নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

ব্লগে বিতর্ক করার চেয়ে আড্ডা দেয়া উত্তম

০১ লা জুন, ২০২৪ রাত ১১:২৬

আসলে ব্লগে রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিতর্কের চেয়ে স্রেফ আড্ডা দেয়া উত্তম। আড্ডার কারণে ব্লগারদের সাথে ব্লগারদের সৌহার্দ তৈরি হয়। সম্পর্ক সহজ না হলে আপনি আপনার মতবাদ কাউকে গেলাতে পারবেন না। উল্টা সে আপনার থেকে আরও দূরে চলে যাবে। এই কারণে ইসলামে দাওয়াত দেয়ার ক্ষেত্রে বিতর্ক পরিহার করে সুন্দর আচরণের মাধ্যমে বুঝানোর কথা বলা হয়েছে।

এক সময় ব্লগগুলির রাজনৈতিক গুরুত্ব ছিল। দেশের অনেক রাজনৈতিক এবং সামাজিক সমস্যার ক্ষেত্রে ব্লগ বলিষ্ঠ ভুমিকা পালন করেছে। এখন সময় পাল্টে গেছে। মানুষ এখন নিজেকে ব্লগার হিসাবে পরিচয় দিতে বিব্রত বোধ করে। নিজ নামে ব্লগিং করার সাহস খুব কম মানুষেরই আছে। কারণ ব্লগার বললে অনেকে নাস্তিক ভাবে। ব্লগের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে জনমত তৈরি করার দিন শেষ। তাই ব্লগে এসে আড্ডা দেয়া উচিত। আড্ডার অনেক উপকারীতা আছে। আড্ডা থেকে অনেক কিছু জানা যায়। মন হাল্কা হয়। উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, কষ্ট ক্ষণিকের জন্য হলেও দূরে চলে যায়। আড্ডার মাধ্যমে মানুষ সামাজিক হয়। সোনাগাজী সাহেব হয়তো ভাবছেন যে উনি ব্লগে পোস্ট দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে ইতিবাচক কোন ভুমিকা রাখতে পারবেন। কিন্তু আসলে আগের যুগে মানুষ চায়ের দোকানে বসে রাজা, উজির মারতো। এখন প্রযুক্তি আসার কারণে সেই রাজা, উজির মারা হচ্ছে ব্লগে এবং অন্যান্য অনলাইন মাধ্যমে। আগে রেস্তোরার দেয়ালে লেখা থাকতো ‘রাজনৈতিক আলাপ নিষিদ্ধ’। এখন ব্লগের নীতিমালার মাধ্যমে নিয়ম বহির্ভূত আলাপের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। ,

সামুতে ব্লগার এবং পাঠক কমে যাচ্ছে আশংকাজনক হারে । আমার মতে একমাত্র জমানো আড্ডার সাহায্যে ব্লগকে আবার আগের অবস্থায় নিয়ে আসা যায়। আড্ডার বিষয়ের আসলে শেষ নাই। বিভিন্ন বিষয়ের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আড্ডা দেয়া যায়। যেমন আড্ডার বিষয় হতে পারে রান্নার নামে অখাদ্য বানানোর উপকারিতা, অশ্লীল কৌতুকের উপকারিতা, পরকীয়ার উপকারিতা, বেশী সাজগোজের অপকারিতা, গাজা খাওয়ার উপকারিতা, জীন বা ভুতে ধরার উপকারিতা, পরচর্চার উপকারিতা, মেয়েলি আড্ডায় পুরুষের অংশগ্রহনের অপকারিতা, বাংলাদেশ ক্রিকেট টিমের চোদ্দ গুষ্ঠি উদ্ধারের উপকারিতা, বউয়ের পারস সাফাই করার উপকারিতা ইত্যাদি । আরও দুই একটা মজার আড্ডার বিষয় মাথায় এসেছিল। কিন্তু শায়মা আপু ক্ষেপে যেতে পারেন দেখে লেখার পরেও মুছে দিলাম।
আসেন সবাই মিলে বেশী বেশী আড্ডা দেই। আড্ডার আরও অনেক বিষয় আছে। ব্লগারদের মাথা থেকে আশা করি আড্ডা নিয়ে আরও আইডিয়া আসবে।

ছবি - নিউজওনলি২৪

মন্তব্য ৯০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৩৭

মিরোরডডল বলেছেন:




এই বললো ধর্মীয় বিতর্কের চেয়ে স্রেফ আড্ডা দেয়া উত্তম।
এর মাঝে আবার ইসলামে দাওয়াত আসে কি করে!!!
এভাবেই বিতর্কের শুরু হয়।
ব্লগ সকল ধর্মের মানুষের জন্য।
সবাই মিলে আড্ডা দিবে বিভিন্ন টপিক নিয়ে।


০১ লা জুন, ২০২৪ রাত ১১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরর মনে হয় শুরুতেই আড্ডার মধ্যে পানি ঢেলে দিতে চাচ্ছে। X(

অংশগ্রহণকারী প্রত্যেককে আড্ডার ফ্রিকোয়েন্সি বুঝে আড্ডা দিতে হবে। আড্ডার মুড থাকতে হবে। বিতর্ককে ইগনোর করতে হবে। :) বাকিদের দায়িত্ব হবে আবার হাল্কা মেজাজ ফিরিয়ে আনা।

২| ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৪০

মিরোরডডল বলেছেন:




কারণ ব্লগার বললে অনেকে নাস্তিক ভাবে।

এটা কয়েক বছর আগে ভাবতো কিন্তু এখনতো মনে হয়না এভাবে ভাবে।

০১ লা জুন, ২০২৪ রাত ১১:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগগুলি এখন ম্রিয়মাণ তাই ব্লগার বললে অনেকে বুঝবেই না ব্লগার কি জিনিস। :) নাস্তিক ট্যাগ এখনও কিছু অবশিষ্ট আছে বলে মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম।

