নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখনো কোথাও হারিয়ে গেলে খুঁজ না আমায়

মদখোর

কিছু বলার মত খুঁজে পেলাম না

মদখোর › বিস্তারিত পোস্টঃ

দিবস বনাম দিবস

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

আমরা বাঙ্গালীরা ভোল কিভাবে পাল্টে ফেলি তার একটি বিবরণ...

এই মাসটা ভাষার মাস... এ মাসে ভাষার জন্য মানুষ শহীদ হয়েছিলেন... আবার এ মাসেই ভালোবাসা দিবস... একটা পশ্চিমা সংস্কৃতি আরেকটা জাতীয় শোক দিবস...

তো আমাদের শিক্ষিত জাতি এই মাসে বিদেশী সভ্যতার অনুসারী হয়ে পশ্চিমাদের মতো করে ভালোবাসা দিবসের উদযাপন করবে...যাতে করে অনেক মেয়েই সতীত্ব হারাবে, আর অনেক ছেলে তার মধ্যবিত্ত বাবার কষ্টার্জিত টাকার দুই তৃতীয়াংশ বান্ধবীর সতীত্ব নষ্টের পরিপূরক হিসেবে বাবার পকেট ফাকা করবে...এর কারন;বর্তমান হিসেব বলে, তুমি দাও,আমিও দেব... আর ঐ প্রগতিশীল ছেলে মেয়েরা ২১শে ফেব্রুয়ারী ভোরবেলা ঘুম থেকে জেগে শহীদ মিনারে যেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে...বিষয়টা এমন যে, বাতাস যেদিকে বইবে আমরাও ঐদিকে উড়ে যাব...

আমার কথা হল, কে কি করছে না করছে তাতে আমার কিছু যায় আসে না...তবে দুই নৌকায় পা দিয়ে এক নদী পার হওয়া যায় না...যেকোনো একটা নৌকায় পা রাখো... ইতিহাস হয় তোমাকে হেরে যাওয়া একজন অথবা জয়ী একজন হিসেবে তার পাতায় লিখে রাখবে...

মনে রাখতে হবে, প্রথম আর শেষ এই দুই ছাড়া মানুষ মাঝামাঝি কিছুই মনে রাখে না...আর এদের কোথাও স্থানও হয় না...এরা সকল সম্প্রদায় সকল যুগের বোঝা ছাড়া আর কিছুই না...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.