নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ সৌন্দর্যের পূজারী। তাই তো গান রচিত হয়েছে ‘ যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। ' বেগম খালেদা জিয়া জনপ্রিয় একজন নেত্রী। কিন্তু আমার ধারণা এই জনপ্রিয়তার একটা বড় কারণ হল তার সৌন্দর্য। তার মত গায়ের রঙ বাংলাদেশের খুব কম মেয়েরই আছে। আমি ১৯৯৫ সালে তাকে সামনে থেকে একবার দেখেছিলাম। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার আরেকটা কারণ হল উনি কখনও কটু কথা বলেননি। ওনার কথা সদা মার্জিত।
শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু কথা বলেছেন যেটা শ্রুতিকটু এবং আপত্তিকর। কিন্তু বেগম খালেদা জিয়া জীবনে কখনও কোন বাজে কথা বলেননি। রাজনৈতিক কারণ ছাড়াও এই দুই কারণে উনি জনপ্রিয়।
আসলে মানুষ সৌন্দর্য দ্বারা প্রভাবিত হয়। শুধু রাজনৈতিক অঙ্গন না এই ব্লগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমাদের শায়মা আপু যে সব হাবিজাবি থালা, বাটি, পায়েসের পোস্ট দেন তাতে ওনার পোস্টে এতো মন্তব্য আসার কথা না। কিন্তু মুলত সুন্দর মুখের কারণে এবং সুন্দর হাসির কারণে মানুষ ভুলে ওনার পোস্টে চলে আসে। ওনার পোস্টে বলার মত তেমন কিছুই থাকে না। কথার চেয়ে ছবি বেশী থাকে। ওনার ক্ষেত্রেও আরেকটা কারণ হল সুমিষ্ট কথা। কচি খোকা হোক কিংবা বয়সে ওনার নানার বয়সী কেউ হোক উনি সবাইকে ভাইয়ু বলে একদম নরম করে ফেলেন। নিজের বয়স সম্পর্কে তখন ওনার হুশ থাকে না। ওনার শত্রুও ওনার বাঁকা দাঁত বের করা হাসি আর ভাইয়ু ডাক শুনে মনে করে ইহার চেয়ে মিত্র ইহজগতে আর দুইটা নাই।
বিএনপি দলটা আমার দৃষ্টিতে তেমন কাজের কোন দল না। তবে জিয়াউর রহমানকে আমি খুব পছন্দ করতাম। ওনার মৃত্যুর পরে কেঁদেছিলাম। আমার নানীও জিয়াউর রহমানকে পছন্দ করতেন। টিভিতে যখন দেখা যেত যে জিয়াউর রহমান খাল কাটার জন্য কোদাল দিয়ে কোপ দিচ্ছেন তখন আমার নানী বলতেন যে দ্যাখসো ব্যাডার গায়ে কেমন জোর, বাকিগুলি কোপ দিলে অর্ধেক কোদাল মাটি হয় আর জিয়া কোদাল দিয়ে কোপ দিলে পুরা কোদাল মাটিতে ভরে যায়। বিএনপি ইদানিং ভারত তোষণ করছে। কিন্তু ইহাতে জনগণ যে ক্ষুব্ধ হচ্ছে সেটা বিএনপির আধা পাগল রিজভি বা ভাঁড় মির্জা ফখরুল বুঝতে পাড়ছেন না। সামনের নির্বাচনে বিএনপির জেতার সম্ভবনা আছে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা তারা পাবে বলে মনে হয় না। একমাত্র চালান জীন চালান দিতে পারলে হয়তো তারা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে।
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সুন্দর চেহারা আর সুন্দর দাঁতের প্রশংসা করে পোস্ট দিলাম তারপরও যদি খুশি না হন তাহলে আর কি করা। এই ব্লগে আমার মত আর কেউ আপনার এতো প্রশংসা করে নাই। অনেকে অবশ্য ভয়েও আপনার প্রশংসা করে না। আপনি নাকি ছুপা মডারেটর।
২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৭
শায়মা বলেছেন: ছুপা হলে ভালো ছিলো কিন্তু একজন তো আমাকে কুপা মানে আমার কারনেই নাকি মানুষন ব্যান খায় ভেবে ভেবে কোপা শামসু বানায় দিলো!!!