৩| ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৪৩

বিউটিফুল ইউ বলেছেন: অতীব উত্তম প্রস্তাবনা। কিন্তু সমস্যা হৈল গিয়া আড্ডার পোস্টে ২ জনের ৫-১০ মাল্টি ছাড়া কেহও অংশগ্রহণ করেনা। এপোস্টে কিছুক্ষণের মইধ্যে ৩/৪ জন (মাল্টি সহ ৭-১০ জন) মিইলা শত শত মন্তব্য মন্তব্য করব। মানুষ ইদানীং পোস্ট আকারে বড় হইলেই পড়বার চায়না সেখানে ২/৩ জনের (মাল্টি সহ ৭-১০ জনের) শত শত মন্তব্য পড়তে চাইবেনা। তাছাড়া চাঁদগাজী সমর্থিত ব্লগার গন আড্ডা পোস্টে অংশগ্রহণ করবেন না।তারা আড্ডা বিরোধী । ব্লগের মজার নিক গুলো সবই উনার ভক্ত কুল। উনারা ছাড়া যেখানে ব্লগই জমেনা সেখানে আড্ডা তো জমবেইনা। বুঝাতে পেরেছি ব্যাপারটি?

০১ লা জুন, ২০২৪ রাত ১১:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী সাহেবকে আসলে কাতুকুতু দিয়ে হাসাতে হবে। হাসি না বের হওয়া পর্যন্ত আসলে কারও পক্ষে আড্ডা দেয়া সম্ভব না। সোনাগাজী সাহেব হাসলে ওনার সমর্থকগোষ্ঠীও হাসবে। সোনাগাজী সাহেব এই পোস্টে না আসলেও নিজের পোস্টে এই আড্ডার বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু না কিছু লিখবেন।
ধারণা করা যায় যে এই বিষয়ে তিনি এবং এবং তার সমর্থকরা গম্ভীর আলোচনা করবেন এবং ব্লগারদের অধঃপতনে আড্ডার ভুমিকা নিয়ে বড় বড় পোস্ট দিবেন।

৪| ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৪৩

মিরোরডডল বলেছেন:



আগে রেস্তোরার দেয়ালে লেখা থাকতো ‘রাজনৈতিক আলাপ নিষিদ্ধ’

যেই রেস্তোরার দেয়ালে এরকম লেখা থাকে, ওখানেই বেশি রাজনৈতিক আলাপ হয়।
এখন কি হয়না?

০১ লা জুন, ২০২৪ রাত ১১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এখনও হয়। তবে রাজনীতি নিয়ে অনলাইনে বেশী আলাপ হয়। কিন্তু অনলাইনে মানুষ নিয়ন্ত্রণ রাখতে পারে না। যা খুশি তাই বলে। যেটা সামনা সামনি বলা যায় না।

৫| ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৪৯

মিরোরডডল বলেছেন:




এই যে খেলাঘর এসে লাইক দিয়ে গেলো, তার মানে এই না খেলাঘর এই পোষ্ট পছন্দ করেছে।
এই লাইকের মিনিং হচ্ছে আমি পোষ্টটা পড়েছি এবং ভীষণ বিরক্ত হয়েছি :)




০২ রা জুন, ২০২৪ রাত ১২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি লাইক দিয়েছেন এটা বুঝাতে যে উনি আড্ডায় অংশ নিতে চান কিন্তু কাল্পনিক ভালোবাসার কারণে পাড়ছেন না। ছেড়ে দিলে দলবল সহ এই পোস্টে আসবেন আড্ডা দিতে।

৬| ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৫৫

জুন বলেছেন: উত্তম প্রস্তাব চুয়াত্তর।
এই লাইকের মিনিং হচ্ছে আমি পোষ্টটা পড়েছি এবং ভীষণ বিরক্ত হয়েছি
আমার কাকুকে নিয়ে এই কথা আমি মানি না =p~

০২ রা জুন, ২০২৪ রাত ১২:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ আপা। আপনার কাকুকে নিয়ে এই কথা আমিও মানি না। :) কাকুর রসবোধ তুলনাহীন। এমন রসালো মানুষ সম্পর্কে মিররের এই রকম ধারণা করা ঠিক হয় নাই।

৭| ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৫৫

মিরোরডডল বলেছেন:




কিন্তু শায়মা আপু ক্ষেপে যেতে পারেন দেখে লেখার পরেও মুছে দিলাম

মুছবে কেনো? আপু ক্ষেপে গেলে কি করে দেখতে চাই :)

০২ রা জুন, ২০২৪ রাত ১২:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সত্যি সত্যি লিখেছিলাম পরে মুছে দিয়েছি। চিন্তা করলাম যে আপু ক্ষেপে গেলে কাল্পনিক ভালোবাসার কাছে বিচার দেয়। তাই সাহস করলাম না। :) আমারে সোনাগাজী বানাইয়া ছাড়তো।

৮| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:০৫

দীপ্ত একাত্তর বলেছেন: তর্ক বিতর্ক না থাকলে কোন বিষয় জমে না। ব্লগার বললে কেউ আর নাস্তিক ভাবে না। নাস্তিক ইস্যু এখন মৃত। দেশনেত্রী খালেদা জিয়া তাঁর দলের বলদদের প্ররোচনায় ব্লগার মানেই নাস্তিক এমন কথা বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্য।

