ভুলগুলো দুঃখ ফুলগুলো
শান্তির সাদা পায়রা যেন উড়ে
বন্ধুত্বের এই নগরে—
যেও না চলে অন্যথা কেউ আমাদের ছেড়ে
থেকে যাও আমাদের ভালোবেসে ।
নগর জীবনের একঘেয়েমি করো দূর
এমন সুখ পাবে নাকো আর কোথা
আমাদের বন্ধুসভা সবার সেরা এই ভবে
শুভ দুপুর বন্ধুরা বৃষ্টির নূপুর পায়ে সৃষ্টিরা নাচে ঐ
এসো না বন্ধু সবাই দুঃখ ভুলে মিলন মন্ত্রগানে
সকলে সুখের সারথি হই…
©somewhere in net ltd.