আমি দেখি আর মনে মনে হাসি........ বনের বাঘে খায়না আসলে মনের বাঘেই খায় ....
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কারণে বেশী লোক তো ব্যান খায় নাই। আপনি নিজেই ব্যান করতে পারেন, নাকি আপনি কান্নাকাটি করে মডারেটরের কাছে নালিশ করেন? পুরা প্রসেসটা কী?
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: পুরা প্রসেসটাই হইলো ব্যান্ড পার্টিদের নিজেদের দ্বারাই সৃষ্ট কৃতকর্মের ফসল ভাইয়ু কুটনামনি!
মানে নিজেরাই উলটা পালটা কাম করিয়া নিজেদের ফান্দে পড়িয়া প্রথমে হাসেন তারপর ধরা খাইয়া কান্দেন। আর তখনই উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাইয়া ছুপা কুপা দোষ দিয়া নিজেদের দোষ ঢাকিবার বৃথা চেরেষ্টা করিয়া হা হুতাশ করিয়া মরেন।
আহারে কি দুস্কো!!! কি দুস্কো!!!
তবে মজা দেখিবার জন্য যথেষ্ঠ ধৈর্য্য শক্তির প্রয়োজন ....
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সরলতার কারণে অনেকে সুযোগ নেয়। এটা ঠিক না।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৯
শায়মা বলেছেন: আমার সরলতা!!!!
চিন্তায় পড়লাম!!!
কত মানুষের কপালে যে ভাঁজ পড়লো এই কমেন্টটা পড়ে!!!!!!!!!!!!!!!!!! হা হা হা হা হা হা
ভাবছি সুযোগ নেওয়া আর দেওয়ার মাঝে পার্থক্য কি এবং কত প্রকার!!!
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুর্জনের কথায় কান দেয়ার দরকার নাই।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯
শায়মা বলেছেন: কান দেওয়া যায় নাকি এখানে শুধু চোখ দেওয়া যায়....... সেই গানটার মত......
চোখে চোখে কথা শুনি
মুখে কিছূ বলি না
মন নিয়ে খেলা করি (পাগলের)
একই সময় নত্ত বুঝি না .....
লা লা লা লা লা লা
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার তো কান একটা। ছবি আঁকলে এক কান ওয়ালা মানুষের ছবি আঁকেন। আমার দুই কানই এই ব্লগে থাকে। আমি সব শুনতে পাই।
শোন বলি কানে কানে
কিছু কথা গানে গানে
কানা ভাবে দেখিবে কেমনে
তার দেখা কানে কানে
ব্লগ তো এক কানার হাট বাজার
তাই তো কান কথার জয় জয়কার
৬| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯
আরোগ্য বলেছেন: দ্যাকসুনি, একচের গোপন হাচা কতাগুলান আমনে ক্যামনে কয়া দিলেন?