০২ রা জুন, ২০২৪ রাত ১২:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: তর্ক বিতর্কেরও প্রয়োজন আছে। কিন্তু ব্লগে তর্ক বিতর্ক সীমা ছাড়িয়ে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজের বুদ্ধিতে চললে এতো বিপদে পড়তেন না।

৯| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:০৫

মনিরা সুলতানা বলেছেন: আজকের আড্ডা হোক বউয়ের পার্স সাফাই বউয়ের পারস সাফাই করার উপকারিতা

০২ রা জুন, ২০২৪ রাত ১২:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বিষয়ে সম্যক জ্ঞান সম্পন্ন ব্লগার হলেন আমাদের ভুয়া মফিজ ভাই। উনি আজকে অকপটে শিকার করেছেন যে তিনি নিয়মিত ভাবির পারস থেকে টাকা সরান। :) আমার ধারণা উনি বহু বছর ধরেই বেকার। বউয়ের টাকার বিএমডব্লিউ গাড়িতে চড়ে বলেন যে আমার বিএমডব্লিউ। তবে কোন বেকার পুরুষেরও তো এই ধরণের হীন কাজ করার কথা না। :)

আজকে সিলেটের একজন কলিগ বললেন যে লন্ডনের সিলেটি বাবা মায়েরা এখন নাকি লন্ডনের ছেলে বাদ দিয়ে মেয়ের জন্য পাত্র খুঁজতে বাংলাদেশের ছেলেদের খোঁজে। এখন বুঝলাম কারণটা কি। :)

১০| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: @ডল শায়মা আপুর ক্ষেপে যাওয়াও ও ভীষণ নান্দনিক ;)
সে ছড়া লিখে ফেলবে বকাঝকা করে। B-)

০২ রা জুন, ২০২৪ রাত ১২:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি কাঁদতে কাঁদতে জাদিদ ভাইয়ের কাছে বিচার দেবে আগে। তার কাছে গিয়ে বলবে 'আমাকে এই রকম বলল কেন? আমি খেলবো না বলেদিলাম। '

১১| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:০৯

দীপ্ত একাত্তর বলেছেন: @ মনিরা সুলতানা ম্যাডাম। নেতা ভাইয়ের পার্স কি এখনো সাফাই করেন।

০২ রা জুন, ২০২৪ রাত ১২:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ওনাদের হাড়ির খবর রাখেন নাকি?

১২| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:১৮

মনিরা সুলতানা বলেছেন: @দীপ্ত একাত্তর ক্যান আপনার পেমেন্ট কি বন্ধ করে দিয়েছে ?

০২ রা জুন, ২০২৪ রাত ১২:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। :) উনি দেখি পাল্টা কি বলেন।

১৩| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:২২

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: আপনার কাকুকে নিয়ে এই কথা আমিও মানি না। :) কাকুর রসবোধ তুলনাহীন। এমন রসালো মানুষ সম্পর্কে মিররের এই রকম ধারণা করা ঠিক হয় নাই।

রসবোধ তুলনাহীন এটা যেমন সত্যি, আবার এই পোষ্টে যে মহাবিরক্ত এটাও সত্যি :)
সেন্স অভ হিউমারের জন্যই তাকে পছন্দ করি।

কিন্তু জুনাপুর কাকুর সাথে কন্টাক্ট করা যাচ্ছে না, কারণ উনি আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে।
আমার অপরাধ আমি তার শত্রুপক্ষের পোষ্টে কমেন্ট করেছি, আড্ডা দিয়েছি, যার পোষ্টে মন্তব্যের কারণে সে এখন ব্যানে আছে।
জানি অভিমান থেকে এই কাজটা করেছে, বরাবরের মতো শিশুসুলভ আচরণ।

But I always wish him good luck.
ভালো থাকুক প্রিয় ব্লগার :)



০২ রা জুন, ২০২৪ রাত ১২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাই নাকি। এটা তো ভয়ানক সংবাদ। :)

মিররকে ব্যান করলেও শায়মা আপুকে মনে হয় ব্যান করে নাই। মিরর এখন গুড লাক বললেও ওনার মন গলবে বলে মনে হয় না। আমার এই পোস্টের জন্য আমাকে না আবার ব্যান করে।

১৪| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:২৬

মিরোরডডল বলেছেন:




মনিরা সুলতানা বলেছেন: আজকের আড্ডা হোক বউয়ের পার্স সাফাই বউয়ের পারস সাফাই করার উপকারিতা

এই উপকারিতা সম্পর্কে মন্তব্য রাখবে আমাদের ভুম, তার অভিজ্ঞতার আলোকে বলবে :)

০২ রা জুন, ২০২৪ রাত ১২:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এইটা মনে হয় ওনার পুরানো অভ্যাস। আমার ধারণা কামাই রোজগার ভাবিই করে। আর উনি রাজা, উজির মারে। :)

১৫| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:২৭

জুন বলেছেন: মিরর আপনি তো তার পোস্টে কন্টাক্ট করতে পারছেন না, আর আমি স্বয়ং নিউইয়র্কে বসেও কাকুর সাথে কন্টাক্ট করতে পার্লাম্না :-/
এদিকে আমার দেশে ফেরার সময়ও ঘনিয়ে এসেছে :(
আফসুস এর ইমো কোনটা!!

০২ রা জুন, ২০২৪ রাত ১২:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আফসুসের ইমো নীচে দিলাম। রুমাল লাগবে চোখের পানি মোছার জন্য? :)

১৬| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৩১

শায়মা বলেছেন: ০২ রা জুন, ২০২৪ রাত ১২:০৭১

লেখক বলেছেন: সত্যি সত্যি লিখেছিলাম পরে মুছে দিয়েছি। চিন্তা করলাম যে আপু ক্ষেপে গেলে কাল্পনিক ভালোবাসার কাছে বিচার দেয়। তাই সাহস করলাম না। :) আমারে সোনাগাজী বানাইয়া ছাড়তো।



গুড গুড আগেভাগেই বুঝার জন্য থ্যাংক ইউ । :)

শুধু শুধু জেইলে বসে কাঁদতে........ ঈদের আগে জেইল বাস হলে তো ঐ যে আমজাদ হোসেনের নাটক হয়ে যেত!!!

