![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যার আছে যৌবন ও তার আছে। তাই বলে যৌবনের এই মূল্যবান সম্পদকে জানোয়ারের মত ব্যবহার করলে হবে না। কোন মানুষ যদি চায় সে পশু হবে তাহলে তার জন্য পশুর মত যৌবন ব্যবহার করাই যথেষ্ঠ।
আপনি যখন একটি মেয়েকে দেখবেন তখন যদি তাকে নিয়ে চিন্তা করতে শুরু করেন তাহলে মনে করতে হবে আপনার ভিতর যৌবনের রোগ রয়েছে।
যদি চান এই রোগ থেকে মুক্তি পেতে তাহলে আপনি তার "দেখতে/শুনতে ভাল না" বিষয় নিয়ে চিন্তা করুন। মনে করুন একটি মেয়েকে দেখে আপনি পাগল হয়ে গেলেন। তখন আপনি তার পেটের কথা চিন্তা না করে পেটের ভিতরের দিকে মন দিন। আর ভাবুন ওয়াক থু কি দুর্গন্ধ তার মলগুলো। কি বিশ্রী তার পেশাব। ইত্যাদি ইত্যাদি
তখন দেখবেন মিনিটের মধ্যেই তার থেকে মন উঠে যাব। আরেকটি বিষয় যখন দেখছেন আপনি আর পারছেন না তখনই মৃত্যুর কথা স্মরণ করুন। সাথে সাথে মেয়েটির পঁচা দুর্গন্ধময় শরীর নিয়ে কল্পনা করুন।
ব্যস শেষ।।।
কি লাভ এসব করে?? যখন কোন মেয়ের দিকে কুদৃষ্টি করতে মন চায় তখন সাথে সাথে কল্পনার জগতে গিয়ে ঐ মেয়েকে আপনার মা বা বোন বানিয়ে ফেলুন।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
সালমান শহীদী বলেছেন: ধন্যবাদ।
অবশ্যই করবেন।
৩| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২
প্রলয়শিখা বলেছেন: ক্যাটরিনার পেঠেও গু আছে, তার পেঠেও গু আছে। হা হা হা।
৪| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৮
সালমান শহীদী বলেছেন: হ আছে তো।
৫| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯
সালমান শহীদী বলেছেন:
৬| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
মামু১৩ বলেছেন: পাগলামী!
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
সালমান শহীদী বলেছেন: তাদের দেখে নিজের সম্পদ নষ্ট করা আরো বেশী পাগলামী
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
ময়না বঙ্গাল বলেছেন: আপনার টিপসগুলোতে ম্যাচুরিটি পেলাম । সামনে মতচিন্তা বিনিময় করতে চাই ।