![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাওহীদের হায় এ চির সেবক
ভুলিয়া গিয়াছো সে তাকবীর
দূর্গা নামের কাছাকাছি প্রায়
দরগায় গিয়া লুটাও শীর
ওদের যেমন রাম নারায়ণ
মোদের তেমন মানিক পীর
ওদের চাউল ও কলার সাথে
মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর
ওদের শিব ও শিবানির সাথে
আলী ফাতেমার মিতালী বেশ
হাসানরে করিয়াছি কার্তীক আর
হোসেনরে করিয়াছি গজ গনেশ
বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফতওয়া খুজেছি
কোরান হাদীছ চষে
হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী
মিটেনি তখনও গোল
এমনি সময় আজরাইল এসে
হাকিলো, তলপি তোল
বাহীরের দিকে যত মরিয়াছি
ভীতরের দিকে তত
গুনতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭
শরিফুল ইসলাম সীমান বলেছেন: ধইন্যা
২| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফতওয়া খুজেছি
কোরান হাদীছ চষে ...
আজ শত বর্ষ পরেও কোন হেরফের নেই। বরং আরও নিম্নমূখি যেন প্রবণতা!!!!!!
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
শরিফুল ইসলাম সীমান বলেছেন: বরং যেনো আরো নিম্নমুখী প্রবণতা। :-(
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সিফাত৬৯ বলেছেন: ডাউনলোড করুন
হারানো হিয়া
কম্পোজিশন:পলাশ এন্ড ফ্রেন্ডস
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি ।
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলীণ ফুলদ্বয়
বৃথাই সেথা হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসযামী ।
এলে অবেলায় পথিক বেভুল
বিদিছে কাটা নাহি পাবে ফুল
কি দিয়ে বরণ করি ও চরণ
নিভিছে জীবন জীবনস্বামী ।
বিঃদ্রঃ জাতীয় কবি'র প্রতি গভীর শ্রদ্ধ্যা আর ভালোবাসা এবং তাঁকে সম্মান জানিয়ে আমরা গানটি করেছি।আমরা আমাদের ঘরানাকে ঠিক রেখে গানটি চেষ্টা করেছি মাত্র।যারা নজরুল গীতি পছন্দ করেন কিংবা চর্চা করেন তাঁদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি,যদি কোনো ভূল থেকে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন।
-পলাশ এন্ড ফ্রেন্ডস
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
শরিফুল ইসলাম সীমান বলেছেন: ভালো প্রচেষ্টা। আসুন নজরুলের সৃষ্টি চর্চায় এগিয়ে আসি।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭
তানজিব বলেছেন: +++