০২ রা জুন, ২০২৪ রাত ১২:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। :) তাই এই ভুল কিভাবে করি বলেন। :)

১৭| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৩৫

মিরোরডডল বলেছেন:




মিরর এখন গুড লাক বললেও ওনার মন গলবে বলে মনে হয় না।

মন গলতে হবে কেনো? যেভাবে আছে থাক।
আমার আরেক ব্লগ বন্ধু কন্টাক্ট বন্ধ করেছে, কারণ জুনাপুর কাকুর পোষ্টে আমি যাই সেই কারণে।
এদের এইসব শিশুসুলভ আচরণে কি বলবো হাসবো না কাঁদবো :)

আর আমি স্বয়ং নিউইয়র্কে বসেও কাকুর সাথে কন্টাক্ট করতে পার্লাম্না

কেনো জুনাপু, তুমিও কি কমেন্ট ব্যানে আছো নাকি? :)


০২ রা জুন, ২০২৪ রাত ১২:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিররের তো আফসোস আর আফসোস। উপরে জুন আপুর ১৫ নম্বর মন্তব্যের উত্তরে আমি আফসোসের ইমো দিয়েছি। আবার দিলাম।

১৮| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আলবৎ ভুয়া ভাই কে এই আড্ডায় লিড নিতে হবে ?
কিন্তু দেখ এই ব্যাপার টা নিয়ে ও জোকস মীম রম্য গল্প হওয়া উচিত তাই না ? তবে রম্য গল্প জোকস এসব মনে হয় বাস্তবতা বর্জিত হয়। না হয় নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক উচ্চ শিক্ষিত স্বামী কিন্তু বউ এর আয় নিজের মনে করে। বাসায় সাহায্যকারী মেয়েদের তো এ জন্য অনেক অত্যাচার ও সহ্য করতে হয়। তাই এমন সব কঠিন বাস্তবতা নিয়ে মাঝে মাঝে কিছু নাটক সিনেমা হয় আর কি।

০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক রিকশাওয়ালার ২/৩ টা বউ থাকে। এরা নিয়মিত আয় করে না। বউদের আয় থেকে টাকা নেয়। কিন্তু ভুয়া মফিজ ভাই এই কাজ করে শুনে খুব বিস্মিত হলাম। :)

চা বাগানে উল্টা। স্বামী স্ত্রী দুইজনেই বাগানে কাজ করে। কিন্তু স্বামীর বেতনের টাকা বাগান কর্তৃপক্ষ কর্তৃক স্ত্রীকে দিতে হয়। তা না হলে এরা অভিযোগ করে। স্বামীর বেতন বউকে দিলে স্বামীরাও কিছু মনে করে না। স্বামীর শুধু মদের টাকা থাকলেই চলে। ঘর তো সামলায় স্ত্রী। তার কাজ আয় করা আর রাতে মদ খাওয়া।

১৯| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: ১০. ০২ রা জুন, ২০২৪ রাত ১২:০৬১

মনিরা সুলতানা বলেছেন: @ডল শায়মা আপুর ক্ষেপে যাওয়াও ও ভীষণ নান্দনিক ;)
সে ছড়া লিখে ফেলবে বকাঝকা করে। B-)
০২ রা জুন, ২০২৪ রাত ১২:২১০

লেখক বলেছেন: উনি কাঁদতে কাঁদতে জাদিদ ভাইয়ের কাছে বিচার দেবে আগে। তার কাছে গিয়ে বলবে 'আমাকে এই রকম বলল কেন? আমি খেলবো না বলেদিলাম। '



ঐ আমি কাঁদতে কাঁদতে জীবনে বিচার দেই না। X(( এই চেহেরায় বলি ঘাড় মটকাও ..... :)

আমি তো কাঁদি না ....... কাঁদাই ........কাঁদাতে চাই........ নিজে কাঁদবোক কেনে!!!!!!!! :)

০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ভাবে বিয়ের আগে কত ছেলের ঘাড় মটকাইসেন আল্লাহ্ই ভালো জানেন। আমাদের জামাই বাবু সাহেব আপনার সাথে কি অবস্থায় জীবিত আছেন ভাবতেও কষ্ট লাগে। :((

২০| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৪১

শায়মা বলেছেন: ০২ রা জুন, ২০২৪ রাত ১২:২৯০

লেখক বলেছেন: তাই নাকি। এটা তো ভয়ানক সংবাদ। :)

মিররকে ব্যান করলেও শায়মা আপুকে মনে হয় ব্যান করে নাই। মিরর এখন গুড লাক বললেও ওনার মন গলবে বলে মনে হয় না। আমার এই পোস্টের জন্য আমাকে না আবার ব্যান করে।


আমি কি গিয়ে মিররমনির হয়ে গুডলাক বলে আসবো??? টেস্টিং ও হবে আবার মিররমনির বক্তব্যও জানানো হবে। আসলে মিররমনিকে যে এতদিন ভাইয়া ব্লক করেনি সেটা দেখেই আমি অবাক!!!! হা হা এত শত্রুদের সাথে সখ্যতা আর তাকে সহ্য করবে ভাইয়া??? আমাদের বেবু ভাইয়া কি এতই সহ্যক্ষমতার অধিকারী?? আমিও অপু ভাইয়ামনির পোস্টে কমেন্ট দেওয়ায় ভাইয়া আমার উপর খেপেছিলো। হা হা ভাইয়া এসেছে কদিন হলো আর অপু ভাইয়ার সাথে আমার বহু আগের থেকে সুসম্পর্ক। ভাইয়া অযথা কোনো কিছু নিয়ে কথা বলার মানুষ না। যাইহোক আর তাই হোক আমিও চাই ভাইয়া ভালো থাকুক। এই ব্যনড হয়ে থাকাটা তার কাছে অনেক কষ্টের এটা বুঝতে পারি আমি।:(

