নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বুঝে সমর্থনের দরকার নেই

িনরুপমা.কম

গঠনমূলক সমালোচনা করুন।

িনরুপমা.কম › বিস্তারিত পোস্টঃ

Rx এর অর্থ কি ?

০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:২৯



ডাক্তারদের প্রেসক্রাইপশান এর মধ্যে একটা কমন চিন্হ দেখা যায়। যা ইংরেজী আর এর নীচে ক্রস দেয়া বা অার এক্স এর মত। এই চিন্হটা দ্বারা কি বোঝানো হয় বা এর অর্থ কি?



খুব জানতে ইচ্ছা করছে। কয়েকজনকে প্রশ্ন করেও বিভিন্ন ধরনের উত্তর পেয়েছি। সঠিক উত্তরটি কাহারো জানা থাকলে অনুগ্রহ করে বিস্তারিত জানাবেন।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-১

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৩৪

শফিকুল বলেছেন: Definition of Rx

Rx: A medical prescription. The symbol "Rx" is usually said to stand for the Latin word "recipe" meaning "to take." It is customarily part of the superscription (heading) of a prescription.

Another explanation for the origin of Rx is that it was derived from the astrological sign for Jupiter which was once placed on prescriptions to invoke that god's blessing on the drug to help the patient recover.

০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪২

িনরুপমা.কম বলেছেন: Thank you.

২| ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪১

মেসবাহ য়াযাদ বলেছেন: Rx মানে, Referred to Almighty

অর্থাৎ : আল্লাহর নামে বা আল্লাহ ভরসা

০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৬

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ, প্রশ্ন হচ্ছে এটা কি Rx এর সাথে পুরোপুরি মিললো ?

৩| ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪২

নাহিদ বলেছেন: শফিকুল ভাই,

ধন্যবাদ আপনাকে। জানতে আর এক্স এ সমন্ধে কিছু জানতে পারলাম।

০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৫

িনরুপমা.কম বলেছেন: আপনাকেও

৪| ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৬

ফিউজিটিভ বলেছেন: Road to hell... :(

৫| ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৬

লিপিকার বলেছেন: একটা নতুন জিনিস জানলাম। আপনাকে ধন্যবাদ

০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৮

িনরুপমা.কম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৫১

নুরুন্নবী হাছিব বলেছেন: আমিও আগ্রহী ছিলাম...ধন্যবাদ...

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৭

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৫৪

বাবুয়া বলেছেন: শিফকুল যা িল েখ েছন েসটাই সিঠক ব েল জািন।

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৮

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:০২

রন্টি চৌধুরী বলেছেন: Another explanation for the origin of Rx is that it was derived from the astrological sign for Jupiter which was once placed on prescriptions to invoke that god's blessing on the drug to help the patient recover

তাই মেসবাহ য়াযাদের টাও ঠিক আছে। মিলেছেও। আবার দেখুন।

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:১৭

িনরুপমা.কম বলেছেন: আমি বলতে চাচ্ছিলাম আর এর সাথে এক্স বা ক্রস দিয়ে কি বুঝায়।

৯| ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১২

িনরুপমা.কম বলেছেন: আমাকে একজন বলেছেন R দিয়ে রাইট বা সঠিক আর নীচের x (ক্রস বা এক্স) দিয়ে Not বুঝায় । যার সার্বিক অর্থ হয় এই ্ওষধ আপনার জন্য সঠিক হতে পারে কিংবা না।
অন্যএকজন বলেছেন Rx সিম্বলিক অর্থে "আপনার জন্য" বোঝায়।
কিন্তু সঠিক অর্থটা নিশ্চিত করতে পারছি না।
সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ।

১০| ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৩

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনি কেমন আছেন, বাবুয়া ??

০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৪

িনরুপমা.কম বলেছেন: কেমন আছেন, বাবুয়া ?

১১| ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৩

র‌্যাভেন বলেছেন:
গুগলরে জিগান

০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৪

িনরুপমা.কম বলেছেন: জিগান

১২| ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৫

পাশের বাড়ির ছেলে বলেছেন: ধন্যবাদ আপনাকে।

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:১২

িনরুপমা.কম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩| ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৬

হাসান বিপুল বলেছেন: ৯০ দশকের শুরুর দিকে সায়েন্সে ইন্টার পাশ করলেই মেডিকেলে ভর্তি কোচিং করার একটি প্রবনতা ছিল। সে শ্রোতে ছিলাম আমিও। তখন শিখেছিলাম, এর অর্থ হলো "আপনি গ্রহন করুন"

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:২৫

িনরুপমা.কম বলেছেন: আমি আর একজনের কাছে এরকম শুনেছি, ধন্যবাদ।

১৪| ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৮

মেসবাহ য়াযাদ বলেছেন: Rx মানে, Referred to Almighty ( Almighty এখানে যীশুকে বুঝানো হয়েছে। কারণ যারা এটা বানিয়েছেন, তারা ছিলেন খৃষ্টান)

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:১৯

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ।

১৫| ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৩০

ছাগল ফাউন্ডেশন বলেছেন: র‌্যাভেন বলেছেন:
গুগলরে জিগান


গুগুল কেডা?

০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৫৭

িনরুপমা.কম বলেছেন: গুগলরে চিনেন না?

১৬| ০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:২২

পারেভজ রিবন বলেছেন: Rx-র অর্থ হাসান বিপুল যেটা লিখেসেন সেটা ঠিক। দুটো লাতিন শব্দের অদ্যাক্ষর RX. চিহ্নটি এর সংক্ষিপ্ত রূপ। লাতিন শব্দ দুটি এখন মনে পড়ছে না। আশা করি বছর খানেকের মধ্যে মনে পড়বে।

০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৪৯

িনরুপমা.কম বলেছেন: অপেক্ষায় রইলাম। মনে পড়লে ইট্টু জাগাত্বেই আওয়াজ দিয়েন, ধন্নবাত।

১৭| ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১২

সোমেশ্বর অলি বলেছেন: সত্যি, না বুঝে সমর্থনের দরকার নাই...

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫

িনরুপমা.কম বলেছেন: ধন্যবাদ, পছন্দ হবার কারনে।

১৮| ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

নতুন বলেছেন: উইকি>>>>
Click This Link
The symbol "Rx" meaning "prescription" is a transliteration of a symbol resembling a capital R with a cross on the diagonal (℞).

There are various theories about the origin of this symbol - some note its similarity to the Eye of Horus[2], others to the ancient symbol for Jupiter, both gods whose protection may have been sought in medical contexts. Alternatively, it may be intended as an abbreviation of the Latin "recipe"[citation needed], the imperative form of "recipere", "to take"[2], and it is quite possible that more than one of these factors influenced its form. Literally, "Recipe" means simply "Take...." and when a doctor writes a prescription beginning with "Rx", he or she is completing the command. This was probably originally directed at the pharmacist who needed to take a certain amount of each ingredient to compound the medicine, rather than at the patient who must "take" the medicine, in the sense of consuming it.

The word "prescription" can be decomposed into "pre" and "script" and literally means, "to write before" a drug can be prepared. Those within the industry will often call prescriptions simply "scripts".

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৬

গোলকধাঁধা বলেছেন: ১ এবং ১৮ নং কমেন্ট আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো।

প্রশ্নটি তোলার জন্য প্রশ্নকারীকে ধন্যবাদ।আমার কাছেও বিষয়টা clear ছিল না ।।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭

িনরুপমা.কম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.