কঙ্কাবতী রাজকন্যা ব্লগের কুকিং কুইন রাগ করলে কিন্তু ব্লগে খানাপিনা বন্ধ হয়ে যাবে।
আপনার শেষ কথার সাথে একমত হতে পারলাম না। আমার যতটুকু এনালাইসিস তাতে দেখতে পাচ্ছি বিএনপির ইনিংস প্রায় শেষ। জামাতও আসার সুযোগ দেখছি না তার জন্য একটা কারণই আমার দৃষ্টিতে কিন্তু নিজের মধ্যেই রাখছি। এবার নতুনের যাত্রা হবে, কেমনে কি হবে তা সময় বলে দিবে। দেখা যাক কি হয়। তবে যাই হোক আশা করি দেশ ও ইসলামের কল্যাণ হবে ইনশাআল্লাহ।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি রাগ করলে মডারেটরের কাছে নালিশ করে সরাসরি ব্যান করে না।
ভারত প্রীতির জন্য বিএনপির ভোট কমছে। সামনের নির্বাচনে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হয় না। নতুনের যাত্রার জন্য অপেক্ষায় আছি।
আশা করি দেশ এবং ইসলামের কল্যাণ হবে ইনশাল্লাহ।
৭| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯
শায়মা বলেছেন: আরোগ্য ভাইয়ু আমার এত্ত সুন্দর সুন্দর থালাবাটি হাড়ি পাতিল দেখে কুটনাভাইুদের হিংসা হয়েছে তাই এমন লিখে জানোনা
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: একই হাড়ি, পাতিল, থালা, বাটি বারবার দেখালে কে দেখবে।
সামনে অস্ট্রেলিয়া ভ্রমণের পোস্ট আসছে। সেখানে থাকবে কোন বাড়িওয়ালার সাথে ঝগড়া করেছে। প্লেনে উঠে ভয়ে পা কাপাকাপি শুরু হয়ে গেছে। পাশের সিটের ভদ্র মহিলার সাথে মারামারি লেগেছে। এই সবই তো। আগেই বলে দিলাম। ভ্রমণ কাহিনীও ভালো করে লিখতে পারে না। মেক আপ ছাড়া কোন ফটো কোন দিন দেখলাম না।
৮| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮
আরোগ্য বলেছেন: রাজকন্যা তো চলে আপন গতিতে, সে কি কারো ধার ধারে।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: মডুকে ভয় পায়। যদি পদচ্যুত করে এই ভয়ে। সদা মডুকে খুশি রাখার চেষ্টা করে। মডুও ওনাকে দুধ ভাত সহকারী মডু বানাইছে।
৯| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৯
শায়মা বলেছেন: লেখক বলেছেন: একই হাড়ি, পাতিল, থালা, বাটি বারবার দেখালে কে দেখবে।
সামনে অস্ট্রেলিয়া ভ্রমণের পোস্ট আসছে। সেখানে থাকবে কোন বাড়িওয়ালার সাথে ঝগড়া করেছে। প্লেনে উঠে ভয়ে পা কাপাকাপি শুরু হয়ে গেছে। পাশের সিটের ভদ্র মহিলার সাথে মারামারি লেগেছে। এই সবই তো। আগেই বলে দিলাম। ভ্রমণ কাহিনীও ভালো করে লিখতে পারে না। মেক আপ ছাড়া কোন ফটো কোন দিন দেখলাম না।
ইহা একখানা হিংসুটেদের গান ......
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: কথায় না পেরে
গিয়েছে সে হেরে
তাইতো এসেছে তেড়ে
দাড়িয়ে থাকো কান ধরে
সিধা করে দিবো মেরে
১০| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৫
ভুয়া মফিজ বলেছেন: খালেদা জিয়া একজন মার্জিত, রুচিসম্পন্ন মহিলা; হাসিনার মতো রাস্তার মহিলাদের মানসিকতা উনার নাই। আর শায়মা হইলো রাজকীয় ভাব-ভঙ্গীর। আমার সাথে মিল আছে। সেইজন্য শায়মারে নিয়া আমি কিছু বলতে পারি না। ওরে কিছু বললে নিজের গায়েই লাগে!!!!
তবে আপনে চালায়া যান। আমি পিছনে আছি!!!
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মাকে নিয়ে আপনি বলতে বিব্রত বোধ করছেন। তাইলে আমিই বলে দেই। আপনি আর শায়মা দুইজনেই রাজকীয়। তবে একটা পার্থক্য আছে। সেটা হল শায়মা ব্লগের রাজা বাদশাহদের রাজকীয় স্টাইলে তেল মারে। মাঝে মাঝে নিজেকেও মডুও ভাবে। ময়ূরপুচ্ছ লাগালেই কাক তো আর ময়ুর হয়ে যায় না। আর আপনারটা হল ঐতিহ্যগত রাজকীয় আচরণ যেটা দেখে ব্লগের রাজ বাদশাহদের কপালে চিন্তার ভাঁজ পড়ে মাঝে মাঝে ।
আমি চালাইয়া যাচ্ছি। আপনি তো পিছনে আছেনই। এতেই চলবে।
১১| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৫
শায়মা বলেছেন: এই যে আমার রাজপুত্তুর ভাইয়া এসে গেছেন।
হিংসুটে কুটনা ভাইয়ু তো এবার আরও বেশি হিংসিত হইবেন......