০২ রা জুন, ২০২৪ রাত ১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরর মণি ভাবতেও পারেনি যে তাকে ব্লক করবে। আপনি জুন আপুর কাকুর পোস্টে গিয়ে মিররের জন্য তদবির করলে কাজ হতে পারে।

২১| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৪৪

মিরোরডডল বলেছেন:




মনিপুর ১৮ নং কমেন্ট তো রম্য থেকে সিরিয়াস দিকে চলে যাচ্ছে :)
কিন্তু কথা সত্যি, অনেক গৃহপরিচারিকার জীবনের গল্পটা এরকম।
তারা পরিশ্রম করে রোজগার করে, জামাই সেটা খরচ করে।



০২ রা জুন, ২০২৪ রাত ১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিনিময়ে ঘরের রান্নাবান্না, বাচ্চাকাচ্চা পালার কাজ করলে অবশ্য আপত্তি থাকার কথা না।

আমার একটা ভাগ্নি আছে ডাক্তার। সে শায়মা আপুর গল্পের শুভ্রের মত এক বাদাইম্মাকে ইচ্ছা করে বিয়ে করেছে। আমার ভাগ্নি আয় রোজগার করে আর তার জামাই ঘর সামলায়। দুইজনে খুব সুখেই আছে। বউয়ের উপদ্রবে শুভ্রের মত ভাইগা যায় নাই।

২২| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৪৪

শায়মা বলেছেন: ০১ লা জুন, ২০২৪ রাত ১১:৫৫২

লেখক বলেছেন: সোনাগাজী সাহেবকে আসলে কাতুকুতু দিয়ে হাসাতে হবে। হাসি না বের হওয়া পর্যন্ত আসলে কারও পক্ষে আড্ডা দেয়া সম্ভব না। সোনাগাজী সাহেব হাসলে ওনার সমর্থকগোষ্ঠীও হাসবে। সোনাগাজী সাহেব এই পোস্টে না আসলেও নিজের পোস্টে এই আড্ডার বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু না কিছু লিখবেন।
ধারণা করা যায় যে এই বিষয়ে তিনি এবং এবং তার সমর্থকরা গম্ভীর আলোচনা করবেন এবং ব্লগারদের অধঃপতনে আড্ডার ভুমিকা নিয়ে বড় বড় পোস্ট দিবেন।


হাহা ভাইয়া তুমি শুধু শুধু বিউটিফুল ভাইয়াকে খেপাচ্ছো কেনো??

ঐ প্রবাদবাক্যটা জানো না বাঁশের চেয়ে কঞ্চি বড়! বিউটিফুল কঞ্চি ভাইয়া কিন্তু এবার কঞ্চি দিয়ে পিট্টি দেবে......


হায় হায় কাল সকালে কি করে উঠে স্কুল যাবো???? এইটাই আড্ডাবাজীর কুফল ...... #:-S

০২ রা জুন, ২০২৪ রাত ১:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আজকে আসলে আড্ডার টাইমটা ঠিক হয় নাই। আমাকেও ঘুমাতে যেতে হবে। :) জুন আপুর কাকু আমাকে খুব একটা পছন্দ করে না। ওনার পোস্টে মাঝে মাঝে যাই তাই অপছন্দের লিস্টেও রাখে নাই হয়তো। কিন্তু এই পোস্টের পরে আমার আম ছালা সব গেলো। :)

২৩| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫৭

মিরোরডডল বলেছেন:





আমি কি গিয়ে মিররমনির হয়ে গুডলাক বলে আসবো??? টেস্টিং ও হবে আবার মিররমনির বক্তব্যও জানানো হবে।

No, thank you.

যাইহোক আর তাই হোক আমিও চাই ভাইয়া ভালো থাকুক।

সেটাই, ভালো থাকুক।

এই ব্যনড হয়ে থাকাটা তার কাছে অনেক কষ্টের এটা বুঝতে পারি আমি

যে কারো জন্যই কষ্টের। মনে আছে লাস্ট ইয়ার মে মাসে কয়দিন সামু ছিলো না, বা থাকলেও কমেন্ট করা যাচ্ছিলো না, তখন কেমন দম বন্ধ হয়ে আসছিলো, সেই অবস্থার মধ্যে দিয়ে যাওয়া সত্যি কষ্টকর।

অনেক আড্ডা হলো, সকাল হয়ে গেছে।
থাকো তোমরা, আমি যাই।

০২ রা জুন, ২০২৪ রাত ১:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও যাচ্ছি। ঘুমাতে হবে। ইদানীং ঘুমাচ্ছি কম।

২৪| ০২ রা জুন, ২০২৪ রাত ১:০২

শায়মা বলেছেন: ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫৯০

লেখক বলেছেন: এই ভাবে বিয়ের আগে কত ছেলের ঘাড় মটকাইসেন আল্লাহ্ই ভালো জানেন। আমাদের জামাই বাবু সাহেব আপনার সাথে কি অবস্থায় জীবিত আছেন ভাবতেও কষ্ট লাগে।

আহা আমার মত আনন্দময়ী মানুষ পেয়ে সে ধন্য হয়ে গেছে এটা ভাবো না কেনো কুটনাবুড়া ভাইয়া!!!!!!!!!!

