![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তাররা ভুল করলে অন্য ডাক্তাররা প্রতিবাদ করে,
আইনজীবিরা ভুল করলে অন্য আইনজীবিরা প্রতিবাদ করে,
মাস্টাররা ভুল করলে অন্য মাস্টাররা প্রতিবাদ করে,
কিন্তু শফি সাহেব যখন ভুল করলেন, তখন বাকি উলামা সমাজ প্রতিবাদ করে না কেন?
.
.
.
.
.
.
.
কারন তারা ভালভাবেই জানেন শফি সাহেব ভুল বলেন নি- তবে একটু কঠিনভাবে বলেছেন- আর এন্টিবায়োটিক তিক্তই হয় বেশিরভাগ সময়।
মজার ব্যপার হল যারা ইসলামের মৌলিক নলেজই রাখেন না তারা এতে মহাভারত অশুদ্ধ হওয়ার নজির দেখতে পান।
"যখন তুমি জ্ঞানের প্রথম ধাপে যাবে তখন নিজেকে অনেক ঊর্ধ্বে মনে করবে"
"যখন তুমি জ্ঞানের দ্বিতীয় ধাপে যাবে তখন বিনয়ী হবে"
"যখন তুমি জ্ঞানের তৃতীয় ধাপে যাবে তখন নিজের মধ্যে জ্ঞানের কমতি দেখবে"
আমি কুরআনের একটি আয়াতের অর্থ পেয়েছিলাম মোটামুটি এইরকম:
"অবিশ্বাসিরা বলে, আল্লাহ তায়ালা কেন এই উদাহরন দিলেন......" তারা মুলত শিক্ষনীয় বিষয় বাদ দিয়ে "উদাহরন টা কি দিয়া দিল তা নিয়া প্রশ্ন করে।
©somewhere in net ltd.