নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচণ্ড পরিশ্রমী পলাশ পিতা পরিমল পাটেলের প্রেরনায়, পলাশডাঙ্গার পারুল পিসির পরামর্শে প্রতিষ্ঠা পাইল। পিতার প্রসন্নতা পলাশের প্রকৃষ্ট প্রেরনা। পশ্চিমের ‘প্রকৃষ্ট পাহাড়ি প্রশিক্ষণ’ প্রকল্প প্রধানের পদ পাওয়া পরিশ্রমলব্ধ পুরষ্কার। পলাশের পরবর্তী পরীক্ষা পরিবারের প্রকৃত প্রয়োজনে পয়সা পাঠিয়ে প্রেরনা প্রদান। পিচ্ছিল পাহারিয়া পথের পলাশডাঙ্গার পারুল পিসি পরিশ্রমী, পরিশীলিত, পরীক্ষায় প্রথম পুরষ্কারপ্রাপ্ত পলাশের পরিণয়ের প্রচেষ্টায় পাবনার প্রভাবশালী, প্রতিষ্ঠিত, পরোপকারী, পড়াশোনায় পাণ্ডিত্যপূর্ণ পাত্রী পক্ষকে পৃথকভাবে পহেলা পৌষ প্রভাতে প্রসন্নচিত্তে পত্র পাঠিয়েছেন।
( পগলা জগাই ভাইয়ের 'এ- পলাশ সে পলাশ নহে' এর ধারাবাহিকতা- শুধুই বিনোদনের জন্য)
ধন্যবাদান্তে : মরুভূমির জলদস্যু ব্লগার পগলা জগাই
এ- পলাশ সে- পলাশ নহে
২| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫১
বিজন রয় বলেছেন: "প" এর ব্যবহার দেখে আমি বিস্মিত!
+++++
০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: পড়ার জন্য ও বিস্মিত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: পত্রপাঠ পাত্রীপক্ষ পলাশের পরিচিয পাইয়া, পাত্রী পাপিয়া পৌমালীর পিতা পঞ্চানন্দ পোদ্দার পাকা-কথা পত্রলিখিয়া পলাশের পিসি ও পিতাকে পাঠাইলেন। পরদিন পাত্রীর পিতার পত্র পাইয়া পলাশের পিসি ও পিতা পরমানন্দে পরিবার-পরিজনদের পাত্রীর পরিচয় দিলেন।
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: পলাশের পরিনয় প্রস্তুতি প্রশংসনীয়। পাত্রী পাপিয়া পউমালির পরিচয় পাইয়া পলাশ প্রফুল্ল।
৪| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১০
সাইন বোর্ড বলেছেন: পড়ার পর জানলাম সব শব্দই 'প' দিয়ে লেখা । যেমন নজরুলের একটি গান আছে -
বাঁকার বাজিল বাঁশের বাসরি...
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বিনোদন প্রচেষ্টা শুরু করেছেন ব্লগার মরুভূমির জলদস্যু ব্লগার পগলা জগাই। তারই ধারাবাহিকতায় এই ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ।
৫| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: পাগলা জগাইকে ধন্যবাদ।
আপনি ভালো থাকুন।
৬| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প এর ব্যবহার করা পত্র মুদ্ধতা।
পারলে পত্র প্রেরন প্রত্যাশা।
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্ট পড়ায় প্রফুল্ল। পয়ের প্রতি প্রেম পোস্টের পেছনের প্রেরনা।
৭| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধ হলাম জুতসই অন্ত্যমিলগুলো ।
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মুগ্ধ হওয়ার জন্য।
৮| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পত্র পড়িয়া পুলকিত ও প্রচুর
প্রনোদনা পাইলাম !!!
০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: পারুল পিসির পরিণয়ের পত্রে পুলক, প্রণোদনাপ্রাপ্তি প্রশ্নসাপেক্ষ !!!
৯| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার হয়েছে। এটা খুব শ্রমসাধ্য কাজ, এবং সেই লেভেলের ট্যালেন্টও থাকা দরকার।
পাগলা জগাই এবং আপনার এ ধরনের পোস্ট চলতে থাকুক।
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেরনা পেলাম।
১০| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: পোষ্ট পড়িয়া পুলকিত প্রাণে প্রচুর প্রানবন্ত পরমানন্দ পাইলাম।
+++
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: পাঠকের পরমানন্দ পোস্টদাতার প্রশান্তি।
১১| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
ঢুকিচেপা বলেছেন: গতকাল পড়েছি “পগলা জগাই” এর বিবাহ বিভ্রাট-১/২, আজ আপনারটা। এটা তো ভয়ঙ্কর রকমের কঠিন কাজ। আপনার কাছে এরকম কতগুলো আছে?
খুব সুন্দর।
ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছুটা কঠিন বটে। আসলে আমি আগে কখনও এরকম জিনিস বানাইনি। পগলা জগাই এ ব্যাপারে বিশেষজ্ঞ। ওনার দ্বারা অনুপ্রানিত হয়ে এটা বানালাম। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। ধন্যবাদ।
১২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
কিশোর বয়সে ফিরে যাওয়া?
০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক বলেছেন। বাস্তবেতো সম্ভব না তাই হালকা লেখার মাধ্যমে কিশোর বয়সকে স্মরণ করা। তবে এর মধ্যে কিন্তু ভাষা চর্চার একটা ব্যাপার আছে। আমরা বাংলা ভাষার চর্চা একদম প্রায় ছেড়েই দিয়েছি। ইংরেজি আমাদের অবশ্যই লাগবে। কিন্তু নিজের ভাষা নিয়ে চর্চা থাকা উচিত। যারা কবিতা বা লেখালেখি করে তাদের জন্য লেখালেখির পাশাপাশি বাংলা শব্দ, বাক্য গঠন ইত্যাদি নিয়ে পড়াশুনা করা উচিত। যারা খ্যাতিমান লেখক তারা কিন্তু এগুলি করেন। তবে আমাকে কিন্তু লেখক ভাববেন না।
১৩| ০৭ ই জুলাই, ২০২০ রাত ২:৩২
মিরাজ মুস্তাফা বলেছেন: ধন্যবাদ আপনাকে। RASHTRAKUTAS
১৪| ০৭ ই জুলাই, ২০২০ রাত ২:৩৩
মিরাজ মুস্তাফা বলেছেন: ধন্যবাদ। RASHTRAKUTAS
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য। কিন্তু Rashtrakuta এর সাথে কি সম্পর্ক বুঝতে পারলাম না। একটু ব্যাখ্যা করে বলেন।
১৫| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫
জুন বলেছেন: অসাধারণ! আমি হয়তো পারতাম ।
+
০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মত নাদান পারলে আপনি অবশ্যই পারবেন। এতে কোনও সন্দেহ নেই। ব্লগে আগেও অনেকে করেছেন, যেমন ব্লগার পগলা জগাই ও সাইন বোর্ড। উৎসাহপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ। এরকম আরেকটা পোস্ট দিয়েছি গতকাল। সেটাও দেখতে পারেন।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠান্তে পাবলিক প্রফুল্ল প্রাণ,
পরমানন্দে প্রত্যেকে পড়িছে পত্রখান।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: পাঠকের পরমানন্দেই পোস্টদাতার প্রশান্তি!
অনেক ধন্যবাদ এতো পুরনো পোস্ট পড়ার জন্য। এই ধরণের আরেকটা পোস্ট আছে আমার। এই লিঙ্কটা দেখুন প্লিজ - Click This Link
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫০
বিজন রয় বলেছেন: "পারুল পিসি"... আহা!! সেই পুরানো দিনের কথা মনে পড়ল।