০২ রা জুন, ২০২৪ রাত ১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'আনন্দময়ী' না। নামটা আসলে হবে 'জ্বালাময়ী'। :) জ্বালাময়ীর জ্বালা যন্ত্রণায় মানুষটার কী অবস্থা আল্লাহই ভালো জানেন। :)

২৫| ০২ রা জুন, ২০২৪ রাত ১:১৮

শায়মা বলেছেন: না না আম ছালা যাবে না। ভাইয়ার কাছে এই সব কিছুই না। তিনি সকল কিছুর উর্ধে।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই লোক জীবনে কোন দিন গাল খুলে হেসেছে কি না আমার সন্দেহ হয়। :)

২৬| ০২ রা জুন, ২০২৪ রাত ৩:৩৩

স্প্যানকড বলেছেন: আড্ডা দেয়া উত্তম সারিয়ে তুলে জখম ! কি কন বড় ভাই ? ভালো থাকবেন ।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আড্ডা দেয়া ভালো। তবে বুঝে শুনে দিতে হবে। নইলে সময় নষ্ট হতে পারে। আপনিও ভালো থাকবেন।

২৭| ০২ রা জুন, ২০২৪ সকাল ৯:১৫

শেরজা তপন বলেছেন: মনিরাপু বলেছেন, না হয় নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক উচ্চ শিক্ষিত স্বামী কিন্তু বউ এর আয় নিজের মনে করে।
~ আমাদের গিন্নীরা কিন্তু নিজের টাকা নিজের টাকা ও স্বামীর টাকাও নিজের টাকা মনে করে। আপনি অতি নিন্ম ও অতি উচ্চকে এখানে টানবেন না - তারা ব্লগ লেখেও না পড়েও না। ভুম ভীষন দুঃসাহসী কাজ করে-তাকে বাহবা দেয়া উচিৎ - পার্সের কোন অলিন্দে টাকা আছে সেটা বের করার জন্য যে সময় ও ধৈর্যের প্রয়োজন সেটাও একবার ভেবে দেখা উচিৎ। আর একবার চুরি যাবার পরে সেটা আরো সেফ জোনে চলে যাবার কথা।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুয়া ভাই মজা করে বলেছে মনে হয়। ওনার সাহস নাই ভাবির পারসে হাত দেয়ার। :)

২৮| ০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৩৬

সোহানী বলেছেন: গুড গুড গুড............... চলুক

০৮ ই জুন, ২০২৪ রাত ২:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে আড্ডা নিতেও অনেকের অনীহা। তারপরেও চলুক। :)

২৯| ০২ রা জুন, ২০২৪ সকাল ১০:৩৬

অপু তানভীর বলেছেন: এই সহজ কথাটা কেউ বোঝে না । ব্লগ এখন কোন প্রকার কোন ইমপ্যাক্ট ফেলতে পারে না । অথচ কেউ কেউ ভাবে তারা ব্লগে পোস্ট মন্তব্য করে কী না কী উল্টিয়ে ফেলছে !

এখানে আড্ডা দেওয়াই সব থেকে ভাল কাজ ।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এইটাই হল ব্লগে দলাদলির একটা বড় কারণ। একটা দল বেশী সিরিয়াস। তাদের কথা শুনলে মনে হয় তারা ব্লগে লিখে সমাজের বিশাল পরিবর্তন করতে পারবেন। কিন্তু এটা ভুলে যান যে কোন ব্লগেরই সেই অবস্থা আর নাই। তাই আমি মনে করি আড্ডা দেয়া উচিত নিয়মিত। সমাজ বদলানোর আগে নিজেদের সম্পর্ক ঠিক করতে হবে।

৩০| ০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:২৫

আহমেদ জী এস বলেছেন: সাড়ে চুয়াত্তর,




একদম ঠিক। যেমন এই পোস্টখানা। আড্ডার মতোই সবাই আড্ডাই মারছি এখানে..................... :|

০৮ ই জুন, ২০২৪ রাত ২:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সমর্থন পেয়ে ভালো লাগলো। আসলে ভালো আড্ডা হলে সেখান থেকেও অনেক কিছু শেখা যায় এবং আড্ডা পরস্পরের মধ্যে সৌহার্দ বৃদ্ধি করে। আড্ডার কারণে সম্পর্কটা সহজ হয়। অনেকে ব্লগে এমন ভাবে পোস্ট দেয় বা মন্তব্য করে যে মনে হয় তারা জীবনে কোন দিন হাসেনি। হাসা মানা মনে হয় তাদের জন্য।

৩১| ০২ রা জুন, ২০২৪ দুপুর ১:০৪

দীপ্ত একাত্তর বলেছেন: মনিরা সুলতানা @ না, আমার পেমেন্ট সরকার ছাড়া কারো বন্ধ করার সামর্থ্য নাই।
তবে আমার স্ত্রী মানিব্যাগে হাত দেয় খুব কম। কারণ মানিব্যাগে টাকাই রাখি না। প্রথমদিকে দুবার হাত দিয়ে সামান্য কিছু নিয়েছিল।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মানি ব্যাগ আলমারির উপরে উন্মুক্ত জায়গায় থাকে। আমার স্ত্রী তার খুশি মত সেটা ব্যবহার করে। আমি এটাকে স্বাভাবিক ভাবেই দেখি।

৩২| ০২ রা জুন, ২০২৪ রাত ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সহী বয়ান।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসেন আড্ডা দেই তাহলে। আমি অবশ্য এই পোস্ট দিয়ে কয়েকদিন পরে আবার ব্লগে আসলাম। :)

৩৩| ০৩ রা জুন, ২০২৪ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: @দীপ্ত একাত্তর!
আচ্ছা যে হারে টাকা পয়সা নিয়ে সব ভাগতাছে দেশ থেকে আর রিজার্ভের যে অবস্থা , এরমাঝে আপনি আমার অর্থনৈতিক অবস্থার খোঁজ নিলেন। তাই মনে ভাবনা এলো- পরিশ্রমের মজুরী পাচ্ছেন তো!

