![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনার জগৎ অন্যরকম জগৎ। এই কল্পনাতে আপনি ভালকে মন্দ ও মন্দকে ভাল বানাতে পারেন। সবকিছু নির্ভর করে আপনার কল্পনার উপর। জীবনের বাস্তব বিষয়গুলো নিয়ে যখন কল্পনা করবেন তখন অনেক কিছু আপনার সামনে ভেসে উঠবে। কেউ হয়তো হাসবেন নিজের অতীত নিয়ে। --
যাই হোক,
এই কল্পনার কারণে কিন্তু আজ শত শত যুবক নষ্ট হচ্ছে। আবার এই কল্পনার দ্বারাই অনেকে সফল হয়েছে। রাস্তা দিয়ে একটি মেয়ে হাটছে তখন একটি ছেলে তাকে নিয়ে কুচাহিদার চিন্তা করছে। অন্যদিকে আরেকটি ছেলে তাকে নিজের বোনের স্থানে রাখছে। --
দেখুন ফলাফল কি ।
যে মন্দ চিন্তা করছে তার সবদিক দিয়েই ক্ষতি। আর যে ভাল চিন্তা বা কল্পনা করছে সে সবদিক দিয়েই সফল। তাই সব কিছু নির্ভর করে নিজের উপর।
©somewhere in net ltd.