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: দলে ভারি করার চেষ্টা করে লাভ নাই। রাজপুত্তুর ভাইয়ু কিন্তু কাউরে ছাড়ে না। তবে আপনার ব্যাপারে একটু সফট কর্নার আছে মনে হচ্ছে। কি খাওয়াই ছিলেন?
১২| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪১
ভুয়া মফিজ বলেছেন: @শায়মাঃ সাচুর আসলে রাজ-রাজড়াদের সম্পর্কে তেমন একটা ধারনা নাই। ফলে অনুমানের উপ্রে অনেক কিছু বলে। সিরিয়াসলী নেওয়ার কিছু নাই। তোমার রাজবাড়িতে ওনাকে একবার দাওয়াত দাও। কিছু ধারনা হোক। আমিও দিতাম, কিন্তু টিকেট কেটে এতোদূর আসবে বলে মনে হয় না।
@সাড়ে চুয়াত্তরঃ আচ্ছা............আপনে আমার লেখার লিঙ্ক চাইছিলেন, দিতে মনে থাকে না। এই্ লন, কয়েকটা পোষ্ট আছে। মাত্র শুরু করলাম। টাইম পাইলেই নতুন লেখা দিবো..........view this link
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি দাওয়াত দিতে পারেন আমাকে এটা আমি বিশ্বাস করি। কিন্তু আরেকজনের কথা বলছেন। এইটা ইহজনমে সম্ভব না। আর দিলেও হয়তো খাবারে কিছু মিশাইয়া দিতে পারে।
লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ। এখন সেইভ করে রাখলাম। মাঝে মাঝে পড়বো। আমাদের এখানে অনেক রাত। তাই আজকের মত বিদায়।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৯
কামাল১৮ বলেছেন: মানুষষ বিচার করতে হবে তীর গুনদিয়ে,রূপ একটা অংশ।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই মেয়েরা চুপ করো, গোপালগঞ্জের নামই বদলে দেব- এরকম আরো অনেক বাণী আছে এগুলো কার?
১৫| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৪
নীল আকাশ বলেছেন: খালেদা জিয়ার মতো রাজনৈতিক প্রজ্ঞা খুব কমই দেখা যায়। উনার সাথে যারা সরাসরি কথা বলেছে তারা জানে উনি কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী। উনি আপোষহীন নেত্রী। দেশ ও জনগনের স্বার্থের জন্য উনি কখনোই আপোষ করেননি। উনার জনপ্রিয়তা বাংলার ঘরে ঘরে।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের জন্য খালেদা জিয়া একটি অভিশাপ।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: কে ক্ষমতায় আসবে তা সময় বলে দেবে। তবে খালেদা জিয়া অনেকের প্রিয় নিত্রী।
১৮| ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
মিস ইউনিভার্স অডিশন দিলে হয়তো আসল চেহারা বের হতো,রুপ ও মগজের।
১৯| ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৪
রাসেল বলেছেন: ব্যক্তি হিসাবে একজন ভালো হতে পারে, কিন্তু সে যদি কোনো দায়িত্ব নেয় এবং তা সফলভাবে পালন না করে, তবে সে ওই পদের জন্য যোগ্য নয়।
মন্দের সাথে মন্দের তুলনা করলে শুধু তর্কই বাড়বে। আমাদের উচিত ভালোর সাথে মন্দের তুলনা করা, যদি ভালো উদ্দেশ্য থাকে। দুঃখের বিষয়, "ঠগ বাছতে গাঁ উজাড়" হয়ে যায়।
আমার বিচারে অনেকটা নিরপেক্ষ বিশ্লেষণ, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৫
শায়মা বলেছেন: ঐ কুটনা ভাইয়ু এমনি এমনি তোমাকে কুটনা বলি!!!!