আপনি এক কাজ করেন আপনার নেতা ভাইয়ের মত করে সাপ্লিমেন্ট ক্রেডিট কার্ড দিয়ে রাখেন বউ কে- তাহলে মানিব্যাগ নিয়ে আপনার এত টেনশন করা লাগবে না।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি মানি ব্যাগে এখন নাকি টাকাই রাখেন না। অনেক বুদ্ধি ওনার মাথায়। :)

৩৪| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে আড্ডা সেভাবে জমে ওঠে না।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আড্ডা দিতে হলে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা সহজ হতে হবে আগে। ব্লগে সন্দেহ, অহংকার এবং ইগো বেশী। মানুষ খোলা মনে কিছু বলতে চায় না। এখানেও অনেকে ফেইসবুকের মত নিজের ভালো দিকটা শুধু বলে বেড়ায়।

৩৫| ১১ ই জুন, ২০২৪ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: "পার্সের কোন অলিন্দে টাকা আছে সেটা বের করার জন্য যে সময় ও ধৈর্যের প্রয়োজন সেটাও একবার ভেবে দেখা উচিৎ। আর একবার চুরি যাবার পরে সেটা আরো সেফ জোনে চলে যাবার কথা" (২৭ নং মন্তব্য) - সেরকম মজা পাইলাম! :)

"সোনাগাজী সাহেব হাসলে ওনার সমর্থকগোষ্ঠীও হাসবে" - :D

ব্লগে বিতর্ক প্রায়শঃই প্রব্লেম্যাটিক, আড্ডা অনেকটাই থেরাপিউটিক।

২৩ শে জুন, ২০২৪ রাত ৯:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত।

ব্লগে এখন আড্ডা জমানোও কঠিন হয়ে যাচ্ছে।

৩৬| ১১ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৬

শাহ আজিজ বলেছেন: কদিন ধরে শরীরটা ম্যাজ ম্যাজ করছে বলে অনেক লেখা নজর এড়িয়ে যাচ্ছে , যেমন এই লেখাটা । একটা আড্ডা কিন্তু শুরু হয়ে গেল ।

২৩ শে জুন, ২০২৪ রাত ৯:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আড্ডাটা জমাতে পারলাম না বলে দুঃখিত। উপরে খায়রুল ভাই ভালো বলেছেন যে, ব্লগে এখন বিতর্ক করা প্রবলেমেটিক আর আড্ডা অনেকটাই থেরাপিউটিক।

৩৭| ২৩ শে জুন, ২০২৪ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: আড্ডা জমে ওঠেছে। আড্ডা জমানো তেও শায়মার জুরি মেলা ভার। আর আপনি ও কম যান না। শায়মা কে না রাগানো বুদ্ধি মানের কাজ। দেখছেন তো চাদগাজীর কি অবস্থা।

২৩ শে জুন, ২০২৪ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুকে মাঝে মাঝে রাগাতে চেষ্টা করি। কিন্তু উনি আমার উপরে কিছুতেই রাগতে চান না। কিভাবে যে ওনাকে রাগাবো সেটাই মাথায় আসছে না। এই ব্লগে ভালো আড্ডা দিতে পারে শায়মা আপু আর মিরোরডডল।

৩৮| ২৩ শে জুন, ২০২৪ রাত ১০:৩০

জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম।
প্রিয় ভাই, কেমন আছেন? আপনার মতামতের সঙ্গে তেমন একটা দ্বিমত নেই। তবে শুরুতে ইসলামের দাওয়াতের বিষয় টানলেন তাই নিচের লিংকটা শেয়ার করার শখ হলো।
আল্লাহ্ সবাইকে ভালো রাখুন।

https://www.facebook.com/reel/1250437156366498/?mibextid=rS40aB7S9Ucbxw6v

২৩ শে জুন, ২০২৪ রাত ১০:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওয়ালাইকুমুস সালাম ভাই। এতো দিন কোথায় ছিলেন!!! আপনাকে মিস করছিলাম।

আপনার দেয়া ভিডিওটা দেখলাম। চরম সত্যি কথা আছে এই ভিডিওতে। আমরা আমাদের রসূলের (সা) অনেক গুরুত্বপূর্ণ আদর্শ গ্রহণ করছি না। অথচ রসূল (সা) ছিলেন একজন শ্রেষ্ঠ বিপ্লবী মহামানব, সংগঠক, রাষ্ট্রনায়ক, বিচারক, সেনাপতি এবং শিক্ষক। কিন্তু রসূলের (সা) এই গুণাবলী অর্জনের ক্ষেত্রে আমরা আসলে উদাসীন। আল্লাহ যেন আমাদেরকে রসূলকে (সা) সহি ভাবে অনুসরণ করার তৌফিক দান করেন।

৩৯| ২৩ শে জুন, ২০২৪ রাত ১০:৪৪

জটিল ভাই বলেছেন:
আল্লাহ যেন আমাদেরকে রসূলকে (সা) সহি ভাবে অনুসরণ করার তৌফিক দান করেন।
আমিন।
প্রিয় ভাই, আছি জীবনের কঠিন অংক মেলাবার টানাপোড়নে :( আপনাদেরও ভীষণ মিস করি। কিন্তু উপায় নেই ভাই :'(
আল্লাহ্ সবাইকে ভালো রাখুন।

২৩ শে জুন, ২০২৪ রাত ১০:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহ আপনার জীবনের কঠিন অংক সহজ করে দিবেন এই দোয়া করি। ভালো থাকবেন ভাই।

৪০| ২৫ শে জুন, ২০২৪ রাত ১২:৩৪

জটিল ভাই বলেছেন:
দেখলাম সম্প্রতি ব্লগে একটা লিখা এসেছে যা আপনার লিখাকে অনুসরণ করে লিখা। সেখানে নিচের কমেন্টি করতে চেয়ে পারিনি। তাই এখানে দিচ্ছি। যেহুতু লেখক আপনার অনুসারী, তাই আশা করি কমেন্টটি তার নজরে আসবে।

@লেখার_খাতা
অনেকদিন ব্লগে আসা হয়না। এসে দেখি আপনি আমার ব্লগবাড়িতে পদধূলি দিয়েছেন, সেজন্য জটিলবাদ। মাঝখানে এতোকিছু হয়ে গেছে জানা ছিলো না। আপনি নবীন, তথাপী আপনার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে প্রদানকৃত অনেক গুরুত্বপূর্ণ তথ্য জনিয়া ধন্য হলাম। তা আরো কিছু তথ্য দিলে খুশি হতাম। সেইসঙ্গে বিচার-বিশ্লষণটাও ভালোভাবে করা যেতো। এই যেমন, ব্লগে কয়টা সিন্ডিকেট আছে, কে কোন সিন্ডিকেটে আছে, আপনি কোন সিন্ডিকেটে আছেন, মডু কোন সিন্ডিকেটে আছে, কোন সিন্ডিকেটের আয়-ইনকাম কেমন, কোন সিন্ডিকেটের সঙ্গে থাকলে দেশ হতে সেইফ এক্সিট নেওয়া যায় ইত্যাদি ইত্যাদি। আশা করি আপনি আমাকে হতাশ করবেন না। হয়তো আমার জন্যে সিন্ডিকেট নামেই একটা পোস্ট লিখে ফেলবেন।
ও ভালো কথা। আমি কি আপনার তথাকথিত নিরপেক্ষ ব্লগার? আমার মতামত কি গ্রহণযোগ্য?
জয় সামু।

২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: জয় সামু !!! :)

৪১| ২৫ শে জুন, ২০২৪ রাত ১১:০০

শায়মা বলেছেন: ওরে ছাগল, বল্‌ত আগে
সুড়সুড়িটা কেমন লাগে ?
কই গেল তোর জারিজুরি
লম্ফঝম্ফ বাহাদুরি ।
নিত্যি যে তুই আসতি তেড়ে
শিং নেড়ে আর দাড়ি নেড়ে,
ওরে ছাগল করবি রে কি ?
গুঁতোবি তো আয়না দেখি ?



এটা কিন্তু আমি লিখিনি

সুকুমার রায় লিখেছেন...... :)

২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: জুলি জুলি

৪২| ২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: তওবা তওবা ভাইয়া!!!!
এই সব কি দাও???

কিয়ের মধ্যে কি ? পান্তা ভাতে ঘি!!!!!!!!!! X((

২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটা শুনছিলাম। তাই দিলাম। আপনার মন্তব্যের কী জবাব দেবো মাথায় আসছিল না। তাই ভাবলাম একটা ভালো গান শুনাই। X(

৪৩| ২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: মাথায় কি আজ গন্ডগোল হই গেছে ভাইয়াজী...... :)

২৬ শে জুন, ২০২৪ রাত ১২:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপুমণি, ব্লগের ঝগড়াঝাঁটি দেখে আমার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে। আরেকটা ভালো গান শোনেন। এই গান জীবনে শোনেন নাই। সংগ্রহে রাখার মত গান। খোলা মনে শোনেন ভালো লাগবে। অন্য কিছু ভাবার কোন অবকাশ নাই। আমার প্রিয় গান আপনার সাথে শেয়ার করলাম। আমি ইদানিং পুরানো গান আর সিনেমা নিয়ে ব্যস্ত আছি। একটু পরে অবশ্য ঘুমিয়ে যাবো। ও মারিয়া

৪৪| ২৬ শে জুন, ২০২৪ রাত ১২:০৯

শায়মা বলেছেন: ঝড়াঝাঁটি কই দেখলে!!!!!!!!!!!!! #:-S


ব্লগের ঝগড়াঝাটি নাকি তোমার বাড়ির ভাবিজীর সাথে ঝগড়াঝাটি শুনি!!!!!!!!!!

হায় হায় তালগোল তো আজকাল ভালোই মিলাচ্ছো!!!


যাও যাও ভাবিজীকে মারিয়া গান শোনাও!!! :)

২৬ শে জুন, ২০২৪ রাত ১২:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বউয়ের সাথে কোন ঝগড়াঝাঁটি হয় নাই। মুড ভালো তাই ভালো গান শুনছি। আপনার শোনার দরকার নাই। আমি বিচিত্র ধরণের গান শুনে থাকি। মিরর হিন্দি গান শোনে না। তাই দেই নাই। আজকের মত শুভরাত্রি।

৪৫| ২৯ শে জুন, ২০২৪ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: ভাই, আপনার সাথে যোগাযোগের কোন ইমেল কি দেওয়া যাবে? যদি একান্তই নিজের পরিচয় কিংবা ইমেইল দিতে না চান তাহলে একটা নতুন ইমেল খুলে যোগাযোগের ইমেল দেওয়ার অনুরোধ রইলো ।

২৯ শে জুন, ২০২৪ সকাল ৯:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ই- মেইল নীচে দিলাম;

[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.